ক্রীড়া ডেস্ক
বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এখন লড়াইটা টিকে থাকার। বুন্দেসলিগায় শিরোপা দৌড় থেকে অনেক আগে ছিটকে পড়েছে তারা। শীর্ষে থাকা বেয়ার লেভারকুজেনের (৫৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৭। আগের ম্যাচে ভলসবুর্গের সঙ্গে করেছে ড্র। লিগে চতুর্থ স্থানটা ধরে রাখতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও জায়গা হবে না। এত সব চিন্তা মাথায় নিয়ে নেদারল্যান্ডস সফরে গেছে বিভিবিরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ তাদের আতিথেয়তা দেবে পিএসভি আইন্দোফেন।
সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে আলোচনায় পিটার বস। ডাচ কোচের জন্য ম্যাচটি যতটুকু না পুনর্মিলনীর, তারও বেশি প্রতিশোধের। আয়াক্স ছেড়ে ২০১৭ সালে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ১৬৭ দিনের মাথায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় জার্মান ট্যাবলয়েড বিল্ড শিরোনাম করেছিল, ‘বাই, বাই, বস।’ এরপর বেয়ার লেভারকুজেন ও লিওঁ ঘুরে গত বছর পিএসভির দায়িত্ব নেন ৬০ বছর বয়সী কোচ। তাঁর অধীনে এ মৌসুমে ইরেদিভিসি জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে আজ যখন পুরোনো শিষ্যদের কাছে পাবেন, বসের মনে শত্রুতা নাকি স্নেহ উথলে উঠবে, সেটি দেখার। অবশ্য পেশাদারত্বে এসব সরিয়েই নিজ দলের জয় চাইবেন তিনি।
বসের মতো পুনর্মিলনী হচ্ছে দিয়েগো সিমিওনেরও। পুরোনো ঠিকানা সান সিরোতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। ১৯৯৭-৯৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে এখানেই ছিলেন তিনি, আতলেতিকো ছেড়ে এ দুই বছর খেলেছেন ইন্টার মিলানের হয়ে। এ মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল, নেরাজ্জুরিরা ৫৩ বছর বয়সী কোচকে ফেরাচ্ছে। তবে উল্টো আতলেতিকো ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় সিমিওনের সঙ্গে।
দলের অন্যতম তারকা আতোয়াঁন গ্রিজমানকে ছাড়াই লা লিগায় লাস পালমাসকে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সিরি আর শীর্ষে থাকা ইন্টারকে হারাতে হলে গ্রিজিকে যে দরকার, সেটি ভালোই জানা সিমিওনের। পালমাসের বিপক্ষে ম্যাচের পর সেটিই আরেঠারে বলেছিলেন তিনি, ‘আমাদের সেরা গ্রিজমানকে দরকার, আমরা তাকে সতেজ চাই।’
বরুসিয়া ডর্টমুন্ডের জন্য এখন লড়াইটা টিকে থাকার। বুন্দেসলিগায় শিরোপা দৌড় থেকে অনেক আগে ছিটকে পড়েছে তারা। শীর্ষে থাকা বেয়ার লেভারকুজেনের (৫৮) সঙ্গে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৭। আগের ম্যাচে ভলসবুর্গের সঙ্গে করেছে ড্র। লিগে চতুর্থ স্থানটা ধরে রাখতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও জায়গা হবে না। এত সব চিন্তা মাথায় নিয়ে নেদারল্যান্ডস সফরে গেছে বিভিবিরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ তাদের আতিথেয়তা দেবে পিএসভি আইন্দোফেন।
সব ছাপিয়ে অবশ্য এ ম্যাচে আলোচনায় পিটার বস। ডাচ কোচের জন্য ম্যাচটি যতটুকু না পুনর্মিলনীর, তারও বেশি প্রতিশোধের। আয়াক্স ছেড়ে ২০১৭ সালে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু ১৬৭ দিনের মাথায় একরকম অপমান করে বের করে দেওয়া হয়। সে সময় জার্মান ট্যাবলয়েড বিল্ড শিরোনাম করেছিল, ‘বাই, বাই, বস।’ এরপর বেয়ার লেভারকুজেন ও লিওঁ ঘুরে গত বছর পিএসভির দায়িত্ব নেন ৬০ বছর বয়সী কোচ। তাঁর অধীনে এ মৌসুমে ইরেদিভিসি জয়ের স্বপ্ন দেখছে ক্লাবটি। তবে আজ যখন পুরোনো শিষ্যদের কাছে পাবেন, বসের মনে শত্রুতা নাকি স্নেহ উথলে উঠবে, সেটি দেখার। অবশ্য পেশাদারত্বে এসব সরিয়েই নিজ দলের জয় চাইবেন তিনি।
বসের মতো পুনর্মিলনী হচ্ছে দিয়েগো সিমিওনেরও। পুরোনো ঠিকানা সান সিরোতে যাচ্ছেন আতলেতিকো মাদ্রিদ কোচ। ১৯৯৭-৯৯ পর্যন্ত খেলোয়াড় হিসেবে এখানেই ছিলেন তিনি, আতলেতিকো ছেড়ে এ দুই বছর খেলেছেন ইন্টার মিলানের হয়ে। এ মৌসুমের শুরুতে গুঞ্জন উঠেছিল, নেরাজ্জুরিরা ৫৩ বছর বয়সী কোচকে ফেরাচ্ছে। তবে উল্টো আতলেতিকো ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় সিমিওনের সঙ্গে।
দলের অন্যতম তারকা আতোয়াঁন গ্রিজমানকে ছাড়াই লা লিগায় লাস পালমাসকে উড়িয়ে দিয়েছিল আতলেতিকো। তবে সিরি আর শীর্ষে থাকা ইন্টারকে হারাতে হলে গ্রিজিকে যে দরকার, সেটি ভালোই জানা সিমিওনের। পালমাসের বিপক্ষে ম্যাচের পর সেটিই আরেঠারে বলেছিলেন তিনি, ‘আমাদের সেরা গ্রিজমানকে দরকার, আমরা তাকে সতেজ চাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে