নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নীতিমালার যথাযথ প্রয়োগ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়েই চলেছে। নীরব ও আবাসিক হিসেবে চিহ্নিত এলাকার বাসিন্দারাও শব্দদূষণের শিকার হচ্ছেন। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্যাপসের পক্ষ থেকে ১০টি সুপারিশ করা হয়েছে।
গতকাল আন্তর্জাতিক শ্রবণ দিবস উপলক্ষে ‘প্রাণ প্রকৃতির ওপর শব্দদূষণের প্রভাব ও প্রতিকার’ শীর্ষক এক ওয়েবিনারে এ গবেষণার ফল তুলে ধরা হয়। ক্যাপস এবং ইকিউএমএস কনসালটিং লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। গবেষণা প্রতিবেদনে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
শব্দদূষণ রোধে ক্যাপসের পক্ষ থেকে ১০টি প্রস্তাবনা জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে উৎপাদন না করা, হর্ন বাজানোর শাস্তি বৃদ্ধি, শব্দের মাত্রা অনুযায়ী যানবাহনের ছাড়পত্র দেওয়া, সড়কের পাশে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী তৈরি করা এবং সন্ধ্যার পর ছাদ ও কমিউনিটি হলে গানবাজনা না করা।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি ড. গুলশান আরা লতিফা বলেন, একেক প্রাণীর শ্রাব্যতার সীমা একেক রকম। ফলে মাত্রাতিরিক্ত শব্দে তারা দিশেহারা হয়ে যায়। শব্দদূষণ রোধে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, শ্রবণ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ড. নাসিমা খাতুন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরিফ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
নীতিমালার যথাযথ প্রয়োগ না থাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় শব্দদূষণ বেড়েই চলেছে। নীরব ও আবাসিক হিসেবে চিহ্নিত এলাকার বাসিন্দারাও শব্দদূষণের শিকার হচ্ছেন। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্যাপসের পক্ষ থেকে ১০টি সুপারিশ করা হয়েছে।
গতকাল আন্তর্জাতিক শ্রবণ দিবস উপলক্ষে ‘প্রাণ প্রকৃতির ওপর শব্দদূষণের প্রভাব ও প্রতিকার’ শীর্ষক এক ওয়েবিনারে এ গবেষণার ফল তুলে ধরা হয়। ক্যাপস এবং ইকিউএমএস কনসালটিং লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপনা করেন ক্যাপসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। গবেষণা প্রতিবেদনে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।
শব্দদূষণ রোধে ক্যাপসের পক্ষ থেকে ১০টি প্রস্তাবনা জানানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে হাইড্রোলিক হর্ন আমদানি বন্ধ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে উৎপাদন না করা, হর্ন বাজানোর শাস্তি বৃদ্ধি, শব্দের মাত্রা অনুযায়ী যানবাহনের ছাড়পত্র দেওয়া, সড়কের পাশে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী তৈরি করা এবং সন্ধ্যার পর ছাদ ও কমিউনিটি হলে গানবাজনা না করা।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি ড. গুলশান আরা লতিফা বলেন, একেক প্রাণীর শ্রাব্যতার সীমা একেক রকম। ফলে মাত্রাতিরিক্ত শব্দে তারা দিশেহারা হয়ে যায়। শব্দদূষণ রোধে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, শ্রবণ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ড. নাসিমা খাতুন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরিফ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে