চারঘাট প্রতিনিধি
চারঘাটে তীব্র শীতের সঙ্গে ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর ও কাশিতে ভোগা মানুষদের করোনার নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গাঁটের পয়সা খরচ করে করোনার পরীক্ষায় অনীহা সাধারণ মানুষের। তাঁরা বিনা মূল্যে করোনার পরীক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতকালীন জ্বর, সর্দি ও কাশির সঙ্গে বর্তমান করোনাভাইরাসজনিত অসুস্থতার বেশ মিল রয়েছে। এ কারণে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেকে জ্বর ও কাশিকে গুরুত্ব দেন না। এতে সংক্রমণ বেড়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশনে রাখা দরকার। এসব বিষয় গুরুত্ব না দেওয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু ও বৃদ্ধদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গত বৃহস্পতিবার চারঘাটের ১০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলায় এ পর্যন্ত ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
এদিকে করোনাভাইরাসের টিকা নিতে উপজেলার মানুষের মধ্যে যেমন তৎপরতা দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। ফলে উপজেলার প্রায় প্রতিটি ঘরে সর্দি, জ্বর ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। এতে সচেতন মানুষের উদ্বিগ্ন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, গত এক সপ্তাহে শুধু হাসপাতালের বহির্বিভাগে প্রায় ২ হাজার ৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যাঁদের অধিকাংশ নানা ধরনের ফ্লুজনিত রোগে ভুগছেন। এ ছাড়া উপজেলার ছয়টি মা ও শিশু কল্যাণকেন্দ্র, ২৩টি কমিউনিটি ক্লিনিক, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও অসংখ্য মানুষ ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিয়েছেন। আবার অনেকে হাসপাতাল বা ক্লিনিকে না গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছেন।
গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে রোগীদের ভিড় দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আতিকুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগের ওষুধের চাহিদা গত এক সপ্তাহে কয়েক গুণ বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, তীব্র শীতে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। এর সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করতে হবে।
চারঘাটে তীব্র শীতের সঙ্গে ঘরে ঘরে সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর ও কাশিতে ভোগা মানুষদের করোনার নমুনা পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে গাঁটের পয়সা খরচ করে করোনার পরীক্ষায় অনীহা সাধারণ মানুষের। তাঁরা বিনা মূল্যে করোনার পরীক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শীতকালীন জ্বর, সর্দি ও কাশির সঙ্গে বর্তমান করোনাভাইরাসজনিত অসুস্থতার বেশ মিল রয়েছে। এ কারণে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেকে জ্বর ও কাশিকে গুরুত্ব দেন না। এতে সংক্রমণ বেড়ে যাচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করে আইসোলেশনে রাখা দরকার। এসব বিষয় গুরুত্ব না দেওয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশু ও বৃদ্ধদের বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গত বৃহস্পতিবার চারঘাটের ১০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলায় এ পর্যন্ত ৭৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।
এদিকে করোনাভাইরাসের টিকা নিতে উপজেলার মানুষের মধ্যে যেমন তৎপরতা দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। ফলে উপজেলার প্রায় প্রতিটি ঘরে সর্দি, জ্বর ও কাশির প্রকোপ দেখা দিয়েছে। এতে সচেতন মানুষের উদ্বিগ্ন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, গত এক সপ্তাহে শুধু হাসপাতালের বহির্বিভাগে প্রায় ২ হাজার ৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। যাঁদের অধিকাংশ নানা ধরনের ফ্লুজনিত রোগে ভুগছেন। এ ছাড়া উপজেলার ছয়টি মা ও শিশু কল্যাণকেন্দ্র, ২৩টি কমিউনিটি ক্লিনিক, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালেও অসংখ্য মানুষ ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিয়েছেন। আবার অনেকে হাসপাতাল বা ক্লিনিকে না গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করছেন।
গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে রোগীদের ভিড় দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট আতিকুর রহমান বলেন, ঠান্ডাজনিত রোগের ওষুধের চাহিদা গত এক সপ্তাহে কয়েক গুণ বেড়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, তীব্র শীতে ঠান্ডাজনিত রোগ বাড়ছে। এর সঙ্গে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে