হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বাড়ছে শীতের তীব্রতা। এতে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিক্রিও ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা কম। সকালের দিকে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে বাড়তি শীত অনুভূত হচ্ছে। সাধারণত সন্ধ্যার পর বাজারে চায়ের স্টলগুলোতে মানুষের জমজমাট আড্ডা দেখা যায়। তবে শীত বাড়তে থাকায় কদিন ধরে বাজারে মানুষের পদচারণা কম দেখা যাচ্ছে।
পোশাক কিনতে আসা রহিমা বেগম বলেন, ‘কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। শীতের পোশাক না থাকায় ছেলে-মেয়েরা শীতে কষ্ট পাচ্ছে। তাই তাঁদের জন্য শীতের কাপড় কিনতে বাজারে এসেছি। বাজারে বড় দোকানে বাড়তি দামে কাপড় কেনার সামর্থ্য আমাদের নেই। ফুটপাতে কম দামে ভালো কাপড় কেনা যায়। এতে আমাদের সুবিধা হয়।’
হিলি বাজারের ফুটপাতে পোশাক কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন, ‘হিমেল বাতাসের কারণে খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। সে জন্য এসেছি সোয়েটার কিনতে। তবে দাম বেশি।’’
হিলি বাজারের ফুটপাতে কাপড় বিক্রেতা মোশারফ হোসেন ও মাসুদ রানা বলেন, ‘কয়েক দিন আগে শীত তেমন না পড়ার কারণে আমাদের বেচাকেনা তেমন একটা ছিল না। কিন্তু কদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাপ বাড়ছে। বেচাকেনাও ভালো হচ্ছে। ছোট বাচ্চাদের ও বড়দের শীতের কাপড়ই বেশি বিক্রি হচ্ছে।’
গরম পোশাকের বেশি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে তাঁরা বলেন, ‘গতবারের চেয়ে এবার মোকামে সব ধরনের কাপড়ের দাম বেশি। আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এতে করে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।’
এদিকে, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বছরের শুরুতেই একটি শৈত্যপ্রবাহ দেশের উত্তরের কিছু কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
দিনাজপুরের হিলিতে বাড়ছে শীতের তীব্রতা। এতে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিক্রিও ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা।
সরেজমিনে দেখা গেছে, দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা কম। সকালের দিকে কুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে বাড়তি শীত অনুভূত হচ্ছে। সাধারণত সন্ধ্যার পর বাজারে চায়ের স্টলগুলোতে মানুষের জমজমাট আড্ডা দেখা যায়। তবে শীত বাড়তে থাকায় কদিন ধরে বাজারে মানুষের পদচারণা কম দেখা যাচ্ছে।
পোশাক কিনতে আসা রহিমা বেগম বলেন, ‘কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। শীতের পোশাক না থাকায় ছেলে-মেয়েরা শীতে কষ্ট পাচ্ছে। তাই তাঁদের জন্য শীতের কাপড় কিনতে বাজারে এসেছি। বাজারে বড় দোকানে বাড়তি দামে কাপড় কেনার সামর্থ্য আমাদের নেই। ফুটপাতে কম দামে ভালো কাপড় কেনা যায়। এতে আমাদের সুবিধা হয়।’
হিলি বাজারের ফুটপাতে পোশাক কিনতে আসা মেহেদুল ইসলাম বলেন, ‘হিমেল বাতাসের কারণে খুব ঠান্ডা পড়েছে। ঠান্ডার কারণে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। সে জন্য এসেছি সোয়েটার কিনতে। তবে দাম বেশি।’’
হিলি বাজারের ফুটপাতে কাপড় বিক্রেতা মোশারফ হোসেন ও মাসুদ রানা বলেন, ‘কয়েক দিন আগে শীত তেমন না পড়ার কারণে আমাদের বেচাকেনা তেমন একটা ছিল না। কিন্তু কদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাপ বাড়ছে। বেচাকেনাও ভালো হচ্ছে। ছোট বাচ্চাদের ও বড়দের শীতের কাপড়ই বেশি বিক্রি হচ্ছে।’
গরম পোশাকের বেশি দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ প্রসঙ্গে তাঁরা বলেন, ‘গতবারের চেয়ে এবার মোকামে সব ধরনের কাপড়ের দাম বেশি। আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এতে করে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।’
এদিকে, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বছরের শুরুতেই একটি শৈত্যপ্রবাহ দেশের উত্তরের কিছু কিছু স্থানের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে