এডওয়ার্ড আইয়ুব
যিশুখ্রিষ্টের জন্মদিন ধরে নিয়ে ২৫ ডিসেম্বরকে বাৎসরিক খ্রিষ্টীয় উৎসব হিসেবে পালন করার রেওয়াজ চালু হয়েছে। উপহার দেওয়া, গির্জায় উপাসনা করা, পারিবারিক সম্মিলন ও গৃহসজ্জার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এখন এই দিনটি খ্রিষ্টধর্ম বিশ্বাসী ছাড়া অন্যরাও উদ্যাপন করে থাকে। উপহার দেওয়ার কারণে শিশুদের কাছে বড়দিন একটি আগ্রহের বিষয়। বাংলাদেশেও বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।
খ্রিষ্টীয় শিক্ষা: আমাদের জীবনে আমরা নানা কিছু থেকে পরিত্রাণ বা রক্ষার চেষ্টা করি। তার মধ্যে পাপ থেকে পরিত্রাণ বা নাজাত অবশ্যই মহৎ। পাপের শাস্তি বেশ গুরুতর ও চিরকালীন বলে এর থেকে রক্ষা বা মুক্তি অবশ্যই মহৎ বা বিরাট। আপনি পাপকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, এ থেকে রেহাই বা মুক্তিকে তত বেশি বিরাট বলে দেখবেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকে পাপ সম্পর্কে তেমন চিন্তা করেন না। বাইবেলের শুরু থেকেই পাপ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় এবং সঙ্গে সঙ্গে এ থেকে নিষ্কৃতির পথও দেখায়। সে জন্য পরিত্রাণ বাইবেলের অনুসারীদের কাছে বেশ আনন্দের ও তাদের জীবনের বিরাট ঘটনা।
আরেকটি কারণে এ পরিত্রাণ মহৎ। কেননা যিশুখ্রিষ্ট এ পরিত্রাণ রচনা করেছেন ও সিদ্ধ করেছেন (ইব্রীয় ২:১০)। এটি এমন পরিত্রাণ, যা শুধু ঘোষিত হয়নি বা দাবি করা হয়নি বা ভবিষ্যতে সংঘটিত হবে—এমনও বলা হয়নি। কিন্তু এর রচনা থেকে সিদ্ধতা পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। এই পরিত্রাণ যিশু নিজের যাতনা দ্বারা সিদ্ধ করেছেন, যেন তাতে বিশ্বাসীরা পাপের শাস্তি থেকে রক্ষা পান। এতে মানুষের কোনো অবদান নেই। মানুষ শুধু বিশ্বাস দিয়ে এই পরিত্রাণ গ্রহণ করতে পারে।
এই পরিত্রাণ অর্থ দিয়ে কেনা যায় না, পরিশ্রম করে বা ধর্ম-কর্ম করে লাভ করা যায় না। এই পরিত্রাণ এক অনন্য ও অতুলনীয় উপহার, যা শুধু যিশুর ধার্মিকতা দিয়ে সম্ভব করা হয়েছে। ইব্রীয় ১:৮ পদে বলা হয়েছে, ‘আর সারল্যের রাজদণ্ডই তাঁর রাজ্যের শাসনদণ্ড।’এখানে ‘সারল্য’ মানে ধার্মিকতা। এই পরিত্রাণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু যিশুর ধার্মিকতা দিয়ে দেয় (রোমীয় ১:১৭)। পৃথিবীর যেসব মানুষ পরিত্রাণের জন্য বা নিজের চেষ্টায় ধার্মিকতা লাভের জন্য চেষ্টা করছে, তাদের কাছে এটি মূর্খতা ও হাস্যকর। কেননা, তাদের চিন্তামতো এ পরিত্রাণ আসে না।
উপহার সবাই ভালোবাসে। কিন্তু পরিত্রাণকে অনেকে উপহার হিসেবে গ্রহণ করতে পারে না। এর একটি কারণ হতে পারে–কোনো কোনো পাপী মানুষ তার পাপকে এত বড় করে দেখছে যে, সে বিশ্বাস করতে পারছে না, তার এভাবে ক্ষমা হতে পারে। যারা যিশুর ওপরে নির্ভর করে ও বিশ্বাস করে, তাদের জন্য শুধু বিশ্বাস দিয়ে পরিত্রাণ গ্রহণ সহজ। কিন্তু যিনি পরিত্রাণ সম্পাদন করেছেন, তাঁর জন্য সহজ ছিল না। মনুষ্য-পুত্রকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করে পরিত্রাণকে সফল করতে হয়েছে। পরিত্রাণ কি সহজ? সহজ নয়। এ পৃথিবীতে সব মানুষ যেখানে পাপী, সেখানে ঈশ্বরের পবিত্র পুত্র যিশু আসা ও বাস করা কত বড় ত্যাগ, তা নিয়ে আমরা কি চিন্তা করি? জগতের সব মানুষ একদিকে, আর যিশু একদিকে। একদিকে শুধু পাপ, আরেক দিকে যিশুর নিষ্পাপত্ব। তবু যিশুর নিষ্পাপত্ব জগতের সব মানুষের পাপের বোঝার চেয়ে ভারী। একজন মানুষের নিষ্পাপত্ব সমস্ত সৃষ্টির পাপের বোঝা বহনে যথেষ্ট। পবিত্রতার মূল্য পাপের দায় থেকে অনেক অনেক বেশি। সে জন্য পরিত্রাণ এত মহৎ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
লেখক: পালক ও শিক্ষক
যিশুখ্রিষ্টের জন্মদিন ধরে নিয়ে ২৫ ডিসেম্বরকে বাৎসরিক খ্রিষ্টীয় উৎসব হিসেবে পালন করার রেওয়াজ চালু হয়েছে। উপহার দেওয়া, গির্জায় উপাসনা করা, পারিবারিক সম্মিলন ও গৃহসজ্জার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এখন এই দিনটি খ্রিষ্টধর্ম বিশ্বাসী ছাড়া অন্যরাও উদ্যাপন করে থাকে। উপহার দেওয়ার কারণে শিশুদের কাছে বড়দিন একটি আগ্রহের বিষয়। বাংলাদেশেও বড়দিন সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।
খ্রিষ্টীয় শিক্ষা: আমাদের জীবনে আমরা নানা কিছু থেকে পরিত্রাণ বা রক্ষার চেষ্টা করি। তার মধ্যে পাপ থেকে পরিত্রাণ বা নাজাত অবশ্যই মহৎ। পাপের শাস্তি বেশ গুরুতর ও চিরকালীন বলে এর থেকে রক্ষা বা মুক্তি অবশ্যই মহৎ বা বিরাট। আপনি পাপকে যত গভীরভাবে উপলব্ধি করবেন, এ থেকে রেহাই বা মুক্তিকে তত বেশি বিরাট বলে দেখবেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকে পাপ সম্পর্কে তেমন চিন্তা করেন না। বাইবেলের শুরু থেকেই পাপ সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় এবং সঙ্গে সঙ্গে এ থেকে নিষ্কৃতির পথও দেখায়। সে জন্য পরিত্রাণ বাইবেলের অনুসারীদের কাছে বেশ আনন্দের ও তাদের জীবনের বিরাট ঘটনা।
আরেকটি কারণে এ পরিত্রাণ মহৎ। কেননা যিশুখ্রিষ্ট এ পরিত্রাণ রচনা করেছেন ও সিদ্ধ করেছেন (ইব্রীয় ২:১০)। এটি এমন পরিত্রাণ, যা শুধু ঘোষিত হয়নি বা দাবি করা হয়নি বা ভবিষ্যতে সংঘটিত হবে—এমনও বলা হয়নি। কিন্তু এর রচনা থেকে সিদ্ধতা পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। এই পরিত্রাণ যিশু নিজের যাতনা দ্বারা সিদ্ধ করেছেন, যেন তাতে বিশ্বাসীরা পাপের শাস্তি থেকে রক্ষা পান। এতে মানুষের কোনো অবদান নেই। মানুষ শুধু বিশ্বাস দিয়ে এই পরিত্রাণ গ্রহণ করতে পারে।
এই পরিত্রাণ অর্থ দিয়ে কেনা যায় না, পরিশ্রম করে বা ধর্ম-কর্ম করে লাভ করা যায় না। এই পরিত্রাণ এক অনন্য ও অতুলনীয় উপহার, যা শুধু যিশুর ধার্মিকতা দিয়ে সম্ভব করা হয়েছে। ইব্রীয় ১:৮ পদে বলা হয়েছে, ‘আর সারল্যের রাজদণ্ডই তাঁর রাজ্যের শাসনদণ্ড।’এখানে ‘সারল্য’ মানে ধার্মিকতা। এই পরিত্রাণ প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু যিশুর ধার্মিকতা দিয়ে দেয় (রোমীয় ১:১৭)। পৃথিবীর যেসব মানুষ পরিত্রাণের জন্য বা নিজের চেষ্টায় ধার্মিকতা লাভের জন্য চেষ্টা করছে, তাদের কাছে এটি মূর্খতা ও হাস্যকর। কেননা, তাদের চিন্তামতো এ পরিত্রাণ আসে না।
উপহার সবাই ভালোবাসে। কিন্তু পরিত্রাণকে অনেকে উপহার হিসেবে গ্রহণ করতে পারে না। এর একটি কারণ হতে পারে–কোনো কোনো পাপী মানুষ তার পাপকে এত বড় করে দেখছে যে, সে বিশ্বাস করতে পারছে না, তার এভাবে ক্ষমা হতে পারে। যারা যিশুর ওপরে নির্ভর করে ও বিশ্বাস করে, তাদের জন্য শুধু বিশ্বাস দিয়ে পরিত্রাণ গ্রহণ সহজ। কিন্তু যিনি পরিত্রাণ সম্পাদন করেছেন, তাঁর জন্য সহজ ছিল না। মনুষ্য-পুত্রকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করে পরিত্রাণকে সফল করতে হয়েছে। পরিত্রাণ কি সহজ? সহজ নয়। এ পৃথিবীতে সব মানুষ যেখানে পাপী, সেখানে ঈশ্বরের পবিত্র পুত্র যিশু আসা ও বাস করা কত বড় ত্যাগ, তা নিয়ে আমরা কি চিন্তা করি? জগতের সব মানুষ একদিকে, আর যিশু একদিকে। একদিকে শুধু পাপ, আরেক দিকে যিশুর নিষ্পাপত্ব। তবু যিশুর নিষ্পাপত্ব জগতের সব মানুষের পাপের বোঝার চেয়ে ভারী। একজন মানুষের নিষ্পাপত্ব সমস্ত সৃষ্টির পাপের বোঝা বহনে যথেষ্ট। পবিত্রতার মূল্য পাপের দায় থেকে অনেক অনেক বেশি। সে জন্য পরিত্রাণ এত মহৎ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।
লেখক: পালক ও শিক্ষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে