খান রফিক, বরিশাল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগসহ যেসব রাজনৈতিক দল ভোটে যাচ্ছে, তাদের সবার চোখ এখন আসন ভাগাভাগির দিকে। অন্য এলাকার মতো বরিশালেও শুরু হয়েছে হিসাব-নিকাশ।
বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বর্তমানে জাপার সংসদ সদস্য (এমপি) থাকলেও আর একটি দাবি করছে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। অপরদিকে, ওয়ার্কার্স পার্টি দুটি আসনে প্রার্থিতার দাবি করেছে। জাসদও বেঁকে বসেছে একটি আসনের জন্য। সেই হিসাবে বরিশাল-২, ৩ ও ৬ আসনে ভাগাভাগিতে কপাল পুড়তে পারে নৌকার প্রার্থীদের। আসন ভাগাভাগি হলে কে থাকে, কে যায়—তার অপেক্ষায় আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। কিন্তু আসনটি দাবি করে আসছে আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনসহ দুটিতে প্রার্থী হয়েছেন। অপরদিকে, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস বরিশাল-২ এবং বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন।
উজিরপুর ও বানারীপাড়া আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মনোনয়ন পেলেও জোট আর শরিকদের মধ্যে আসন ভাগাভাগির ফাঁদে পড়ে গেছেন। হয়তো কোনো একটি দলকে আসনটি ছেড়ে দিতে হতে পারে আওয়ামী লীগকে।
জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল-২ ও ৫ আসনের এমপি প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, আওয়ামী লীগের অন্য শরিকেরা নৌকা প্রতীক চাইলেও জাপা লাঙ্গলে নির্বাচন করবে। সে ক্ষেত্রে সমঝোতা হলে ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ এবং বরিশাল-৬ ছাড়াও তারা আরও একটি আসন দাবি করবে। সেটি বরিশাল-২ অথবা ৫ হতে পারে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে আওয়ামী লীগের প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন। ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি, সংসদ সদস্য রাশেদ খান মেনন এবার এই আসনে প্রার্থী হয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুও মাঠ ছাড়তে নারাজ। জাপা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হলে আসনটি তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে।
বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বলেন, জাতীয় পার্টি আর ওয়ার্কার্স পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে টানাটানি চলছে। তাতে নৌকার ভাগ্যে কী ঘটবে বলা কঠিন। তবে এই টানাটানির সুযোগ নিতে চান তিনি।
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু বলেন, ১৪ দলের আসন ভাগাভাগিতে ওয়ার্কার্স পার্টি বরিশালের একটি আসন দাবি করেছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক। কিন্তু আসনটি বরাবরই পাচ্ছে জাপা। বর্তমান এমপি জাপার নাসরিন জাহান রত্মা আসন ভাগাভাগিতে মসনদ ফিরে পেলে নৌকার প্রার্থীর কপাল পুড়বে বলে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন। অপরদিকে আওয়ামী লীগের শরিক জাসদও আসনটি দাবি করেছে।
জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন বলেন, জাতীয় পার্টি ১৫ বছর ধরে এই আসন আওয়ামী লীগের কাছ থেকে ভাগাভাগিতে নিয়ে নিয়েছে। কিন্তু উন্নয়ন করেনি ছিটে ফোটাও। তাঁরা এবার আর জাপাকে ছাড় দেবেন না।
এ বিষয়ে কথা হলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘মনোনয়নপত্র বৈধ হলেও ১৪ দল, জাতীয় পার্টির মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত না হলে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সে কারণে আওয়ামী লীগের যাঁরা মনোনয়ন দাখিল করেছেন, তাঁরা এখনো প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন। এ ক্ষেত্রে জোট বা শরিকদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। তখন দলীয় প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা হবে, সেটির অপেক্ষায় আছি।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তোড়জোড় শুরু হয়েছে প্রার্থীদের মধ্যে। আওয়ামী লীগসহ যেসব রাজনৈতিক দল ভোটে যাচ্ছে, তাদের সবার চোখ এখন আসন ভাগাভাগির দিকে। অন্য এলাকার মতো বরিশালেও শুরু হয়েছে হিসাব-নিকাশ।
বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বর্তমানে জাপার সংসদ সদস্য (এমপি) থাকলেও আর একটি দাবি করছে বলে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন। অপরদিকে, ওয়ার্কার্স পার্টি দুটি আসনে প্রার্থিতার দাবি করেছে। জাসদও বেঁকে বসেছে একটি আসনের জন্য। সেই হিসাবে বরিশাল-২, ৩ ও ৬ আসনে ভাগাভাগিতে কপাল পুড়তে পারে নৌকার প্রার্থীদের। আসন ভাগাভাগি হলে কে থাকে, কে যায়—তার অপেক্ষায় আছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। কিন্তু আসনটি দাবি করে আসছে আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনসহ দুটিতে প্রার্থী হয়েছেন। অপরদিকে, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপস বরিশাল-২ এবং বরিশাল-৫ আসনে প্রার্থী হয়েছেন।
উজিরপুর ও বানারীপাড়া আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস মনোনয়ন পেলেও জোট আর শরিকদের মধ্যে আসন ভাগাভাগির ফাঁদে পড়ে গেছেন। হয়তো কোনো একটি দলকে আসনটি ছেড়ে দিতে হতে পারে আওয়ামী লীগকে।
জানতে চাইলে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল-২ ও ৫ আসনের এমপি প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, আওয়ামী লীগের অন্য শরিকেরা নৌকা প্রতীক চাইলেও জাপা লাঙ্গলে নির্বাচন করবে। সে ক্ষেত্রে সমঝোতা হলে ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ এবং বরিশাল-৬ ছাড়াও তারা আরও একটি আসন দাবি করবে। সেটি বরিশাল-২ অথবা ৫ হতে পারে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনে আওয়ামী লীগের প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন। ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি, সংসদ সদস্য রাশেদ খান মেনন এবার এই আসনে প্রার্থী হয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুও মাঠ ছাড়তে নারাজ। জাপা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হলে আসনটি তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে।
বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বলেন, জাতীয় পার্টি আর ওয়ার্কার্স পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে টানাটানি চলছে। তাতে নৌকার ভাগ্যে কী ঘটবে বলা কঠিন। তবে এই টানাটানির সুযোগ নিতে চান তিনি।
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু বলেন, ১৪ দলের আসন ভাগাভাগিতে ওয়ার্কার্স পার্টি বরিশালের একটি আসন দাবি করেছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক। কিন্তু আসনটি বরাবরই পাচ্ছে জাপা। বর্তমান এমপি জাপার নাসরিন জাহান রত্মা আসন ভাগাভাগিতে মসনদ ফিরে পেলে নৌকার প্রার্থীর কপাল পুড়বে বলে আওয়ামী লীগের একাধিক নেতা মনে করছেন। অপরদিকে আওয়ামী লীগের শরিক জাসদও আসনটি দাবি করেছে।
জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন বলেন, জাতীয় পার্টি ১৫ বছর ধরে এই আসন আওয়ামী লীগের কাছ থেকে ভাগাভাগিতে নিয়ে নিয়েছে। কিন্তু উন্নয়ন করেনি ছিটে ফোটাও। তাঁরা এবার আর জাপাকে ছাড় দেবেন না।
এ বিষয়ে কথা হলে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘মনোনয়নপত্র বৈধ হলেও ১৪ দল, জাতীয় পার্টির মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত না হলে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সে কারণে আওয়ামী লীগের যাঁরা মনোনয়ন দাখিল করেছেন, তাঁরা এখনো প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন। এ ক্ষেত্রে জোট বা শরিকদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। তখন দলীয় প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা হবে, সেটির অপেক্ষায় আছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে