বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘খনা’ নিয়ে আবার মঞ্চে আসছে বটতলা নাট্যদল। আজ ও আগামীকাল বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটির ৮২ ও ৮৩তম মঞ্চায়ন। সামিনা লুৎফা নিত্রার লেখায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইমরান খান মুন্না, ইভান রিয়াজ, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, হুমায়ূন আজম রেওয়াজ, সানজানা ফারাহ প্রমুখ।
খনার কাহিনি এগিয়েছে চন্দ্রকেতুগড়কে কেন্দ্র করে, যেখানে আজও আছে খনা-মিহিরের ঢিবি। লঙ্কাদ্বীপ থেকে মিহিরকে সঙ্গে নিয়ে তার পিতা বরাহর কাছে আসে খনা। বরাহ দেউলনগরের রাজা ধর্মকেতুর রাজজ্যোতিষী। পুত্র মিহিরের জন্মকোষ্ঠী ভুল গণনা করে তাকে জলে ভাসিয়েছিল বরাহ। সেই মিহিরকে নিয়ে বরাহের সামনে দাঁড়ায় খনা, ভুল প্রমাণ করে তার গণনা।
নির্দেশক জানিয়েছেন, দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের ২৩তম আসরে ‘খনা’ মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে বটতলা। আগামী ফেব্রুয়ারিতে উৎসবে খনার দুটি মঞ্চায়ন করবে নাট্যদলটি।প্রাচ্যনাট স্কুলের রক্তকরবী
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৫তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান। ৪৫তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ উপস্থাপন করবে। শওকত হোসেন সজিবের নির্দেশনায় অভিনয় করছেন আয়েশা আক্তার লাবণ্য, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আনোয়ার বাপ্পি, জেসিকা জাসিন্তা চিরান, নুসরাত জাহান রাফা, সুপ্রিয় কুমার ঘোষ, হাবিবা সুলতানা হাসি প্রমুখ।
নির্দেশক বলেন, ‘রবীন্দ্রনাথের রক্তকরবী একটি সাংকেতিক নাটক। তাই নাটকটি নির্দেশনার সময় বিষয়টি মাথায় রেখে আমরা প্রযোজনাটি ডিজাইনের চেষ্টা করেছি।’
‘খনা’ নিয়ে আবার মঞ্চে আসছে বটতলা নাট্যদল। আজ ও আগামীকাল বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটির ৮২ ও ৮৩তম মঞ্চায়ন। সামিনা লুৎফা নিত্রার লেখায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। অভিনয় করেছেন সামিনা লুৎফা নিত্রা, কাজী রোকসানা রুমা, ইমরান খান মুন্না, ইভান রিয়াজ, তৌফিক হাসান, শেউতি শাহগুফতা, হুমায়ূন আজম রেওয়াজ, সানজানা ফারাহ প্রমুখ।
খনার কাহিনি এগিয়েছে চন্দ্রকেতুগড়কে কেন্দ্র করে, যেখানে আজও আছে খনা-মিহিরের ঢিবি। লঙ্কাদ্বীপ থেকে মিহিরকে সঙ্গে নিয়ে তার পিতা বরাহর কাছে আসে খনা। বরাহ দেউলনগরের রাজা ধর্মকেতুর রাজজ্যোতিষী। পুত্র মিহিরের জন্মকোষ্ঠী ভুল গণনা করে তাকে জলে ভাসিয়েছিল বরাহ। সেই মিহিরকে নিয়ে বরাহের সামনে দাঁড়ায় খনা, ভুল প্রমাণ করে তার গণনা।
নির্দেশক জানিয়েছেন, দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ভারত রঙ্গ মহোৎসবের ২৩তম আসরে ‘খনা’ মঞ্চায়নের জন্য আমন্ত্রণ পেয়েছে বটতলা। আগামী ফেব্রুয়ারিতে উৎসবে খনার দুটি মঞ্চায়ন করবে নাট্যদলটি।প্রাচ্যনাট স্কুলের রক্তকরবী
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৫তম ব্যাচের সনদ বিতরণ অনুষ্ঠান। ৪৫তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ উপস্থাপন করবে। শওকত হোসেন সজিবের নির্দেশনায় অভিনয় করছেন আয়েশা আক্তার লাবণ্য, মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আনোয়ার বাপ্পি, জেসিকা জাসিন্তা চিরান, নুসরাত জাহান রাফা, সুপ্রিয় কুমার ঘোষ, হাবিবা সুলতানা হাসি প্রমুখ।
নির্দেশক বলেন, ‘রবীন্দ্রনাথের রক্তকরবী একটি সাংকেতিক নাটক। তাই নাটকটি নির্দেশনার সময় বিষয়টি মাথায় রেখে আমরা প্রযোজনাটি ডিজাইনের চেষ্টা করেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে