নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপিপন্থী দুই কাউন্সিলরকে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে আগাম জামিনের মেয়াদ শেষে দুজন আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাঁরা হলেন নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার আশা। খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং আবুল কাউসার আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল কাউন্সিলর খোরশেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান কাউন্সিলর আশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, পৃথক দুটি মামলায় ওই দুই কাউন্সিলরকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিষয়ে কাউন্সিলর খোরশেদের আইনজীবী অ্যাডভোকেট শিপলু বলেন, খোরশেদের বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা ছিল। তিনি সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তিনি নারী ও শিশু আদালতে এসে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে কাউন্সিলর আশার আইনজীবী অ্যাডভোকেট নূর বাঁধন বলেন, সম্প্রতি বন্দরে একটি হত্যা মামলায় কাউন্সিলর আশাকে আসামি করা হয়েছে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিএনপিপন্থী দুই কাউন্সিলরকে পৃথক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে আগাম জামিনের মেয়াদ শেষে দুজন আত্মসমর্পণ করে জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাঁরা হলেন নাসিকের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার আশা। খোরশেদ মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং আবুল কাউসার আশা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল কাউন্সিলর খোরশেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান কাউন্সিলর আশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, পৃথক দুটি মামলায় ওই দুই কাউন্সিলরকে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিষয়ে কাউন্সিলর খোরশেদের আইনজীবী অ্যাডভোকেট শিপলু বলেন, খোরশেদের বিরুদ্ধে নারী নির্যাতনের একটি মামলা ছিল। তিনি সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে গতকাল তিনি নারী ও শিশু আদালতে এসে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে কাউন্সিলর আশার আইনজীবী অ্যাডভোকেট নূর বাঁধন বলেন, সম্প্রতি বন্দরে একটি হত্যা মামলায় কাউন্সিলর আশাকে আসামি করা হয়েছে। সেই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে