টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাসে হাফ পাস চালু, শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক ও সহকারীদের অসদাচরণ ও নিরাপদ সড়কের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু না হলে ভবিষ্যতেও আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড লিখে তাদের দাবি জানায় এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখে।
টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলে, বাসে অর্ধেক ভাড়ার কথা বললে খারাপ আচরণ করে বাস থেকে নামিয়ে দেন বাসের সহকারীরা। গাজীপুরের সকল শিক্ষার্থীদের কাছে অর্ধেক ভাড়া নিতে হবে।
টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জহিরুল আলম মিঠু বলেন, ‘আমার বাসা গাজীপুরের চৌরাস্তায়। বাসে যাতায়াত করতে হয়। বাসে অর্ধেক ভাড়ার কথা বললে চালক ও সহকারীরা মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে। আমাদের দাবি মেনে না নিলে গাজীপুরের সকল শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে কঠোর আন্দোলন করা হবে।’
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়কের অবরোধ আজকের (শনিবার) মতো তুলে নিয়েছে। বাসা মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পিযূষ দে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বাস মালিক, পুলিশ ও কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দর বৃদ্ধির পর বাড়ে বাস ভাড়া। শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার দাবি জানিয়ে আসছিল। গত ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রাজধানীর নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এরপরই সড়কে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এরই মধ্যে গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। পরদিন ৩০ নভেম্বর থেকে রামপুরায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একই দিন ঢাকা পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন করে ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।
পরিবহন মালিকদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। তারা সারা দেশেই শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবি তোলেন। শুধু ভাড়া নয়, নিরাপদ সড়কেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরাসহ বিভিন্ন এলাকায় চলছে এ আন্দোলন। গতকাল শনিবার রামপুরার আন্দোলন থেকে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে তারা।
ঢাকার মতো চট্টগ্রামেও আন্দোলন করে শিক্ষার্থীরা। তারাও বাসে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবি করেছে।
গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাসে হাফ পাস চালু, শিক্ষার্থীদের সঙ্গে বাসের চালক ও সহকারীদের অসদাচরণ ও নিরাপদ সড়কের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু না হলে ভবিষ্যতেও আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড লিখে তাদের দাবি জানায় এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখে।
টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলে, বাসে অর্ধেক ভাড়ার কথা বললে খারাপ আচরণ করে বাস থেকে নামিয়ে দেন বাসের সহকারীরা। গাজীপুরের সকল শিক্ষার্থীদের কাছে অর্ধেক ভাড়া নিতে হবে।
টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জহিরুল আলম মিঠু বলেন, ‘আমার বাসা গাজীপুরের চৌরাস্তায়। বাসে যাতায়াত করতে হয়। বাসে অর্ধেক ভাড়ার কথা বললে চালক ও সহকারীরা মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করে। আমাদের দাবি মেনে না নিলে গাজীপুরের সকল শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে কঠোর আন্দোলন করা হবে।’
টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সড়কের অবরোধ আজকের (শনিবার) মতো তুলে নিয়েছে। বাসা মালিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পিযূষ দে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। বাস মালিক, পুলিশ ও কলেজের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি জ্বালানি তেলের দর বৃদ্ধির পর বাড়ে বাস ভাড়া। শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়ার দাবি জানিয়ে আসছিল। গত ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় রাজধানীর নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এরপরই সড়কে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
এরই মধ্যে গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। পরদিন ৩০ নভেম্বর থেকে রামপুরায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। একই দিন ঢাকা পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন করে ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।
পরিবহন মালিকদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। তারা সারা দেশেই শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার দাবি তোলেন। শুধু ভাড়া নয়, নিরাপদ সড়কেরও দাবি তোলেন শিক্ষার্থীরা। রাজধানীর রামপুরাসহ বিভিন্ন এলাকায় চলছে এ আন্দোলন। গতকাল শনিবার রামপুরার আন্দোলন থেকে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করবে তারা।
ঢাকার মতো চট্টগ্রামেও আন্দোলন করে শিক্ষার্থীরা। তারাও বাসে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবি করেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে