বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিবছরই ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও বিশেষ নাটক তৈরি করে এ দিবসকে সামনে রেখে। এবারও তৈরি হয়েছে একগুচ্ছ নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।
এনটিভিতে ‘ঋণ’
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঋণ’। লিখেছেন সাজিন আহমেদ বাবু, বানিয়েছেন তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘প্রেমিক নাম্বার ওয়ান’
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’। লিখেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তানজিন তিশা ও মুসাফির সৈয়দ।
বিটিভিতে ‘ফাল্গুনে ভালোবাসার দিন’
রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল ও টুপুর।
এটিএন বাংলায় ‘ভালোবেসে যাই’
রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবেসে যাই’। লিখেছেন মঞ্জুর মরু, বানিয়েছেন রাকেশ বসু। অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী, জোভান, সাফা কবির প্রমুখ।
মাছরাঙায় ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শাফায়েত মনসুর রানা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘কে কখন কীভাবে’। এতে থাকছে তিনটি গল্প—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। মাছরাঙা টেলিভিশনে ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রগুলো।
কাছে আসার ৩ গল্প
ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্পে এবার থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয়ে মুমতাহিনা টয়া, তামিম মৃধা। ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সুনেহরা। এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এগুলো।
নিশো-মেহ্জাবীনের ‘লাফ’
‘লাফ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। মুক্তি পাবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।
নিশো-সাবিলার ‘ক্রসকানেকশন’
আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
অপূর্ব-সাবিলার তিন নাটক
ভালোবাসা দিবসের তিনটি নাটকে জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। রুবেল হাসান নির্মিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাবে ক্লাব ১১ ইউটিউব চ্যানেলে। একই নির্মাতার ‘স্পাই লাভ’ দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বি.ইউ শুভ নির্মিত ‘মিস্টার নার্ভাস’।
প্রতিবছরই ভালোবাসা দিবসে প্রচারের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে টিভি চ্যানেলগুলো। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচারের জন্যও বিশেষ নাটক তৈরি করে এ দিবসকে সামনে রেখে। এবারও তৈরি হয়েছে একগুচ্ছ নাটক। অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।
এনটিভিতে ‘ঋণ’
রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ঋণ’। লিখেছেন সাজিন আহমেদ বাবু, বানিয়েছেন তুহিন হোসেন। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।
আরটিভিতে ‘প্রেমিক নাম্বার ওয়ান’
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘প্রেমিক নাম্বার ওয়ান’। লিখেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, তানজিন তিশা ও মুসাফির সৈয়দ।
বিটিভিতে ‘ফাল্গুনে ভালোবাসার দিন’
রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফাল্গুনে ভালোবাসার দিন’। সোহরাব হোসেনের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন রেজাউর রহমান ইজাজ। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, হিল্লোল ও টুপুর।
এটিএন বাংলায় ‘ভালোবেসে যাই’
রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘ভালোবেসে যাই’। লিখেছেন মঞ্জুর মরু, বানিয়েছেন রাকেশ বসু। অভিনয় করেছেন আজিজুল হাকিম, রোজি সিদ্দিকী, জোভান, সাফা কবির প্রমুখ।
মাছরাঙায় ৩ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
শাফায়েত মনসুর রানা বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘কে কখন কীভাবে’। এতে থাকছে তিনটি গল্প—‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’ ও ‘অপ্রকাশিত’। অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি। মাছরাঙা টেলিভিশনে ১০টা ৩০ মিনিটে প্রচার হবে চলচ্চিত্রগুলো।
কাছে আসার ৩ গল্প
ক্লোজআপ দ্বিধাহীন কাছে আসার গল্পে এবার থাকছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ফাগুন থেকে ফাগুনে’ বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী। অভিনয়ে সাফা কবীর, সুদীপ বিশ্বাস দীপ। ‘নাইস টু মিট ইউ’ বানিয়েছেন রাসেল সিকদার। অভিনয়ে মুমতাহিনা টয়া, তামিম মৃধা। ‘আর থেকো না দূরে’ বানিয়েছেন রাকা নোশিন নাওয়ার। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সুনেহরা। এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে এগুলো।
নিশো-মেহ্জাবীনের ‘লাফ’
‘লাফ’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন চৌধুরী। বানিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। মুক্তি পাবে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে।
নিশো-সাবিলার ‘ক্রসকানেকশন’
আফরান নিশো ও সাবিলা নূর জুটি হয়ে অভিনয় করেছেন ‘ক্রস কানেকশন’ নাটকে। জাকারিয়া সৌখিন নির্মিত এ নাটকে দেখানো হয়েছে ল্যান্ডফোনের দিনগুলোর গল্প। মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
অপূর্ব-সাবিলার তিন নাটক
ভালোবাসা দিবসের তিনটি নাটকে জুটি হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। রুবেল হাসান নির্মিত ‘হৃদয় জুড়ে’ মুক্তি পাবে ক্লাব ১১ ইউটিউব চ্যানেলে। একই নির্মাতার ‘স্পাই লাভ’ দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে। এ ছাড়া জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বি.ইউ শুভ নির্মিত ‘মিস্টার নার্ভাস’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে