কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ভোটকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউপিতে বইছে নির্বাচনে হাওয়া। এ ইউপিতে ১২ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হাওয়ায় নিজেদের সম্পৃক্ত করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের নজর কাড়ার চেষ্টায় আছেন তাঁরা। এ সকল প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। অনেকে আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। প্রার্থীরা নিজ নিজ কর্মকাণ্ড তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। বিশেষ করে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের অবদান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।
উপজেলার অন্যান্য ইউপির মতোই এখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে নাকি উন্মুক্ত তা এখনো চূড়ান্ত নয়। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকার চেষ্টা সম্ভাব্য প্রার্থীদের।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, রাধাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ১২ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান অমৃত লাল হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা ভীম বাগচী, খায়রুল ইসলাম রিপন, রাসেল মোল্লা বাঁধন, মাইকেল হিরোহিত বিশ্বাস, অরবিন্দ রায়, ফরিদ আহম্মেদ, মো. কামাল হোসেন ও উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, আমি রাধাগঞ্জ ইউনিয়নে দুবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে ব্রিজ-কালভাট, রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও হাটবাজারের ব্যাপক উন্নয়ন করেছি। নারী উন্নয়নে কাজ করেছি। গৃহহীনদের থাকার জন্য ঘর নির্মাণ করে দিয়েছি। যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য ক্লাবে ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। আশা করি আমার কাজের মূল্যায়ন হিসেবে ভবিষ্যতেও মনোনয়ন পাব। তবে যদি মনোনয়ন পদ্ধতি তুলে দিয়ে উন্মুক্তভাবে নির্বাচন দেওয়া হয় তাহলেও আমি প্রার্থী হব।
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ভোটকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউপিতে বইছে নির্বাচনে হাওয়া। এ ইউপিতে ১২ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।
এদিকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হাওয়ায় নিজেদের সম্পৃক্ত করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সিনিয়র নেতাদের নজর কাড়ার চেষ্টায় আছেন তাঁরা। এ সকল প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। অনেকে আবার শুভেচ্ছা পোস্টার, ব্যানার-ফেস্টুন দিয়ে প্রার্থিতার কথা জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন। প্রার্থীরা নিজ নিজ কর্মকাণ্ড তুলে ধরেছেন বিভিন্ন মাধ্যমে। বিশেষ করে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের অবদান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা।
উপজেলার অন্যান্য ইউপির মতোই এখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে নাকি উন্মুক্ত তা এখনো চূড়ান্ত নয়। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে থাকার চেষ্টা সম্ভাব্য প্রার্থীদের।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, রাধাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ১২ জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান অমৃত লাল হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন শেখ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা ভীম বাগচী, খায়রুল ইসলাম রিপন, রাসেল মোল্লা বাঁধন, মাইকেল হিরোহিত বিশ্বাস, অরবিন্দ রায়, ফরিদ আহম্মেদ, মো. কামাল হোসেন ও উপজেলা মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক সরোজ বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, আমি রাধাগঞ্জ ইউনিয়নে দুবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এ সময়ে ব্রিজ-কালভাট, রাস্তা-ঘাট, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও হাটবাজারের ব্যাপক উন্নয়ন করেছি। নারী উন্নয়নে কাজ করেছি। গৃহহীনদের থাকার জন্য ঘর নির্মাণ করে দিয়েছি। যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য ক্লাবে ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। আশা করি আমার কাজের মূল্যায়ন হিসেবে ভবিষ্যতেও মনোনয়ন পাব। তবে যদি মনোনয়ন পদ্ধতি তুলে দিয়ে উন্মুক্তভাবে নির্বাচন দেওয়া হয় তাহলেও আমি প্রার্থী হব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে