প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
বোধ (বাংলা সিরিয়াল)
অভিনয়: আফজাল হোসেন, স্পর্শিয়া, রওনক হাসান
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচারবোধের প্রতি ছিল তাঁর অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি এ বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন।
ব্রহ্মাস্ত্র: প্রথম খণ্ড-শিবা (হিন্দি সিনেমা)
অভিনয়: অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: প্রাচীন ভারতে হিমালয়ের একদল ঋষি-শক্তি ব্রহ্ম-শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে অস্ট্র নামক মহাশক্তির কয়েকটি স্বর্গীয় অস্ত্র তৈরি হয়, যার মাঝে সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রকে নিয়ন্ত্রণ করে পৃথিবীকে রক্ষার জন্য
কাজ করে একটি গোপন সমাজ। শিব নামের রণবীর জানে না সে নিজেও এই সমাজের অংশ।
বুলেট ট্রেন ( ইংলিশ সিনেমা)
অভিনয়ে: ব্র্যাড পিট, সান্ড্রা বুলক, জোয়ি কিং
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: বিশ্বের দ্রুততম গতির বুলেট ট্রেনে একটি মিশনে ওঠে এক লোক। সে চায় কোনো রকম সংঘর্ষে না জড়িয়ে মিশনটি পূরণ করতে। ধীরে ধীরে জানা যায় একই মিশনে এই ট্রেনে চড়েছে মোট পাঁচজন লোক। প্রত্যেকেই তার লক্ষ্য পূরণে অটুট। ঘটনা মোড় নেয় অজানা এক সংঘর্ষের দিকে।
পন্নিয়িন সেলভেন: প্রথম খণ্ড (তামিল সিনেমা)
অভিনয়ে: বিক্রম, ঐশ্বরিয়া রাই
দেখা যাবে: অ্যামাজন প্রাইম
গল্প সংক্ষেপ: দক্ষিণ ভারতের চোল রাজবংশের পরাক্রমশালী রাজরাজ চোল বড় ভাই আদিত্যের মৃত্যুর পর ৯৮৫ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। ১০১৪ সাল পর্যন্ত শাসন করেছেন তিনি। তাঁর রাজত্বকাল আর জীবনের গল্প তুলে ধরেছেন পরিচালক মনি রত্নম। সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর এই প্রতিবেদনে।
বোধ (বাংলা সিরিয়াল)
অভিনয়: আফজাল হোসেন, স্পর্শিয়া, রওনক হাসান
দেখা যাবে: হইচই
গল্প সংক্ষেপ: আলমগীর হোসেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নিজের বিচারবোধের প্রতি ছিল তাঁর অগাধ আস্থা। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি এ বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন।
ব্রহ্মাস্ত্র: প্রথম খণ্ড-শিবা (হিন্দি সিনেমা)
অভিনয়: অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট
দেখা যাবে: ডিজনি হটস্টার
গল্প সংক্ষেপ: প্রাচীন ভারতে হিমালয়ের একদল ঋষি-শক্তি ব্রহ্ম-শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে অস্ট্র নামক মহাশক্তির কয়েকটি স্বর্গীয় অস্ত্র তৈরি হয়, যার মাঝে সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রকে নিয়ন্ত্রণ করে পৃথিবীকে রক্ষার জন্য
কাজ করে একটি গোপন সমাজ। শিব নামের রণবীর জানে না সে নিজেও এই সমাজের অংশ।
বুলেট ট্রেন ( ইংলিশ সিনেমা)
অভিনয়ে: ব্র্যাড পিট, সান্ড্রা বুলক, জোয়ি কিং
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্প সংক্ষেপ: বিশ্বের দ্রুততম গতির বুলেট ট্রেনে একটি মিশনে ওঠে এক লোক। সে চায় কোনো রকম সংঘর্ষে না জড়িয়ে মিশনটি পূরণ করতে। ধীরে ধীরে জানা যায় একই মিশনে এই ট্রেনে চড়েছে মোট পাঁচজন লোক। প্রত্যেকেই তার লক্ষ্য পূরণে অটুট। ঘটনা মোড় নেয় অজানা এক সংঘর্ষের দিকে।
পন্নিয়িন সেলভেন: প্রথম খণ্ড (তামিল সিনেমা)
অভিনয়ে: বিক্রম, ঐশ্বরিয়া রাই
দেখা যাবে: অ্যামাজন প্রাইম
গল্প সংক্ষেপ: দক্ষিণ ভারতের চোল রাজবংশের পরাক্রমশালী রাজরাজ চোল বড় ভাই আদিত্যের মৃত্যুর পর ৯৮৫ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। ১০১৪ সাল পর্যন্ত শাসন করেছেন তিনি। তাঁর রাজত্বকাল আর জীবনের গল্প তুলে ধরেছেন পরিচালক মনি রত্নম। সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে