ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের কারখানার বর্জ্যের দুর্গন্ধ ও তামাকের গুঁড়া বাতাসে মিশে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনস্বাস্থ্য। পাশের আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের বাসিন্দাদের মাছি থেকে বাঁচতে ভাত খেতে হয় মশারির ভেতরে ঢুকে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করা হলেও মেলেনি সুফল। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের ওখানে দুর্গন্ধ কম।
কারখানা এলাকায় দেখা গেছে, উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় প্যারাগন জৈব সার কারখানা স্থাপিত। এর চারপাশে মুরগির বিষ্ঠা, গোবর, তামাকের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব দুর্গন্ধযুক্ত বর্জ্য অপরিকল্পিতভাবে খোলা জায়গায় রাখা হয়েছে, যা রোদে শুকালে দুর্গন্ধের মাত্রা আরও বেড়ে গিয়ে আশপাশের বাতাস ভারী করে তোলে। এ ছাড়া স্তূপ করা বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে মশা-মাছি।
কারখানার পাশেই আশ্রয়ণ প্রকল্প ও মুজিব কেল্লা। এখানে ৫২টি পরিবারসহ কারখানার চারদিকে আরও ৫০০ পরিবারের বাস। সার তৈরিতে ব্যবহৃত পচনশীল বর্জ্যের দুর্গন্ধ ও তামাকের গুঁড়া বাতাসে ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বসবাস করা তো দূরের কথা নিশ্বাস নেওয়াই দুরূহ হয়ে পড়ে। স্থানীয়দের ভাত খেতে হয় মশারির ভেতরে।
জানা গেছে, একটি সার কারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও শিল্প মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে কারখানা স্থাপন করা যাবে না।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তোয়াল উদ্দিন, রওশন আরা ও জামাল হোসেন বলেন, ‘হামার ঘরবাড়ি নাই। প্রধানমন্ত্রী হামাক ঘর দিছে জমি দিছে। কিন্তু সেই ঘরে ঘুমাইতে পারি না, খাইতেও পারি না। আমাদের ঘরের পাশেই সার কারখানা। কারখানার বর্জ্য থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। রোদ-বৃষ্টিতে বাতাসে গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্গন্ধে বমি আসে খাওয়া-দাওয়া করা যায় না। গন্ধে ঘুমাতেও কষ্ট হয়। সবচেয়ে সমস্যার সম্মুখীন হয় শিশু ও বৃদ্ধরা। বর্জ্যের মশা মাছির জালায় মশারির ভেতর ভাত খেতে হয়।’
ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘কারখানার বর্জ্যের দুর্গন্ধে আশ্রয়ণ প্রকল্পসহ এলাকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। সার তৈরিতে তারা মানুষের মলও ব্যবহার করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি।’
প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের প্রোডাকশন অফিসার সাব্বির বলেন, ‘মুরগির খামারের চেয়ে আমাদের এখানে অনেক গন্ধ কম।’ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সার উৎপাদন ও বাজারজাতকরণের কোনো সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে তবে এখনো তা পাইনি।’
নীলফামারী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্যারাগন অ্যাগ্রো লিমিটেড জৈব সার কারখানা সরেজমিনে তদন্ত করে দুর্গন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিয়েছি। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় জৈব সার কারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি।’
নীলফামারীর ডিমলায় প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের কারখানার বর্জ্যের দুর্গন্ধ ও তামাকের গুঁড়া বাতাসে মিশে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনস্বাস্থ্য। পাশের আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের বাসিন্দাদের মাছি থেকে বাঁচতে ভাত খেতে হয় মশারির ভেতরে ঢুকে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ করা হলেও মেলেনি সুফল। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, তাদের ওখানে দুর্গন্ধ কম।
কারখানা এলাকায় দেখা গেছে, উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা গ্রামে ঘনবসতিপূর্ণ এলাকায় প্যারাগন জৈব সার কারখানা স্থাপিত। এর চারপাশে মুরগির বিষ্ঠা, গোবর, তামাকের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব দুর্গন্ধযুক্ত বর্জ্য অপরিকল্পিতভাবে খোলা জায়গায় রাখা হয়েছে, যা রোদে শুকালে দুর্গন্ধের মাত্রা আরও বেড়ে গিয়ে আশপাশের বাতাস ভারী করে তোলে। এ ছাড়া স্তূপ করা বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে মশা-মাছি।
কারখানার পাশেই আশ্রয়ণ প্রকল্প ও মুজিব কেল্লা। এখানে ৫২টি পরিবারসহ কারখানার চারদিকে আরও ৫০০ পরিবারের বাস। সার তৈরিতে ব্যবহৃত পচনশীল বর্জ্যের দুর্গন্ধ ও তামাকের গুঁড়া বাতাসে ছড়িয়ে পড়ায় ওই এলাকায় বসবাস করা তো দূরের কথা নিশ্বাস নেওয়াই দুরূহ হয়ে পড়ে। স্থানীয়দের ভাত খেতে হয় মশারির ভেতরে।
জানা গেছে, একটি সার কারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও শিল্প মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশনভুক্ত হতে হয়। ঘনবসতিপূর্ণ এলাকা এবং জনগণের ক্ষতি হয় এমন স্থানে কারখানা স্থাপন করা যাবে না।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তোয়াল উদ্দিন, রওশন আরা ও জামাল হোসেন বলেন, ‘হামার ঘরবাড়ি নাই। প্রধানমন্ত্রী হামাক ঘর দিছে জমি দিছে। কিন্তু সেই ঘরে ঘুমাইতে পারি না, খাইতেও পারি না। আমাদের ঘরের পাশেই সার কারখানা। কারখানার বর্জ্য থেকে সব সময় দুর্গন্ধ ছড়ায়। রোদ-বৃষ্টিতে বাতাসে গন্ধ আরও বেশি ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্গন্ধে বমি আসে খাওয়া-দাওয়া করা যায় না। গন্ধে ঘুমাতেও কষ্ট হয়। সবচেয়ে সমস্যার সম্মুখীন হয় শিশু ও বৃদ্ধরা। বর্জ্যের মশা মাছির জালায় মশারির ভেতর ভাত খেতে হয়।’
ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘কারখানার বর্জ্যের দুর্গন্ধে আশ্রয়ণ প্রকল্পসহ এলাকার বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। সার তৈরিতে তারা মানুষের মলও ব্যবহার করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি।’
প্যারাগন অ্যাগ্রো লিমিটেডের প্রোডাকশন অফিসার সাব্বির বলেন, ‘মুরগির খামারের চেয়ে আমাদের এখানে অনেক গন্ধ কম।’ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ সার উৎপাদন ও বাজারজাতকরণের কোনো সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে তবে এখনো তা পাইনি।’
নীলফামারী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্যারাগন অ্যাগ্রো লিমিটেড জৈব সার কারখানা সরেজমিনে তদন্ত করে দুর্গন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিয়েছি। এ ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় জৈব সার কারখানা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে