সম্পাদকীয়
আওয়ামী লীগের রাজনীতিতে শামসুল হক একটি অবশ্য-স্মরণীয় নাম। ১৯৪৯ সালে যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তখন শামসুল হক সেই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৮ সালের ২৪ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের যে প্রতিনিধিদল মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করে, শামসুল হক ছিলেন সেই দলের একজন। তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যুক্তি তুলে ধরেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশে পরিষদের ১৪৪ ধারা না ভাঙার সিদ্ধান্তের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি। কিন্তু উত্তেজিত ছাত্ররা তা মানেননি।
১৯৫২ সালের ১৯ মার্চ শামসুল হককে গ্রেপ্তার করা হয়। ঢাকা সেন্ট্রাল জেলে তিনি ছিলেন। এরপর জেল থেকে মুক্তি পান যখন, তখন তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন অবস্থায়।
ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দার যখন লাহোরের কেন্দ্রীয় কারাগারে কর্মরত, তখন একদিন দুপুরবেলায় দুজন বাঙালি নারী এলেন তাঁর সঙ্গে দেখা করতে। তাঁদের একজন হলেন আনোয়ারা খাতুন, যিনি ছিলেন প্রাদেশিক আইন পরিষদের সদস্য, অন্যজন শামসুল হকের স্ত্রী। সে সময় লাহোরের মানসিক হাসপাতালে শামসুল হকের চিকিৎসা চলছিল। কোনোভাবে তাঁকে স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়া যায় কি না, সেটাই ছিল তাঁদের আরজি।
ডা. সাঈদ হায়দারের জন্য বিষয়টি কঠিন ছিল না। বন্ধু মাকসুদুর রহমান মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার। তাঁর মাধ্যমে দেখা করানোর ব্যবস্থা নেওয়া হলো। একদিন সাঈদ হায়দারও দেখতে গেলেন শামসুল হককে। জিজ্ঞেস করলেন, ‘কেমন আছেন?’
উত্তরে শামসুল হক বললেন, ‘ভালো আছি, তবে বড্ড চিন্তায় আছি। কাল রাতে রানি এলিজাবেথ এসেছিলেন। উনি চান, আমি প্রধানমন্ত্রী হই, কিন্তু আমি রাজি হইনি।’
দুরারোগ্য সিজোফ্রেনিয়ার হ্যালুসিনেশন, ডেলুশনের নিদর্শন শামসুল হকের মধ্যে সুস্পষ্ট। তখন বিখ্যাত এই রাজনীতিবিদের সঙ্গে বাস্তব দুনিয়ার কোনো সম্পর্ক নেই, তিনি ঘুরে বেড়াচ্ছেন মায়ার জগতে।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, ৩৪০-৩৪১
আওয়ামী লীগের রাজনীতিতে শামসুল হক একটি অবশ্য-স্মরণীয় নাম। ১৯৪৯ সালে যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তখন শামসুল হক সেই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৪৮ সালের ২৪ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের যে প্রতিনিধিদল মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করে, শামসুল হক ছিলেন সেই দলের একজন। তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যুক্তি তুলে ধরেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশে পরিষদের ১৪৪ ধারা না ভাঙার সিদ্ধান্তের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তিনি। কিন্তু উত্তেজিত ছাত্ররা তা মানেননি।
১৯৫২ সালের ১৯ মার্চ শামসুল হককে গ্রেপ্তার করা হয়। ঢাকা সেন্ট্রাল জেলে তিনি ছিলেন। এরপর জেল থেকে মুক্তি পান যখন, তখন তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন অবস্থায়।
ভাষাসংগ্রামী ডা. সাঈদ হায়দার যখন লাহোরের কেন্দ্রীয় কারাগারে কর্মরত, তখন একদিন দুপুরবেলায় দুজন বাঙালি নারী এলেন তাঁর সঙ্গে দেখা করতে। তাঁদের একজন হলেন আনোয়ারা খাতুন, যিনি ছিলেন প্রাদেশিক আইন পরিষদের সদস্য, অন্যজন শামসুল হকের স্ত্রী। সে সময় লাহোরের মানসিক হাসপাতালে শামসুল হকের চিকিৎসা চলছিল। কোনোভাবে তাঁকে স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেওয়া যায় কি না, সেটাই ছিল তাঁদের আরজি।
ডা. সাঈদ হায়দারের জন্য বিষয়টি কঠিন ছিল না। বন্ধু মাকসুদুর রহমান মানসিক হাসপাতালের মেডিকেল অফিসার। তাঁর মাধ্যমে দেখা করানোর ব্যবস্থা নেওয়া হলো। একদিন সাঈদ হায়দারও দেখতে গেলেন শামসুল হককে। জিজ্ঞেস করলেন, ‘কেমন আছেন?’
উত্তরে শামসুল হক বললেন, ‘ভালো আছি, তবে বড্ড চিন্তায় আছি। কাল রাতে রানি এলিজাবেথ এসেছিলেন। উনি চান, আমি প্রধানমন্ত্রী হই, কিন্তু আমি রাজি হইনি।’
দুরারোগ্য সিজোফ্রেনিয়ার হ্যালুসিনেশন, ডেলুশনের নিদর্শন শামসুল হকের মধ্যে সুস্পষ্ট। তখন বিখ্যাত এই রাজনীতিবিদের সঙ্গে বাস্তব দুনিয়ার কোনো সম্পর্ক নেই, তিনি ঘুরে বেড়াচ্ছেন মায়ার জগতে।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, ৩৪০-৩৪১
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে