কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৫ মার্চের অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনায় জড়িত তা সুস্পষ্ট নয় বলে জানিয়েছে তদন্ত কমিটি।
ভবিষ্যতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি রোধে ১০টি সুপারিশের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে।
গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান এ তথ্য জানান।
এর আগে তদন্ত কমিটি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছে প্রতিবেদনটি জমা দেয়। ৫ মার্চ রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানকে প্রধান করে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সাত দিনের মাথায় প্রতিবেদন জমা দিল কমিটি।
তদন্ত কমিটির প্রধান মো. আবু সুফিয়ান জানিয়েছেন, কমিটি তিন কার্যদিবসে সরেজমিন তদন্ত করে নমুনা সংগ্রহ করেছে। এ সময় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাসহ ৭৫ জনের সঙ্গে কথা বলা হয়। এতে মনে হয়েছে, এ ঘটনা পরিকল্পিত ও নাশকতামূলক। শিবিরে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা যেসব তথ্য দিয়েছেন, যাদের নাম বলেছেন; তাতে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে এদের শনাক্ত করা যায়নি।এ জন্য তদন্ত কমিটি মামলা করে জড়িতদের শনাক্ত করার পক্ষে জোর দিয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান আরও বলেন, বেলা ২টা ৩০ মিনিটের দিকে ১১ নম্বর ক্যাম্পের ডি ১৭ ব্লকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন একাধিক স্থানে লাগানো হয়, যা নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় লেগে যায়। এতেই নাশকতার প্রমাণ মেলে। এ ছাড়া অগ্নিকাণ্ডের আগের দিন ওই ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদনে জানানো হয়, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ঘরসহ ২ হাজার ৮০৫টি স্থাপনা পুড়ে গেছে এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়।
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ৫ মার্চের অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনায় জড়িত তা সুস্পষ্ট নয় বলে জানিয়েছে তদন্ত কমিটি।
ভবিষ্যতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি রোধে ১০টি সুপারিশের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে।
গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান এ তথ্য জানান।
এর আগে তদন্ত কমিটি জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছে প্রতিবেদনটি জমা দেয়। ৫ মার্চ রাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানকে প্রধান করে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে সাত দিনের মাথায় প্রতিবেদন জমা দিল কমিটি।
তদন্ত কমিটির প্রধান মো. আবু সুফিয়ান জানিয়েছেন, কমিটি তিন কার্যদিবসে সরেজমিন তদন্ত করে নমুনা সংগ্রহ করেছে। এ সময় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাসহ ৭৫ জনের সঙ্গে কথা বলা হয়। এতে মনে হয়েছে, এ ঘটনা পরিকল্পিত ও নাশকতামূলক। শিবিরে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তবে প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা যেসব তথ্য দিয়েছেন, যাদের নাম বলেছেন; তাতে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে এদের শনাক্ত করা যায়নি।এ জন্য তদন্ত কমিটি মামলা করে জড়িতদের শনাক্ত করার পক্ষে জোর দিয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান আরও বলেন, বেলা ২টা ৩০ মিনিটের দিকে ১১ নম্বর ক্যাম্পের ডি ১৭ ব্লকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন একাধিক স্থানে লাগানো হয়, যা নিয়ন্ত্রণে আনতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় লেগে যায়। এতেই নাশকতার প্রমাণ মেলে। এ ছাড়া অগ্নিকাণ্ডের আগের দিন ওই ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদনে জানানো হয়, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ঘরসহ ২ হাজার ৮০৫টি স্থাপনা পুড়ে গেছে এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ২০২১ সালের ২২ মার্চ একই ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে