চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে মিষ্টি তৈরির উপকরণের দাম বাড়ায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। চিনি, তেল, দুধ, ময়দা ও জ্বালানি সামগ্রীর দাম বাড়লেও ক্রেতা হারানোর শঙ্কায় মিষ্টির দাম বাড়াতে পারছেন না তাঁরা। ফলে লোকসান দিয়েই ব্যবসা চালাতে হচ্ছে ব্যবসায়ীদের।
খোঁজ নিয়ে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাটখিলের মিষ্টি ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ২ মাস আগে ৫০ কেজির ১ বস্তা চিনির দাম ছিল ২ হাজার ৬০০ টাকা।
এখন দাম বেড়ে ৩ হাজার ৯০০ টাকা হয়েছে। একইভাবে ইন্ডিয়ান আমুল পাউডার দুধের ২৫ কেজির বস্তা ৭ হাজার থেকে বেড়ে ১০ হাজার ৬০০ টাকা, সয়াবিন তেল ১ লিটার ৭৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, সিলিন্ডারের এলপি গ্যাস ৮০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।
দশঘরিয়া বাজারের হেঞ্জার মিষ্টি দোকানের মালিক আব্বাস ও মানিক জানান, মিষ্টি আগের দামেই লোকসান দিয়েই বিক্রি করছেন তাঁরা।
আরেক মিষ্টি বিক্রেতা নাসির উদ্দিন জানান, আগের দামে মিষ্টি বিক্রি করায় প্রতিদিন তিনি ৩-৪ হাজার টাকা লোকসান দিচ্ছেন।
চিটাগাং হোটেলের দুলাল মিয়া বলেন, মিষ্টির দাম আগের চেয়ে সামান্য বাড়িয়েছেন তিনি। তবে গ্রাহকের বেশি দামে মিষ্টি কিনতে চান না।
এ ব্যাপারে চাটখিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খোরশেদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি পণ্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা আজকের পত্রিকাকে জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এরপরও নিয়মের বাইরে মূল্যবৃদ্ধির কোনো অভিযোগ আসলে বাজারে অভিযান চালানো হবে।
নোয়াখালীর চাটখিলে মিষ্টি তৈরির উপকরণের দাম বাড়ায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। চিনি, তেল, দুধ, ময়দা ও জ্বালানি সামগ্রীর দাম বাড়লেও ক্রেতা হারানোর শঙ্কায় মিষ্টির দাম বাড়াতে পারছেন না তাঁরা। ফলে লোকসান দিয়েই ব্যবসা চালাতে হচ্ছে ব্যবসায়ীদের।
খোঁজ নিয়ে জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাটখিলের মিষ্টি ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ২ মাস আগে ৫০ কেজির ১ বস্তা চিনির দাম ছিল ২ হাজার ৬০০ টাকা।
এখন দাম বেড়ে ৩ হাজার ৯০০ টাকা হয়েছে। একইভাবে ইন্ডিয়ান আমুল পাউডার দুধের ২৫ কেজির বস্তা ৭ হাজার থেকে বেড়ে ১০ হাজার ৬০০ টাকা, সয়াবিন তেল ১ লিটার ৭৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, সিলিন্ডারের এলপি গ্যাস ৮০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে।
দশঘরিয়া বাজারের হেঞ্জার মিষ্টি দোকানের মালিক আব্বাস ও মানিক জানান, মিষ্টি আগের দামেই লোকসান দিয়েই বিক্রি করছেন তাঁরা।
আরেক মিষ্টি বিক্রেতা নাসির উদ্দিন জানান, আগের দামে মিষ্টি বিক্রি করায় প্রতিদিন তিনি ৩-৪ হাজার টাকা লোকসান দিচ্ছেন।
চিটাগাং হোটেলের দুলাল মিয়া বলেন, মিষ্টির দাম আগের চেয়ে সামান্য বাড়িয়েছেন তিনি। তবে গ্রাহকের বেশি দামে মিষ্টি কিনতে চান না।
এ ব্যাপারে চাটখিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. খোরশেদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি পণ্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা আজকের পত্রিকাকে জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এরপরও নিয়মের বাইরে মূল্যবৃদ্ধির কোনো অভিযোগ আসলে বাজারে অভিযান চালানো হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে