ফারুক মেহেদী ও জাহিদুল ইসলাম, ঢাকা
উৎপাদন কমেনি, চাহিদাও বাড়েনি। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের চোখে ধুলো দিয়ে নিত্যপণ্য ব্যবসার আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছেন ব্যবসায়ী-আমদানিকারকেরা। আধিপত্য আর প্রভাবকে কাজে লাগিয়ে গত দুই অর্থবছরে কৃষিজাত পণ্য ও সেবা, ভোজ্যতেল, চিনি আর মৎস্য-পোলট্রি খাত রাজস্ব-সুবিধা নিয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। বাজারে এসব পণ্যের দাম তো কমেইনি, বরং নানা অজুহাতে বেশি মুনাফা করে ভোক্তার পকেট হাতিয়ে নিয়েছেন আরও কয়েক হাজার কোটি টাকা। প্রণোদনা, ঋণপত্র খোলা, ব্যাংকঋণসহ আরও বিভিন্নভাবে সরকারি সুবিধা তো আছেই। অসহায় বাণিজ্য মন্ত্রণালয়, নামমাত্র অভিযান আর আমদানির হুমকি দিয়েই দায়িত্ব শেষ করছে। আর ব্যবসায়ী চক্রের অতিলাভের চাপায় পড়ে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। দামের কারণে ব্যয় কমাতে অনেকে তালিকা কাটছাঁট করছেন। বাজারে নৈরাজ্যের জন্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা দুর্বল বাজার ব্যবস্থাপনা ও একটি চক্রের কারসাজিকে দায়ী করেছেন।
বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জানা যায়, গত দুই বছরে মানুষের আয় না বাড়লেও এ সময়ে মূল্যস্ফীতি হয়েছে ১৭ শতাংশের বেশি। অর্থাৎ দুই বছর আগে মানুষ কোনো পণ্য ১০০ টাকায় কিনলেও এ বছরের জুলাই মাসে ওই একই পণ্য তাকে ১১৭ টাকায় কিনতে হয়েছে। এটা হলো সরকারি হিসাব। বাস্তবে মূল্যস্ফীতি আরও অনেক বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ত্যক্ত-বিরক্ত-ক্ষুব্ধ হলেও বাজার ব্যবস্থাপনা, পণ্যের দাম আর ব্যবসায়ীদের মর্জির ওপর অসহায় আত্মসমর্পণ ছাড়া কার্যত মানুষের আর যেন কিছুই করার নেই।
মানুষের কষ্টের জীবনের খণ্ডচিত্র
বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. আবদুর রহিম (ছদ্মনাম)। বেতন পান ৮০ হাজার টাকা। দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে থাকেন রাজধানীর মগবাজারে। জীবনযাত্রার ব্যয় এত বেড়েছে যে এ টাকায় এখন আর কুলাতে পারছেন না। প্রতি মাসেই ধার করতে হচ্ছে। বাসাভাড়া ২৫ হাজার টাকা। বড় ছেলের প্রতি মাসের সেমিস্টার ফি ১০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতসহ হাতখরচ ৬ হাজার টাকা। ছোট ছেলের যাতায়াত খরচসহ স্কুল ফি ৭ হাজার টাকা। মায়ের চিকিৎসা ও ওষুধে খরচ ১৩ হাজার টাকা। চালে খরচ প্রায় ২ হাজার ৬০০ টাকা। মাছ-মাংস-ডিম-সবজিসহ যাবতীয় মুদি মালে খরচ ১৫ হাজার টাকা। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ডিশ-ইন্টারনেট বিল ৮ হাজার টাকা। এতেই বেতনের টাকা শেষ। নিজের যাতায়াত, হাতখরচ, স্টেশনারি তো আছেই। ঘাটতি মেটাতে তিনি এখন একটি এফডিআর ভেঙে খাচ্ছেন। আবদুর রহিমের মতো এ রকম অসংখ্য মানুষের গল্প প্রায় একই রকম। এখন আর মধ্যবিত্ত বা দরিদ্র মানুষ বলে নয়, প্রায় সবাই নিত্যপণ্যের বাড়তি দামের চাপে পিষ্ট হচ্ছেন।
কতটা অনিয়ন্ত্রিত বাজার
ডিমের ডজন রেকর্ড ১৬০-১৭০ টাকায় ওঠানামা করছে। আলুর বাম্পার ফলনে সরবরাহ-মজুতে কোনো ঘাটতি নেই; অথচ কেজিপ্রতি দাম ঠেকেছে ৪০-৪৫ টাকায়। কাঁচা মরিচ থেকে পেঁয়াজ, রসুন, আদা, তেল, চিনি, মাছ, মাংস প্রায় সব পণ্যের দামই এখন নির্ধারিত হচ্ছে বিক্রেতাদের ইচ্ছেমতো। শুল্ক-কর, প্রণোদনাসহ সব সরকারি সুবিধা নিয়ে ব্যবসায়ীরা এখন রীতিমতো বেপরোয়া। আজ পেঁয়াজের দাম বাড়ে তো, কাল আলুর দাম। এভাবে শ্বাস নেওয়ার আগেই দামের নৈরাজ্য ভোক্তার দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে। পণ্যের দাম বাড়লেই কেবল জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর রাজধানীর দু-একটি বাজারে অভিযানে যায়। কয়েক হাজার টাকা জরিমানা ছাড়া তেমন কোনো শাস্তি হয় না দায়ী ব্যবসায়ীদের। বাজার সহনীয় রাখতে কৃষিজাত পণ্য উৎপাদন ও সেবা খাত; বিশেষ করে কৃষি, পোলট্রি, মৎস্য, ভোজ্যতেল, চিনি, পশুপালনসহ বিভিন্ন খাত মোট ২৮ হাজার কোটি টাকার রাজস্ব-সুবিধা নিয়েছে গত দুই বছরে। অথচ বাজার আগের চেয়ে আরও নিয়ন্ত্রণহীন হয়েছে।
ব্যবসায়ীরা কী কী সুবিধা পান
ডিম আমদানি হয়ে আসে না। শুল্ক-কর দিতে হয় না। পোলট্রিশিল্প খাত কর অবকাশ ভোগ করছে। শুধু তা-ই নয়; পোলট্রিশিল্পের কাঁচামাল মাত্র ১ শতাংশ শুল্কে আমদানি করে। কয়েকটি করপোরেট সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। তারা একদিকে শুল্ক-করের সুবিধা নিচ্ছে, অন্যদিকে বিশেষ কারণ ছাড়াই সপ্তাহের ব্যবধানে ডজনে ৩৫ থেকে ৪০ টাকা বেশি হাতিয়ে নিচ্ছে। ওই ব্যবসায়ী চক্রটির নেপথ্যে কোন শক্তি কাজ করছে–ভোক্তা মহলে এমন প্রশ্ন উঠলেও দায়িত্বশীল কোনো মহল থেকেই এর জবাব পাওয়া যাচ্ছে না। জানা যায়, দুই বছরে পোলট্রি ও মৎস্য খাত ১০ হাজার কোটি টাকার ছাড় পেয়েছে। পশুখাদ্য, কৃষি যন্ত্রপাতি ও কীটনাশকে ছাড় ৩ হাজার কোটি টাকা।
ভোজ্যতেল আমদানিনির্ভর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে পণ্যটির দাম বেড়েছিল। তবে এখন তা অনেক কমে গেছে। বিশ্ববাজারে যে হারে কমেছে, দেশে কমেছে নামমাত্র। অথচ শুল্ক-কর ছাড় দিলে পণ্যটি মানুষের হাতের নাগালে থাকবে বলে বিশেষ সুবিধা নিয়েছিলেন আমদানিকারকেরা। গত দুই বছরে ভোজ্যতেলেই ছাড় দেওয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা। অন্তত এই ছাড়ের সুফল মানুষ পাওয়ার কথা। উল্টো এ সময়ে মানুষকে পণ্যটি কিনতে হয়েছে বেশি দামে। চিনিতেও ১ হাজার কোটি টাকার রাজস্ব ছাড় দেওয়া হয়েছে। চিনির দাম এখন প্রায় দ্বিগুণ।
‘ভোক্তা অধিকার তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কাজ করছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপট, ডলার রেট, শুল্কহার, ব্যবসায়ীদের অযৌক্তিক বিষয় আমরা ঠিক করতে পারব না। আর এনবিআর যে ছাড় দেয়, তার সুফল পাওয়ার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে যায়।’
এ এইচ এম সফিকুজ্জামান
মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
‘আমাদের যে প্রাইস রেগুলেশন, ফেয়ার কমপিটিশন, ফেয়ার প্রাইস—এগুলোর মনিটরিং বাংলাদেশে খুব দুর্বল। ফলে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য কারসাজি হয় এবং বাজারে দাম কমে না।’
ড. মাশরুর রিয়াজ
চেয়ারম্যান, বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জ
উৎপাদন কমেনি, চাহিদাও বাড়েনি। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের চোখে ধুলো দিয়ে নিত্যপণ্য ব্যবসার আড়ালে হাজার হাজার কোটি টাকা লুটে নিচ্ছেন ব্যবসায়ী-আমদানিকারকেরা। আধিপত্য আর প্রভাবকে কাজে লাগিয়ে গত দুই অর্থবছরে কৃষিজাত পণ্য ও সেবা, ভোজ্যতেল, চিনি আর মৎস্য-পোলট্রি খাত রাজস্ব-সুবিধা নিয়েছে প্রায় ২৮ হাজার কোটি টাকা। বাজারে এসব পণ্যের দাম তো কমেইনি, বরং নানা অজুহাতে বেশি মুনাফা করে ভোক্তার পকেট হাতিয়ে নিয়েছেন আরও কয়েক হাজার কোটি টাকা। প্রণোদনা, ঋণপত্র খোলা, ব্যাংকঋণসহ আরও বিভিন্নভাবে সরকারি সুবিধা তো আছেই। অসহায় বাণিজ্য মন্ত্রণালয়, নামমাত্র অভিযান আর আমদানির হুমকি দিয়েই দায়িত্ব শেষ করছে। আর ব্যবসায়ী চক্রের অতিলাভের চাপায় পড়ে প্রতিনিয়ত পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষ। দামের কারণে ব্যয় কমাতে অনেকে তালিকা কাটছাঁট করছেন। বাজারে নৈরাজ্যের জন্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা দুর্বল বাজার ব্যবস্থাপনা ও একটি চক্রের কারসাজিকে দায়ী করেছেন।
বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে জানা যায়, গত দুই বছরে মানুষের আয় না বাড়লেও এ সময়ে মূল্যস্ফীতি হয়েছে ১৭ শতাংশের বেশি। অর্থাৎ দুই বছর আগে মানুষ কোনো পণ্য ১০০ টাকায় কিনলেও এ বছরের জুলাই মাসে ওই একই পণ্য তাকে ১১৭ টাকায় কিনতে হয়েছে। এটা হলো সরকারি হিসাব। বাস্তবে মূল্যস্ফীতি আরও অনেক বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ত্যক্ত-বিরক্ত-ক্ষুব্ধ হলেও বাজার ব্যবস্থাপনা, পণ্যের দাম আর ব্যবসায়ীদের মর্জির ওপর অসহায় আত্মসমর্পণ ছাড়া কার্যত মানুষের আর যেন কিছুই করার নেই।
মানুষের কষ্টের জীবনের খণ্ডচিত্র
বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. আবদুর রহিম (ছদ্মনাম)। বেতন পান ৮০ হাজার টাকা। দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে থাকেন রাজধানীর মগবাজারে। জীবনযাত্রার ব্যয় এত বেড়েছে যে এ টাকায় এখন আর কুলাতে পারছেন না। প্রতি মাসেই ধার করতে হচ্ছে। বাসাভাড়া ২৫ হাজার টাকা। বড় ছেলের প্রতি মাসের সেমিস্টার ফি ১০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতসহ হাতখরচ ৬ হাজার টাকা। ছোট ছেলের যাতায়াত খরচসহ স্কুল ফি ৭ হাজার টাকা। মায়ের চিকিৎসা ও ওষুধে খরচ ১৩ হাজার টাকা। চালে খরচ প্রায় ২ হাজার ৬০০ টাকা। মাছ-মাংস-ডিম-সবজিসহ যাবতীয় মুদি মালে খরচ ১৫ হাজার টাকা। গ্যাস, বিদ্যুৎ, পানি ও ডিশ-ইন্টারনেট বিল ৮ হাজার টাকা। এতেই বেতনের টাকা শেষ। নিজের যাতায়াত, হাতখরচ, স্টেশনারি তো আছেই। ঘাটতি মেটাতে তিনি এখন একটি এফডিআর ভেঙে খাচ্ছেন। আবদুর রহিমের মতো এ রকম অসংখ্য মানুষের গল্প প্রায় একই রকম। এখন আর মধ্যবিত্ত বা দরিদ্র মানুষ বলে নয়, প্রায় সবাই নিত্যপণ্যের বাড়তি দামের চাপে পিষ্ট হচ্ছেন।
কতটা অনিয়ন্ত্রিত বাজার
ডিমের ডজন রেকর্ড ১৬০-১৭০ টাকায় ওঠানামা করছে। আলুর বাম্পার ফলনে সরবরাহ-মজুতে কোনো ঘাটতি নেই; অথচ কেজিপ্রতি দাম ঠেকেছে ৪০-৪৫ টাকায়। কাঁচা মরিচ থেকে পেঁয়াজ, রসুন, আদা, তেল, চিনি, মাছ, মাংস প্রায় সব পণ্যের দামই এখন নির্ধারিত হচ্ছে বিক্রেতাদের ইচ্ছেমতো। শুল্ক-কর, প্রণোদনাসহ সব সরকারি সুবিধা নিয়ে ব্যবসায়ীরা এখন রীতিমতো বেপরোয়া। আজ পেঁয়াজের দাম বাড়ে তো, কাল আলুর দাম। এভাবে শ্বাস নেওয়ার আগেই দামের নৈরাজ্য ভোক্তার দীর্ঘশ্বাসে পরিণত হচ্ছে। পণ্যের দাম বাড়লেই কেবল জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তর রাজধানীর দু-একটি বাজারে অভিযানে যায়। কয়েক হাজার টাকা জরিমানা ছাড়া তেমন কোনো শাস্তি হয় না দায়ী ব্যবসায়ীদের। বাজার সহনীয় রাখতে কৃষিজাত পণ্য উৎপাদন ও সেবা খাত; বিশেষ করে কৃষি, পোলট্রি, মৎস্য, ভোজ্যতেল, চিনি, পশুপালনসহ বিভিন্ন খাত মোট ২৮ হাজার কোটি টাকার রাজস্ব-সুবিধা নিয়েছে গত দুই বছরে। অথচ বাজার আগের চেয়ে আরও নিয়ন্ত্রণহীন হয়েছে।
ব্যবসায়ীরা কী কী সুবিধা পান
ডিম আমদানি হয়ে আসে না। শুল্ক-কর দিতে হয় না। পোলট্রিশিল্প খাত কর অবকাশ ভোগ করছে। শুধু তা-ই নয়; পোলট্রিশিল্পের কাঁচামাল মাত্র ১ শতাংশ শুল্কে আমদানি করে। কয়েকটি করপোরেট সিন্ডিকেট পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। তারা একদিকে শুল্ক-করের সুবিধা নিচ্ছে, অন্যদিকে বিশেষ কারণ ছাড়াই সপ্তাহের ব্যবধানে ডজনে ৩৫ থেকে ৪০ টাকা বেশি হাতিয়ে নিচ্ছে। ওই ব্যবসায়ী চক্রটির নেপথ্যে কোন শক্তি কাজ করছে–ভোক্তা মহলে এমন প্রশ্ন উঠলেও দায়িত্বশীল কোনো মহল থেকেই এর জবাব পাওয়া যাচ্ছে না। জানা যায়, দুই বছরে পোলট্রি ও মৎস্য খাত ১০ হাজার কোটি টাকার ছাড় পেয়েছে। পশুখাদ্য, কৃষি যন্ত্রপাতি ও কীটনাশকে ছাড় ৩ হাজার কোটি টাকা।
ভোজ্যতেল আমদানিনির্ভর। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে পণ্যটির দাম বেড়েছিল। তবে এখন তা অনেক কমে গেছে। বিশ্ববাজারে যে হারে কমেছে, দেশে কমেছে নামমাত্র। অথচ শুল্ক-কর ছাড় দিলে পণ্যটি মানুষের হাতের নাগালে থাকবে বলে বিশেষ সুবিধা নিয়েছিলেন আমদানিকারকেরা। গত দুই বছরে ভোজ্যতেলেই ছাড় দেওয়া হয়েছে ১২ হাজার কোটি টাকা। অন্তত এই ছাড়ের সুফল মানুষ পাওয়ার কথা। উল্টো এ সময়ে মানুষকে পণ্যটি কিনতে হয়েছে বেশি দামে। চিনিতেও ১ হাজার কোটি টাকার রাজস্ব ছাড় দেওয়া হয়েছে। চিনির দাম এখন প্রায় দ্বিগুণ।
‘ভোক্তা অধিকার তার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী কাজ করছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপট, ডলার রেট, শুল্কহার, ব্যবসায়ীদের অযৌক্তিক বিষয় আমরা ঠিক করতে পারব না। আর এনবিআর যে ছাড় দেয়, তার সুফল পাওয়ার আগেই যা ক্ষতি হওয়ার হয়ে যায়।’
এ এইচ এম সফিকুজ্জামান
মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
‘আমাদের যে প্রাইস রেগুলেশন, ফেয়ার কমপিটিশন, ফেয়ার প্রাইস—এগুলোর মনিটরিং বাংলাদেশে খুব দুর্বল। ফলে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য কারসাজি হয় এবং বাজারে দাম কমে না।’
ড. মাশরুর রিয়াজ
চেয়ারম্যান, বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জ
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে