তামীম আদনান, দৌলতপুর (কুষ্টিয়া)
তৈরি পোশাকশিল্পে ভালো মানের সুতা উৎপাদনে সব সময়ই চাহিদা থাকে তুলার। আর এই খাতটিতে বড় ধরনের ভূমিকা রাখছে দেশে তুলা উৎপাদনে শীর্ষে থাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে এখানকার চাষিদের। তুলা চাষে উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ডও।
তবে চলতি মৌসুমে কয়েক দিনের টানা বর্ষণের কারণে ফলন নষ্ট হওয়ায় এবার আগের চেয়ে লাভ কমার শঙ্কা করছেন চাষিরা। তার পরও চলতি মৌসুমে তুলা থেকে ৭০ কোটি টাকা আয় হতে পারে বলে আশা করা হচ্ছে। কেননা তুলাবীজ থেকেও তৈরি হচ্ছে স্বাস্থ্যকর ভোজ্যতেল ও খইল। তবে মিলমালিকের পরিবর্তে সরকারিভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হলে লাভবান হতেন বলে মনে করছেন চাষিরা।
এ মাস থেকে উপজেলার দুটি তুলা বিক্রয় কেন্দ্রে সপ্তাহে তিন দিন তুলা বিক্রি করতে পারছেন চাষিরা। আর তুলা কেনা শুরু করেছে বিভিন্ন সুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বেচাকেনা চলবে মার্চ পর্যন্ত।
তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া কার্যালয়ের দেওয়া তথ্যমতে, গেল বছরের তুলনায় এ বছর উপজেলার সাতটি ইউনিটে ১৫০ হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে। বর্তমানে প্রকারভেদে মণপ্রতি ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা দরে তুলা বিক্রি হচ্ছে। এবার উপজেলার ৬ হাজার ৯১০ তুলাচাষি মোট ২ হাজার ১০০ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। চলতি মৌসুমে বিঘাপ্রতি ১৩ মণ করে তুলার ফলন পাওয়া যাচ্ছে। এ ছাড়া তুলাবীজ থেকেও ভোজ্যতেল ও খইল পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসাম্য রেখে মিলমালিকেরা তুলার বাজারদর নির্ধারণ করে থাকেন।
উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনের খোলা জায়গায় ১৩ জানুয়ারি বসেছিল দ্বিতীয় দিনের মতো তুলার হাট। সেখানে তুলা কিনতে এসেছিলেন সুতা প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানের মালিকেরা।
তাঁদের মধ্যে কথা হয় আল মদিনা ইন্ডাস্ট্রির মালিক গোলাম সাবিরের সঙ্গে। তিনি বলেন, ৩০ বছর ধরে এই উপজেলা থেকে তুলা কিনছেন। তুলা কেনার পর দুই ভাগে সুতা প্রস্তুত করেন।
উপজেলার বিলগাতুয়া এলাকার তুলাচাষি সাহিদুল জানান, সার, কীটনাশকের দাম বাড়ায় আবাদের ব্যয় বেড়েছে। তবে মিলমালিকের পরিবর্তে সরকারিভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হলে চাষিরা লাভবান হতেন বলে মনে করছেন তিনি।
সরকারিভাবে তুলার দাম নির্ধারণের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন বলেন, এ বিষয়ে তাঁরা আগামী মৌসুম থেকে কাজ করার কথা ভাবছেন।
তিনি জানান, গত মৌসুমের তুলনায় এবার তুলার চাষ বেড়েছে। চাষিদের আগ্রহী করতে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী মৌসুমে তুলাচাষিদের জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তুলাচাষিদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
তৈরি পোশাকশিল্পে ভালো মানের সুতা উৎপাদনে সব সময়ই চাহিদা থাকে তুলার। আর এই খাতটিতে বড় ধরনের ভূমিকা রাখছে দেশে তুলা উৎপাদনে শীর্ষে থাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় তুলা চাষে আগ্রহ বাড়ছে এখানকার চাষিদের। তুলা চাষে উজ্জ্বল সম্ভাবনার কথা জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ডও।
তবে চলতি মৌসুমে কয়েক দিনের টানা বর্ষণের কারণে ফলন নষ্ট হওয়ায় এবার আগের চেয়ে লাভ কমার শঙ্কা করছেন চাষিরা। তার পরও চলতি মৌসুমে তুলা থেকে ৭০ কোটি টাকা আয় হতে পারে বলে আশা করা হচ্ছে। কেননা তুলাবীজ থেকেও তৈরি হচ্ছে স্বাস্থ্যকর ভোজ্যতেল ও খইল। তবে মিলমালিকের পরিবর্তে সরকারিভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হলে লাভবান হতেন বলে মনে করছেন চাষিরা।
এ মাস থেকে উপজেলার দুটি তুলা বিক্রয় কেন্দ্রে সপ্তাহে তিন দিন তুলা বিক্রি করতে পারছেন চাষিরা। আর তুলা কেনা শুরু করেছে বিভিন্ন সুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বেচাকেনা চলবে মার্চ পর্যন্ত।
তুলা উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া কার্যালয়ের দেওয়া তথ্যমতে, গেল বছরের তুলনায় এ বছর উপজেলার সাতটি ইউনিটে ১৫০ হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে। বর্তমানে প্রকারভেদে মণপ্রতি ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা দরে তুলা বিক্রি হচ্ছে। এবার উপজেলার ৬ হাজার ৯১০ তুলাচাষি মোট ২ হাজার ১০০ হেক্টর জমিতে তুলা চাষ করেছেন। চলতি মৌসুমে বিঘাপ্রতি ১৩ মণ করে তুলার ফলন পাওয়া যাচ্ছে। এ ছাড়া তুলাবীজ থেকেও ভোজ্যতেল ও খইল পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ভারসাম্য রেখে মিলমালিকেরা তুলার বাজারদর নির্ধারণ করে থাকেন।
উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের সামনের খোলা জায়গায় ১৩ জানুয়ারি বসেছিল দ্বিতীয় দিনের মতো তুলার হাট। সেখানে তুলা কিনতে এসেছিলেন সুতা প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানের মালিকেরা।
তাঁদের মধ্যে কথা হয় আল মদিনা ইন্ডাস্ট্রির মালিক গোলাম সাবিরের সঙ্গে। তিনি বলেন, ৩০ বছর ধরে এই উপজেলা থেকে তুলা কিনছেন। তুলা কেনার পর দুই ভাগে সুতা প্রস্তুত করেন।
উপজেলার বিলগাতুয়া এলাকার তুলাচাষি সাহিদুল জানান, সার, কীটনাশকের দাম বাড়ায় আবাদের ব্যয় বেড়েছে। তবে মিলমালিকের পরিবর্তে সরকারিভাবে তুলার বাজারদর নির্ধারণ করা হলে চাষিরা লাভবান হতেন বলে মনে করছেন তিনি।
সরকারিভাবে তুলার দাম নির্ধারণের বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ শেখ আল মামুন বলেন, এ বিষয়ে তাঁরা আগামী মৌসুম থেকে কাজ করার কথা ভাবছেন।
তিনি জানান, গত মৌসুমের তুলনায় এবার তুলার চাষ বেড়েছে। চাষিদের আগ্রহী করতে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী মৌসুমে তুলাচাষিদের জন্য কিছু প্রণোদনার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তুলাচাষিদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে