সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিয়ে তৈমুর আলম হারিয়েছেন বিএনপির তিনটি বড় পদ। জাতীয় পর্যায়ের নেতা হিসেবে এভাবে অব্যাহতি দেওয়াটা তাঁর জন্য বেশ বিব্রতকর। তবু হাল ছাড়েননি। বলেছেন, এসব দলের কৌশল মাত্র। প্রমাণ হিসেবে তুলে ধরেছেন, তৈমুরের পক্ষে কাজ করা নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণকে। তবে সবাই মানছেন, নারায়ণগঞ্জে প্রভাবশালী মেয়র প্রার্থী আইভীর বিরুদ্ধে তৈমুর নিজেকে শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তবে ভোটের মাঠে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তাঁর জন্য।
একদিকে কেন্দ্রীয় বিএনপির নীরবতা, অন্যদিকে স্থানীয় বিএনপির একাংশের বিরোধিতা—সব মিলিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছিল তৈমুরকে ঘিরে। তবে ধারাবাহিক প্রচারে তিনি তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল মিয়ার মতে, ‘তৈমুরের সবচেয়ে বড় সমস্যা হইসে তাঁরে শামীম ওসমানের প্রার্থী–এ মন্তব্য কইরা। এই নারায়ণগঞ্জে শামীম ওসমানের অনুসারী তকমা লাগলে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই একটা অংশ তাঁরে অপছন্দ করা শুরু করে। এই তকমা লাগাটা খুব খারাপ। এই অপবাদ গা থেকে মুছে তাঁর সামনে আগাইতে হইব। নাইলে বড় সমস্যায় পড়ব উনি।’
শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজনু বলেন, ‘উনি যতই বলুক পুরা বিএনপি তাঁর সঙ্গে আছে, বাস্তবে বড় নেতাগো গ্রুপ তাঁর পাশে নাই। গিয়াস আর কালামের পোলাও তাঁর সঙ্গে আসে নাই। এই দুই পোলার বিশাল গ্রুপ ছিল। এইটা বড় সমস্যা হইব। আর কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট আর লোক পাইতেও সমস্যা হইব তাঁর। কারণ পুলিশ যেমনে ভয়ভীতি দেখাইতাসে তাতে বিএনপির পোলাপানের ঘুম হারাম অবস্থা। কেন্দ্র ঠিক রাখতে না পারলে সব প্রচার বৃথা।’
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজা বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে সমস্যায় পড়তে হইতে পারে। কারণ অনেকেই এইটা ঠিকমতো বুঝে না। আর তৈমুর সাহেব তো কারচুপির আশঙ্কা করতাছে এইটা প্রকাশ্যেই বলে। তা ছাড়া আইভী আপায় যেই উন্নয়ন করছে তার বিপরীতে তৈমুর ভাইয়ের দেখানোর মতো তো কিছু নাই।’
তবে চ্যালেঞ্জের বিষয় জানতে চাইলে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করত তাহলে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জই থাকত না। আমাদের প্রধান চ্যালেঞ্জ এখন পুলিশি ভয় উপেক্ষা করে কীভাবে হাতিকে জয়যুক্ত করা যায়।’
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিয়ে তৈমুর আলম হারিয়েছেন বিএনপির তিনটি বড় পদ। জাতীয় পর্যায়ের নেতা হিসেবে এভাবে অব্যাহতি দেওয়াটা তাঁর জন্য বেশ বিব্রতকর। তবু হাল ছাড়েননি। বলেছেন, এসব দলের কৌশল মাত্র। প্রমাণ হিসেবে তুলে ধরেছেন, তৈমুরের পক্ষে কাজ করা নারায়ণগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণকে। তবে সবাই মানছেন, নারায়ণগঞ্জে প্রভাবশালী মেয়র প্রার্থী আইভীর বিরুদ্ধে তৈমুর নিজেকে শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তবে ভোটের মাঠে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তাঁর জন্য।
একদিকে কেন্দ্রীয় বিএনপির নীরবতা, অন্যদিকে স্থানীয় বিএনপির একাংশের বিরোধিতা—সব মিলিয়ে বেশ বিভ্রান্তি তৈরি হয়েছিল তৈমুরকে ঘিরে। তবে ধারাবাহিক প্রচারে তিনি তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। বন্দরের ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল মিয়ার মতে, ‘তৈমুরের সবচেয়ে বড় সমস্যা হইসে তাঁরে শামীম ওসমানের প্রার্থী–এ মন্তব্য কইরা। এই নারায়ণগঞ্জে শামীম ওসমানের অনুসারী তকমা লাগলে বিএনপি আওয়ামী লীগের মধ্যেই একটা অংশ তাঁরে অপছন্দ করা শুরু করে। এই তকমা লাগাটা খুব খারাপ। এই অপবাদ গা থেকে মুছে তাঁর সামনে আগাইতে হইব। নাইলে বড় সমস্যায় পড়ব উনি।’
শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজনু বলেন, ‘উনি যতই বলুক পুরা বিএনপি তাঁর সঙ্গে আছে, বাস্তবে বড় নেতাগো গ্রুপ তাঁর পাশে নাই। গিয়াস আর কালামের পোলাও তাঁর সঙ্গে আসে নাই। এই দুই পোলার বিশাল গ্রুপ ছিল। এইটা বড় সমস্যা হইব। আর কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট আর লোক পাইতেও সমস্যা হইব তাঁর। কারণ পুলিশ যেমনে ভয়ভীতি দেখাইতাসে তাতে বিএনপির পোলাপানের ঘুম হারাম অবস্থা। কেন্দ্র ঠিক রাখতে না পারলে সব প্রচার বৃথা।’
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজা বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া নিয়ে সমস্যায় পড়তে হইতে পারে। কারণ অনেকেই এইটা ঠিকমতো বুঝে না। আর তৈমুর সাহেব তো কারচুপির আশঙ্কা করতাছে এইটা প্রকাশ্যেই বলে। তা ছাড়া আইভী আপায় যেই উন্নয়ন করছে তার বিপরীতে তৈমুর ভাইয়ের দেখানোর মতো তো কিছু নাই।’
তবে চ্যালেঞ্জের বিষয় জানতে চাইলে তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করত তাহলে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জই থাকত না। আমাদের প্রধান চ্যালেঞ্জ এখন পুলিশি ভয় উপেক্ষা করে কীভাবে হাতিকে জয়যুক্ত করা যায়।’
আরও পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে