আজকের পত্রিকা ডেস্ক
আরেকটা মহামারির বছর পার করতে চলেছে বিশ্ব। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছোটাছুটি ছিল এ বছরও। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটা, হিমাগারে লাশের সারি—সব মিলিয়ে করোনাভাইরাস এ বছরটাও কেড়ে নিল। তবে বিজ্ঞান আটকে থাকেনি। ২০২১ সালে বিজ্ঞান পেয়েছে সামনে এগিয়ে যাওয়ার নতুন সিঁড়ি। পৃথিবীর পাশাপাশি মহাকাশ অভিযানেও এসেছে বিস্তর অর্জন।
মানুষ-বানর সংকর কোষ
গত এপ্রিলে ‘সেল’ নামক সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সান ডিয়েগোর সল্ট ইনস্টিটিউটের একদল গবেষক প্রথমবারের মতো বানরের ভ্রূণে মানুষের স্টেম সেল বসান। এ সংকর ভ্রূণ বানর কিংবা মানুষের দেহে প্রবেশ না করিয়ে গবেষণাগারে রাখা হয়। সেখানে ২০ দিন বেঁচে ছিল কোষটি। এর আগে কখনো এমন সংকর ভ্রূণ এত বেশিদিন টিকে থাকেনি। জিন প্রকৌশলে এ অর্জন যুগান্তকারী। এর মাধ্যমে মানুষ ছাড়া কোনো প্রাণীর দেহে কোষ প্রতিস্থাপনের গবেষণা অনেকটাই এগিয়ে গেছে।
পিথাগোরাসের তত্ত্বের আদ্যোপান্ত
নতুন কিছু আবিষ্কারের পাশাপাশি গণিতেও অনেকটা এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। বিবিসির বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স ফোকাস বলছে, পিথাগোরাসের উপপাদ্যের আদ্যোপান্ত জানতে পারা গণিতের অন্যতম প্রধান অর্জন। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। স্কুলে পড়া এ উপপাদ্য পিথাগোরাস প্রথম আবিষ্কার করেছেন বলেই সবাই জানতেন। কিন্তু তার ১ হাজার বছর আগেই ব্যাবিলনের (বর্তমান ইরাকে অবস্থিত) বাসিন্দারা এ তত্ত্ব ব্যবহার করে জমির হিসাব-নিকাশ করতেন। আগস্টে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী এ তথ্য জানান।
৫০ বছর ধরে কৃত্রিম হৃদযন্ত্র বানানোর জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ বছর অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী বলেছেন, আমাদের দেহে কার্যকরভাবে কাজ করবে এমন কৃত্রিম হৃদযন্ত্র বসানোর চিন্তা করছেন তাঁরা। নাম দেওয়া হয়েছে ‘বিভাকোর’। তবে এটি পুরোপুরি হৃদযন্ত্রের মতো কাজ করবে না। তারপরও এই গবেষণা সফল হলে চিকিৎসাবিজ্ঞানে ব্যাপক অগ্রগতি আসবে।
‘মহাকাশ জয়ের’ বছর
মহাকাশকে হাতের মুঠোয় আনতে চলতি বছর চেষ্টার কোনো কমতি ছিল না। এর মধ্যে সবচেয়ে বড় অর্জনটি এসেছে সম্প্রতি। বড়দিনে মহাকাশে পাঠানো হয়েছে সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপ। নাসার এ টেলিস্কোপের নাম ‘জেমস ওয়েব’। হাবলের উত্তরসূরি এবার মহাকাশের গভীরতম দূরত্বেও প্রবেশ করবে। মহাজাগতিক রহস্য উদ্ঘাটনে কাজ করার পাশাপাশি পাঠাবে দারুণ সব ছবি।
মঙ্গলে নাসার হেলিকপ্টার ইনজেনুইটি নতুন পথের সন্ধান দিয়েছে। এদিকে, নিজেদের মহাকাশ কেন্দ্র চালুর জোর প্রস্তুতি চালাচ্ছে চীন। আর সূর্যের খুব কাছে গিয়ে নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে মানুষ। গ্রহাণু ধ্বংসে কাজ করবে এমন যানও পাঠানো হয়েছে।
তবে বছরের সবচেয়ে বেশি আলোচিত হয়তো মহাকাশে বাণিজ্যিক ভ্রমণ। এ প্রতিযোগিতায় জেফ বেজোসকে হারিয়ে জুলাইয়ের প্রথম দিকে প্রথম ঘুরে আসেন ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। ওই মাসেই পাড়ি জমান বেজোসও। তবে অন্য আরেকটি দ্বন্দ্ব দেখেছে বিশ্ব। নিজেদের স্যাটেলাইট ধ্বংস করে ‘অদৃশ্য’ প্রতিযোগিতার বার্তা দিয়েছে রাশিয়া।
আরেকটা মহামারির বছর পার করতে চলেছে বিশ্ব। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ছোটাছুটি ছিল এ বছরও। অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছোটা, হিমাগারে লাশের সারি—সব মিলিয়ে করোনাভাইরাস এ বছরটাও কেড়ে নিল। তবে বিজ্ঞান আটকে থাকেনি। ২০২১ সালে বিজ্ঞান পেয়েছে সামনে এগিয়ে যাওয়ার নতুন সিঁড়ি। পৃথিবীর পাশাপাশি মহাকাশ অভিযানেও এসেছে বিস্তর অর্জন।
মানুষ-বানর সংকর কোষ
গত এপ্রিলে ‘সেল’ নামক সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সান ডিয়েগোর সল্ট ইনস্টিটিউটের একদল গবেষক প্রথমবারের মতো বানরের ভ্রূণে মানুষের স্টেম সেল বসান। এ সংকর ভ্রূণ বানর কিংবা মানুষের দেহে প্রবেশ না করিয়ে গবেষণাগারে রাখা হয়। সেখানে ২০ দিন বেঁচে ছিল কোষটি। এর আগে কখনো এমন সংকর ভ্রূণ এত বেশিদিন টিকে থাকেনি। জিন প্রকৌশলে এ অর্জন যুগান্তকারী। এর মাধ্যমে মানুষ ছাড়া কোনো প্রাণীর দেহে কোষ প্রতিস্থাপনের গবেষণা অনেকটাই এগিয়ে গেছে।
পিথাগোরাসের তত্ত্বের আদ্যোপান্ত
নতুন কিছু আবিষ্কারের পাশাপাশি গণিতেও অনেকটা এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। বিবিসির বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স ফোকাস বলছে, পিথাগোরাসের উপপাদ্যের আদ্যোপান্ত জানতে পারা গণিতের অন্যতম প্রধান অর্জন। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টির সমান। স্কুলে পড়া এ উপপাদ্য পিথাগোরাস প্রথম আবিষ্কার করেছেন বলেই সবাই জানতেন। কিন্তু তার ১ হাজার বছর আগেই ব্যাবিলনের (বর্তমান ইরাকে অবস্থিত) বাসিন্দারা এ তত্ত্ব ব্যবহার করে জমির হিসাব-নিকাশ করতেন। আগস্টে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী এ তথ্য জানান।
৫০ বছর ধরে কৃত্রিম হৃদযন্ত্র বানানোর জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ বছর অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী বলেছেন, আমাদের দেহে কার্যকরভাবে কাজ করবে এমন কৃত্রিম হৃদযন্ত্র বসানোর চিন্তা করছেন তাঁরা। নাম দেওয়া হয়েছে ‘বিভাকোর’। তবে এটি পুরোপুরি হৃদযন্ত্রের মতো কাজ করবে না। তারপরও এই গবেষণা সফল হলে চিকিৎসাবিজ্ঞানে ব্যাপক অগ্রগতি আসবে।
‘মহাকাশ জয়ের’ বছর
মহাকাশকে হাতের মুঠোয় আনতে চলতি বছর চেষ্টার কোনো কমতি ছিল না। এর মধ্যে সবচেয়ে বড় অর্জনটি এসেছে সম্প্রতি। বড়দিনে মহাকাশে পাঠানো হয়েছে সবচেয়ে বড় স্পেস টেলিস্কোপ। নাসার এ টেলিস্কোপের নাম ‘জেমস ওয়েব’। হাবলের উত্তরসূরি এবার মহাকাশের গভীরতম দূরত্বেও প্রবেশ করবে। মহাজাগতিক রহস্য উদ্ঘাটনে কাজ করার পাশাপাশি পাঠাবে দারুণ সব ছবি।
মঙ্গলে নাসার হেলিকপ্টার ইনজেনুইটি নতুন পথের সন্ধান দিয়েছে। এদিকে, নিজেদের মহাকাশ কেন্দ্র চালুর জোর প্রস্তুতি চালাচ্ছে চীন। আর সূর্যের খুব কাছে গিয়ে নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে মানুষ। গ্রহাণু ধ্বংসে কাজ করবে এমন যানও পাঠানো হয়েছে।
তবে বছরের সবচেয়ে বেশি আলোচিত হয়তো মহাকাশে বাণিজ্যিক ভ্রমণ। এ প্রতিযোগিতায় জেফ বেজোসকে হারিয়ে জুলাইয়ের প্রথম দিকে প্রথম ঘুরে আসেন ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন। ওই মাসেই পাড়ি জমান বেজোসও। তবে অন্য আরেকটি দ্বন্দ্ব দেখেছে বিশ্ব। নিজেদের স্যাটেলাইট ধ্বংস করে ‘অদৃশ্য’ প্রতিযোগিতার বার্তা দিয়েছে রাশিয়া।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে