কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে, যা পরে হল শাখা ছাত্রলীগের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে দুজন আহত হয়েছেন।
জানা গেছে, মেসেঞ্জার গ্রুপে প্রত্নতত্ত্ব বিভাগের এক ছাত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর ব্যাচ মেটদের। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী প্রত্নতত্ত্ব বিভাগের গালিব ও তাঁর বন্ধু আবদুল্লাহ আল কাউসারকে মারধর করেন। পরবর্তীতে গালিব ১৩ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে যান ৷ এ সংবাদ শুনে ঘটনাস্থলে বঙ্গবন্ধু হল ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হাজির হন, যা পরবর্তী কালে বড় আকার ধারণ করে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টিকে মীমাংসা করতে পার্টি অফিসে যান। পরে সেখানে দুই হলের নেতারা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা থেকে হলগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা, রড, গাছের ডাল ও পরিত্যক্ত আসবাবপত্র ভেঙে হল থেকে বেরিয়ে আসেন। ওই সময় হল নেতারা তাঁদের থামিয়ে রাখার চেষ্টা করেন।
মারধরের শিকার প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাউসার (আপন) বলেন, ‘আমরা গেটে দাঁড়িয়ে ছিলাম। এ সময় রসায়ন বিভাগের ১৪ ব্যাচের ও দত্ত হলের আবাসিক শিক্ষার্থী আলভী ও আইসিটি ১৪ তম ব্যাচের আরেক শিক্ষার্থী আমাদের সামনে আসেন। এ সময় আলভী আমাকে বলেন ‘তুই নাকি ডিপার্টমেন্টে পাকনামি করিস?’ এ কথা বলে আমাকে দুটি থাপ্পড় দেন। এ সময় গালিব এর প্রতিবাদ জানালে আলভী ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীরা মুজাহিদসহ আমাদের মারধর করেন।’
যে ছাত্রীকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে তিনি বলেন, ‘মেসেঞ্জার গ্রুপের কথা-কাটাকাটির সূত্র ধরে যে মারামারির কথা বলা হচ্ছে তাঁর সঙ্গে আমার ও আমার স্বামীর কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা এসব বলছেন আমি তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেব।’
অভিযুক্ত আলভী ভূঁইয়া বলেন, ‘ক্যাফেটেরিয়ার সামনে কাউসারের সঙ্গে আমার ধাক্কা লাগে। তারপর তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হলে তিনি আমার শার্টের কলার চেপে ধরেন। তারপর আমরা দুজন তাঁকে থাপ্পড় দিই। পরে বঙ্গবন্ধু হলের সেলিমসহ কয়েকজনের সঙ্গে হাতাহাতি হয়।’ আলভীও মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের সূত্র ধরে মারামারির ঘটনাটি অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কি কারণে মারামারির ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। উত্তেজনা কমলে ঘটনাটির সুষ্ঠু বিচার করে মিটমাট করা হবে।’ সম্প্রতি হলকেন্দ্রিক এ ধরনের কয়েকটি ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘হলগুলোর দায়িত্বে যাঁরা আছেন তাঁরা হলের সবকিছু ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে হল ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হবে।’
সংঘর্ষের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। উভয় পক্ষকে শান্ত করে হলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। কারও দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে, যা পরে হল শাখা ছাত্রলীগের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে দুজন আহত হয়েছেন।
জানা গেছে, মেসেঞ্জার গ্রুপে প্রত্নতত্ত্ব বিভাগের এক ছাত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁর ব্যাচ মেটদের। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী প্রত্নতত্ত্ব বিভাগের গালিব ও তাঁর বন্ধু আবদুল্লাহ আল কাউসারকে মারধর করেন। পরবর্তীতে গালিব ১৩ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে যান ৷ এ সংবাদ শুনে ঘটনাস্থলে বঙ্গবন্ধু হল ও ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী হাজির হন, যা পরবর্তী কালে বড় আকার ধারণ করে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টিকে মীমাংসা করতে পার্টি অফিসে যান। পরে সেখানে দুই হলের নেতারা বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন, যা থেকে হলগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ধীরেন্দ্রনাথ দত্ত হল ও বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কর্মীরা লাঠিসোঁটা, রড, গাছের ডাল ও পরিত্যক্ত আসবাবপত্র ভেঙে হল থেকে বেরিয়ে আসেন। ওই সময় হল নেতারা তাঁদের থামিয়ে রাখার চেষ্টা করেন।
মারধরের শিকার প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল কাউসার (আপন) বলেন, ‘আমরা গেটে দাঁড়িয়ে ছিলাম। এ সময় রসায়ন বিভাগের ১৪ ব্যাচের ও দত্ত হলের আবাসিক শিক্ষার্থী আলভী ও আইসিটি ১৪ তম ব্যাচের আরেক শিক্ষার্থী আমাদের সামনে আসেন। এ সময় আলভী আমাকে বলেন ‘তুই নাকি ডিপার্টমেন্টে পাকনামি করিস?’ এ কথা বলে আমাকে দুটি থাপ্পড় দেন। এ সময় গালিব এর প্রতিবাদ জানালে আলভী ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীরা মুজাহিদসহ আমাদের মারধর করেন।’
যে ছাত্রীকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে তিনি বলেন, ‘মেসেঞ্জার গ্রুপের কথা-কাটাকাটির সূত্র ধরে যে মারামারির কথা বলা হচ্ছে তাঁর সঙ্গে আমার ও আমার স্বামীর কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা এসব বলছেন আমি তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেব।’
অভিযুক্ত আলভী ভূঁইয়া বলেন, ‘ক্যাফেটেরিয়ার সামনে কাউসারের সঙ্গে আমার ধাক্কা লাগে। তারপর তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হলে তিনি আমার শার্টের কলার চেপে ধরেন। তারপর আমরা দুজন তাঁকে থাপ্পড় দিই। পরে বঙ্গবন্ধু হলের সেলিমসহ কয়েকজনের সঙ্গে হাতাহাতি হয়।’ আলভীও মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের সূত্র ধরে মারামারির ঘটনাটি অস্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কি কারণে মারামারির ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। উত্তেজনা কমলে ঘটনাটির সুষ্ঠু বিচার করে মিটমাট করা হবে।’ সম্প্রতি হলকেন্দ্রিক এ ধরনের কয়েকটি ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘হলগুলোর দায়িত্বে যাঁরা আছেন তাঁরা হলের সবকিছু ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারলে হল ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হবে।’
সংঘর্ষের ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। উভয় পক্ষকে শান্ত করে হলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। কারও দোষ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে