চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে কাল সোমবার। এ সম্মেলনের মধ্য দিয়ে কারা সংগঠনটির শীর্ষ পদে আসতে যাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগ্রহীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে এরই মধ্যে তদবির শুরু করেছেন। সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন নেতা রয়েছেন আলোচনায়।
সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু আগামী কমিটিতেও নেতৃত্বে আসতে চান। এ ছাড়া সভাপতি পদে আলোচনায় আছেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন পৌর কৃষক লীগের সভাপতি মো. মেসবাহুল হক টুটুল ও সাবেক ছাত্রনেতা আল কামাল
ইব্রাহিম রতন।
কাল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে টাউন ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হবে।
জেলা কৃষক লীগের সভাপতি বকুল জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহরের পৌর পার্কে সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মঞ্চ তৈরির কাজও শেষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-গড়া এ সংগঠনটির নেতৃত্বে বিতর্কিত কেউ যেন আসতে না পারেন এ জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হোক, সেটি চাইব। যারা নেতৃত্বে আসবেন তাঁরা সত্যিকার অর্থেই কৃষক ও কৃষির উন্নয়নের ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।’
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হতে যাচ্ছে কাল সোমবার। এ সম্মেলনের মধ্য দিয়ে কারা সংগঠনটির শীর্ষ পদে আসতে যাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
কৃষক লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগ্রহীরা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে এরই মধ্যে তদবির শুরু করেছেন। সভাপতি পদে দুই ও সাধারণ সম্পাদক পদে তিন নেতা রয়েছেন আলোচনায়।
সংগঠনের বর্তমান সভাপতি আব্দুস সামাদ বকুল এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটু আগামী কমিটিতেও নেতৃত্বে আসতে চান। এ ছাড়া সভাপতি পদে আলোচনায় আছেন জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন পৌর কৃষক লীগের সভাপতি মো. মেসবাহুল হক টুটুল ও সাবেক ছাত্রনেতা আল কামাল
ইব্রাহিম রতন।
কাল চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সম্মেলনের উদ্বোধন করবেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে টাউন ক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচন করা হবে।
জেলা কৃষক লীগের সভাপতি বকুল জানান, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শহরের পৌর পার্কে সম্মেলন ঘিরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। মঞ্চ তৈরির কাজও শেষ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে-গড়া এ সংগঠনটির নেতৃত্বে বিতর্কিত কেউ যেন আসতে না পারেন এ জন্য ভোটের মাধ্যমে নেতা নির্বাচন হোক, সেটি চাইব। যারা নেতৃত্বে আসবেন তাঁরা সত্যিকার অর্থেই কৃষক ও কৃষির উন্নয়নের ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে