আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন শিকারি পাখিদের নাম নিলে প্রথমেই আসে শকুনের নাম। অনেকে পাখিটিকে শত্রু বা অশুভের প্রতীক মনে করলেও এটি আসলে আমাদের মিত্র। মৃত পশুপাখির মাংসসহ উচ্ছিষ্ট খায় বলে এদের ‘প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মীও’ বলা হয়। কিন্তু নানা প্রতিকূলতার কারণে গত দুই যুগে বাংলাদেশ থেকে উপকারী এই পাখি বিলুপ্তির পথে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এটি বিপন্নপ্রায়।
হিমালয়ের এই শকুনের ইংরেজি নাম হিমালয়ান গ্রিফন বা হিমালয়ের গৃধিনী। তবে বাংলাদেশে এটি হিমালয়ের শকুন নামেই পরিচিত। সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এই প্রজাতির একটি শকুন ধরা পড়ে। এরপর তা বন বিভাগের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হিমালয় পর্বতমালার বিচরণস্থল থেকে দল বেঁধে বাংলাদেশে উড়ে আসার সময় কিছু শকুন দুর্বল হয়ে পড়ে। স্থানীয়রা সেগুলো ধরে ফেলে। আগে অনেকে শকুন মেরে ফেললেও প্রচার-প্রচারণার কারণে এখন সচেতনতা বেড়েছে। তাই স্থানীয় লোকজন শকুনগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। গত বছর রংপুর অঞ্চলে এই প্রজাতির ১৮টি শকুন উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া এসব শকুন দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবস্থিত শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। পরে শীতের শেষে মার্চ-এপ্রিল মাসে এগুলো ছেড়ে দেওয়া হয়। তখন এসব পাখি আগের বাসস্থানের দিকে যাত্রা করে।
কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘শকুন মূলত মৃত গরু-ছাগলসহ মৃত পশু খায়। উঁচু গাছ এদের প্রধান আবাসস্থল। আমাদের দেশে উন্মুক্ত পরিবেশে এখন মৃত পশুপাখি ফেলে রাখা হয় না। আর দেশে বড় উঁচু বৃক্ষেরও সংকট। ফলে খাদ্য ও বাসস্থানের অভাবে দেশে শকুন এখন বিলুপ্তির পথে।’
জানতে চাইলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘দেশের সিলেট ও সুন্দরবন অঞ্চলে কিছু বাংলা শকুনের বিচরণ থাকলেও বৃহত্তর রংপুর অঞ্চলে শকুনের স্থায়ী কোনো আবাসস্থল নেই। সাধারণত শীতকালে হিমালয় অঞ্চল থেকে কিছু হিমালয়ান শকুন টিকে থাকার তাগিদে বাংলাদেশের এই অঞ্চলে আসে। এরা পুরোপুরি পরিযায়ী। হিমালয়ান শকুনের গলা এবং শরীরের নিচের অংশে সাদা কোমল পালক থাকে, যা বাংলা শকুনের নেই।’
শকুনকে মানুষের বন্ধু ও প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী উল্লেখ করে বাংলাদেশ বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, মৃত গবাদি পশুপাখির শরীরে কলেরা, অ্যানথ্রাক্সসহ যে সংক্রামক রোগের জীবাণু থাকে, তা শকুন ছাড়া অন্য কোনো পশুপাখির পেটে হজম হয় না। শকুনের পেটে একধরনের বিশেষ জারক রস থাকায় ওই সংক্রামক রোগের জীবাণু ধ্বংস হয়। ফলে এসব রোগ ছড়ানোর ঝুঁকি অনেকাংশে কমে যায়। উপকৃত হয় মানুষ। কাজেই শকুন সংরক্ষণ করা জরুরি। তিনি আরও বলেন, ‘গবাদিপশুর শরীরে ব্যথানাশক ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ওষুধ ব্যবহারের কারণে শকুন বিপন্নের পথে। সরকার এসব ওষুধ নিষিদ্ধ করেছে। এগুলোর পরিবর্তে মেলোক্সিক্যাম জাতীয় ওষুধ ব্যবহার করা নিরাপদ। শকুন সংরক্ষণে সরকার জাতীয় শকুন সংরক্ষণ কমিটি করেছে।’
তীক্ষ্ণদৃষ্টিসম্পন্ন শিকারি পাখিদের নাম নিলে প্রথমেই আসে শকুনের নাম। অনেকে পাখিটিকে শত্রু বা অশুভের প্রতীক মনে করলেও এটি আসলে আমাদের মিত্র। মৃত পশুপাখির মাংসসহ উচ্ছিষ্ট খায় বলে এদের ‘প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মীও’ বলা হয়। কিন্তু নানা প্রতিকূলতার কারণে গত দুই যুগে বাংলাদেশ থেকে উপকারী এই পাখি বিলুপ্তির পথে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এটি বিপন্নপ্রায়।
হিমালয়ের এই শকুনের ইংরেজি নাম হিমালয়ান গ্রিফন বা হিমালয়ের গৃধিনী। তবে বাংলাদেশে এটি হিমালয়ের শকুন নামেই পরিচিত। সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এই প্রজাতির একটি শকুন ধরা পড়ে। এরপর তা বন বিভাগের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, হিমালয় পর্বতমালার বিচরণস্থল থেকে দল বেঁধে বাংলাদেশে উড়ে আসার সময় কিছু শকুন দুর্বল হয়ে পড়ে। স্থানীয়রা সেগুলো ধরে ফেলে। আগে অনেকে শকুন মেরে ফেললেও প্রচার-প্রচারণার কারণে এখন সচেতনতা বেড়েছে। তাই স্থানীয় লোকজন শকুনগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। গত বছর রংপুর অঞ্চলে এই প্রজাতির ১৮টি শকুন উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া এসব শকুন দিনাজপুরের সিংড়া ফরেস্টে অবস্থিত শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়েছে। পরে শীতের শেষে মার্চ-এপ্রিল মাসে এগুলো ছেড়ে দেওয়া হয়। তখন এসব পাখি আগের বাসস্থানের দিকে যাত্রা করে।
কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘শকুন মূলত মৃত গরু-ছাগলসহ মৃত পশু খায়। উঁচু গাছ এদের প্রধান আবাসস্থল। আমাদের দেশে উন্মুক্ত পরিবেশে এখন মৃত পশুপাখি ফেলে রাখা হয় না। আর দেশে বড় উঁচু বৃক্ষেরও সংকট। ফলে খাদ্য ও বাসস্থানের অভাবে দেশে শকুন এখন বিলুপ্তির পথে।’
জানতে চাইলে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘দেশের সিলেট ও সুন্দরবন অঞ্চলে কিছু বাংলা শকুনের বিচরণ থাকলেও বৃহত্তর রংপুর অঞ্চলে শকুনের স্থায়ী কোনো আবাসস্থল নেই। সাধারণত শীতকালে হিমালয় অঞ্চল থেকে কিছু হিমালয়ান শকুন টিকে থাকার তাগিদে বাংলাদেশের এই অঞ্চলে আসে। এরা পুরোপুরি পরিযায়ী। হিমালয়ান শকুনের গলা এবং শরীরের নিচের অংশে সাদা কোমল পালক থাকে, যা বাংলা শকুনের নেই।’
শকুনকে মানুষের বন্ধু ও প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী উল্লেখ করে বাংলাদেশ বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা জোহরা মিলা বলেন, মৃত গবাদি পশুপাখির শরীরে কলেরা, অ্যানথ্রাক্সসহ যে সংক্রামক রোগের জীবাণু থাকে, তা শকুন ছাড়া অন্য কোনো পশুপাখির পেটে হজম হয় না। শকুনের পেটে একধরনের বিশেষ জারক রস থাকায় ওই সংক্রামক রোগের জীবাণু ধ্বংস হয়। ফলে এসব রোগ ছড়ানোর ঝুঁকি অনেকাংশে কমে যায়। উপকৃত হয় মানুষ। কাজেই শকুন সংরক্ষণ করা জরুরি। তিনি আরও বলেন, ‘গবাদিপশুর শরীরে ব্যথানাশক ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন জাতীয় ওষুধ ব্যবহারের কারণে শকুন বিপন্নের পথে। সরকার এসব ওষুধ নিষিদ্ধ করেছে। এগুলোর পরিবর্তে মেলোক্সিক্যাম জাতীয় ওষুধ ব্যবহার করা নিরাপদ। শকুন সংরক্ষণে সরকার জাতীয় শকুন সংরক্ষণ কমিটি করেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে