নাজমুল হাসান সাগর, ঢাকা
এবারের অমর একুশে বইমেলার শুরু থেকেই লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার পাঠক-দর্শনার্থীর আনাগোনা ছিল অনেকটাই কম। স্বাভাবিকভাবেই তাই বিক্রিও হয়েছে কম। গতকাল শুক্রবার ছুটির দিনে পাল্টে যায় সেই চিত্র। দল বেঁধে মানুষ এসেছে মেলায়—ফিরেছে চিরচেনা ভিড়, বেড়েছে বিক্রিও।
ছুটির দিনের সকালটা যথারীতি বরাদ্দ ছিল কচিকাঁচাদের জন্য। এবারের মেলার দ্বিতীয় শিশুপ্রহর ছিল গতকাল। সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে হাজির হতে থাকে শিশুরা। তাদের পদচারণ এবং কলতানে মুখর হয়ে উঠেছিল শিশু চত্বর। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই বেছে নিয়েছে তারা। পছন্দের বই কিনে না দেওয়ায় অভিমানে চোখের পানি ফেলতেও দেখা গেল কয়েকজনকে। সিসিমপুরের হালুম, ইকরি ও শিকুদের পরিবেশনা শিশুদের আনন্দে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।
প্রকাশকেরা জানালেন, খুদে পাঠকদের পছন্দের শীর্ষে রয়েছে ভৌতিক গল্প, রূপকথা ও বিজ্ঞান কল্পকাহিনি। এছাড়া পপআপ ও ডাই কাট বইয়ের প্রতিও বেশ আকর্ষণ রয়েছে তাদের।
প্রগতি পাবলিশার্সের বিক্রয়কর্মী মালিহা আক্তার জানান, তাঁদের স্টলে ডাই কাট ও পপআপ বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। গ্রহ, নক্ষত্র, প্রথম চন্দ্রজয়ের মতো তথ্যমূলক গল্পছবি দিয়ে সাজানো হয়েছে বইগুলো। বিশেষ কায়দায় ছাপানো এবং বাঁধাই করা এসব বই ব্যতিক্রমী হওয়ায় শিশুদের টানছে বেশি। দাম কিছুটা বেশি হলেও বিক্রি হচ্ছে ভালো।
চার বছর বয়সী সামান্থা জোয়ারদার বইমেলায় এসেছিল মা ও পিসির সঙ্গে। অনেকগুলো বই কেনার পর তার চোখ পড়েছে পপআপ বইয়ের দিকে। বায়না এবার এসব বই কেনার। সামান্থার পিসি অনামিকা জোয়ারদার বললেন, যে স্টলে যে বই পছন্দ হচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়া শুরু করছে সামান্থা। বাধ্য হয়ে তাই কিনেও দিতে হচ্ছে।
দুপুরের পর থেকে সব বয়সী পাঠক-দর্শনার্থীর সমাগম বাড়তে থাকে। উপচে পড়া ভিড় ঠেলে বিভিন্ন স্টলে বই কিনতে দেখা গেছে পাঠকদের। পছন্দের লেখকদের অটোগ্রাফ এবং তাঁদের সঙ্গে সেলফি তোলা নিয়েও আগ্রহের কমতি ছিল না বইপ্রেমীদের। সব মিলিয়ে ছুটির দিনের বইমেলা লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছিল। তরুণ কবি মিছিল খন্দকার বললেন, সময় যত গড়াচ্ছে মেলা তত জমছে। এটা সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আশার খবর।
তবে মেলার স্টল বিন্যাসের কারণে কয়েক বছর ধরে একটি সমস্যা পোহাতে হচ্ছে বলে জানালেন শব্দশৈলীর প্রকাশক ইফতেখার আমিন। তাঁর দাবি, নকশাগত কারণে মেলার একটি পাশে ভিড় হলেও অন্য পাশ পাঠকদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। তাই ওই অংশের স্টলগুলোতে পাঠকদের আনাগোনাও কম। তাই বিক্রিও হয় কম। কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখতে হবে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ২২০টি। মেলার মূলমঞ্চে ‘স্মরণ: গাজীউল হক ও সিকান্দার আবু জাফর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। আলোচনায় অংশ নেন আমিনুর রহমান সুলতান, আলফ্রেড খোকন ও তারেক রেজা।
আজও ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। বেলা ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।
এবারের অমর একুশে বইমেলার শুরু থেকেই লোকসমাগম ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার পাঠক-দর্শনার্থীর আনাগোনা ছিল অনেকটাই কম। স্বাভাবিকভাবেই তাই বিক্রিও হয়েছে কম। গতকাল শুক্রবার ছুটির দিনে পাল্টে যায় সেই চিত্র। দল বেঁধে মানুষ এসেছে মেলায়—ফিরেছে চিরচেনা ভিড়, বেড়েছে বিক্রিও।
ছুটির দিনের সকালটা যথারীতি বরাদ্দ ছিল কচিকাঁচাদের জন্য। এবারের মেলার দ্বিতীয় শিশুপ্রহর ছিল গতকাল। সকাল থেকেই বাবা-মায়ের হাত ধরে মেলা প্রাঙ্গণে হাজির হতে থাকে শিশুরা। তাদের পদচারণ এবং কলতানে মুখর হয়ে উঠেছিল শিশু চত্বর। স্টলে স্টলে ঘুরে পছন্দের বই বেছে নিয়েছে তারা। পছন্দের বই কিনে না দেওয়ায় অভিমানে চোখের পানি ফেলতেও দেখা গেল কয়েকজনকে। সিসিমপুরের হালুম, ইকরি ও শিকুদের পরিবেশনা শিশুদের আনন্দে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।
প্রকাশকেরা জানালেন, খুদে পাঠকদের পছন্দের শীর্ষে রয়েছে ভৌতিক গল্প, রূপকথা ও বিজ্ঞান কল্পকাহিনি। এছাড়া পপআপ ও ডাই কাট বইয়ের প্রতিও বেশ আকর্ষণ রয়েছে তাদের।
প্রগতি পাবলিশার্সের বিক্রয়কর্মী মালিহা আক্তার জানান, তাঁদের স্টলে ডাই কাট ও পপআপ বইয়ের চাহিদা সবচেয়ে বেশি। গ্রহ, নক্ষত্র, প্রথম চন্দ্রজয়ের মতো তথ্যমূলক গল্পছবি দিয়ে সাজানো হয়েছে বইগুলো। বিশেষ কায়দায় ছাপানো এবং বাঁধাই করা এসব বই ব্যতিক্রমী হওয়ায় শিশুদের টানছে বেশি। দাম কিছুটা বেশি হলেও বিক্রি হচ্ছে ভালো।
চার বছর বয়সী সামান্থা জোয়ারদার বইমেলায় এসেছিল মা ও পিসির সঙ্গে। অনেকগুলো বই কেনার পর তার চোখ পড়েছে পপআপ বইয়ের দিকে। বায়না এবার এসব বই কেনার। সামান্থার পিসি অনামিকা জোয়ারদার বললেন, যে স্টলে যে বই পছন্দ হচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়া শুরু করছে সামান্থা। বাধ্য হয়ে তাই কিনেও দিতে হচ্ছে।
দুপুরের পর থেকে সব বয়সী পাঠক-দর্শনার্থীর সমাগম বাড়তে থাকে। উপচে পড়া ভিড় ঠেলে বিভিন্ন স্টলে বই কিনতে দেখা গেছে পাঠকদের। পছন্দের লেখকদের অটোগ্রাফ এবং তাঁদের সঙ্গে সেলফি তোলা নিয়েও আগ্রহের কমতি ছিল না বইপ্রেমীদের। সব মিলিয়ে ছুটির দিনের বইমেলা লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছিল। তরুণ কবি মিছিল খন্দকার বললেন, সময় যত গড়াচ্ছে মেলা তত জমছে। এটা সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আশার খবর।
তবে মেলার স্টল বিন্যাসের কারণে কয়েক বছর ধরে একটি সমস্যা পোহাতে হচ্ছে বলে জানালেন শব্দশৈলীর প্রকাশক ইফতেখার আমিন। তাঁর দাবি, নকশাগত কারণে মেলার একটি পাশে ভিড় হলেও অন্য পাশ পাঠকদের চোখের আড়ালে থেকে যাচ্ছে। তাই ওই অংশের স্টলগুলোতে পাঠকদের আনাগোনাও কম। তাই বিক্রিও হয় কম। কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখতে হবে।
গতকাল মেলায় নতুন বই এসেছে ২২০টি। মেলার মূলমঞ্চে ‘স্মরণ: গাজীউল হক ও সিকান্দার আবু জাফর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। আলোচনায় অংশ নেন আমিনুর রহমান সুলতান, আলফ্রেড খোকন ও তারেক রেজা।
আজও ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। বেলা ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে