শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে গতকাল শনিবার সকাল থেকে ছিল ফাঁকা। ঢাকাগামী যাত্রীবাহী বাসের দেখা এক-দেড় ঘণ্টা পরপর মিললেও ছিল বাড়তি ভাড়ার চাপ। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিকে ঢাকা পর্যন্ত না যাওয়ার শর্তে যাত্রী তুলছিলেন বাস-সংশ্লিষ্টরা।
শর্ত মেনে যাত্রীদের উঠতে দেখা গেছে বাসে।
এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর, পাঁচ্চরসহ অন্যান্য বাসস্ট্যান্ডে মুন্সিগঞ্জসহ বিভিন্ন স্থানের উদ্দেশে আসা কিছু কিছু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে ভোরের দিকে দক্ষিণাঞ্চল থেকে দূরপাল্লার একটি এবং দুটি লোকাল বাস পদ্মা সেতুমুখী হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গতকাল সকালে এক্সপ্রেসওয়ের সূর্য্যনগর এলাকায় দেখা গেছে, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কোনো যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়নি। এরপর অনেক সময় পরপর দু-একটি পিকআপ, ট্রাক, ব্যক্তিগত ছোট যানবাহন ভাঙ্গামুখী হতে দেখা গেছে। মহাসড়কে ঢাকাগামী কোনো যাত্রী দেখা যায়নি। মহাসড়ক যানবাহনশূন্য ছিল।
মুন্সিগঞ্জের লৌহজংগামী একটি পরিবারকে সূর্য্যনগর বাসস্ট্যান্ডে সকাল নয়টা থেকে বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে। পরিবারটি জানায়, পদ্মার ওপার যাবে, মুন্সিগঞ্জে; কিন্তু কোনো গাড়ি সেদিকে যাচ্ছে না। কীভাবে যাবে এখন? অনেক সময় তারা এখানে বসে আছে।
শিউলি আক্তার নামের এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মুন্সিগঞ্জের শ্রীনগরে যেতে হবে, কিন্তু কোনো গাড়ি নেই। আজ বিএনপির সমাবেশের কারণেই গাড়ি চলছে না।
কিন্তু ঢাকা পর্যন্ত না চললেও পদ্মা সেতুর ওপার পর্যন্ত হলেও তো যেতে পারতাম। পদ্মা পার হব কেমন করে?’
নাম প্রকাশে অনিচ্ছুক বাসের এক কর্মচারী জানান, ঢাকা পর্যন্ত যাওয়া না-ও হতে পারে। সেভাবেই যাত্রী তোলা হচ্ছে। তবে ঢাকার হাসনাবাদ পর্যন্ত যেতে পারে। সকাল থেকে যাত্রীও নেই। যাত্রী না থাকায় সড়কে গাড়িও কম।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকেই হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম চলছে মহাসড়কে। দুটি টহল টিম এবং চেকপোস্ট রয়েছে। তবে সকাল থেকে হাইওয়েতে তেমন যানবাহন ছিল না।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দীন বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম চলেছে হাইওয়েতে। তবে ভোর থেকে হাইওয়েতে গাড়ির চাপ খুবই কম ছিল। যাত্রীবাহী বাস কম চলেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে