নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুপেয় পানির সংকটে দিনদিন বাড়ছে ডায়রিয়া রোগী। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে। বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলছেন, উপজেলার বেশির ভাগ টিউবওয়েল দিয়েই পানি উঠছে না। তাই এলাকার মানুষ দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে। তাই ডায়রিয়া রোগীর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে অবস্থা অবনতি হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে ২০৯ জন, ফেব্রুয়ারিতে ২৪১ জন ও মার্চে ৩৭৪ জন। বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর শয্যা রয়েছে মাত্র ৯টি। এই মাসের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত—এই ১২ দিনেই হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে প্রায় ১ হাজার রোগী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে ২৫০ জন আর বহির্বিভাগে একই সময়ে চিকিৎসা নিয়েছে প্রায় ৭৫০ জন।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পর্যাপ্ত শয্যাসংখ্যার অভাবে ডায়রিয়া রোগীদের হাসপাতালের বারান্দায় বিছানা বিছিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকার কারণে গরমে নাজেহাল হচ্ছে রোগীরা। চিকিৎসকেরা সেখানে রেখেই রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
এ সময় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শয্যা না পেয়ে প্রতিদিনই অনেক রোগী বাড়ি ফিরে যাচ্ছে। অনেকে আবার বারান্দার মেঝেতেও জায়গা না পেয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চারপাশ নোংরা ও অস্বাস্থ্যকর। ডায়রিয়া রোগীদের একমাত্র বাথরুমটিও নোংরা। বাথরুম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওয়ার্ডের ভেতর।
হাসপাতাল চত্বরে কথা হয় জয় সূত্রধরের সঙ্গে। তিনি বলেন, ‘ডায়রিয়া ওয়ার্ডের ভেতরের পরিবেশ খুব নোংরা। তাই বাধ্য হয়েই বাড়িতে মেয়ে রাশি সূত্রধরের চিকিৎসা করাচ্ছি। কেবল স্যালাইন দেওয়ার জন্য প্রতিদিন হাসপাতালে আসি।’
হাসপাতালের বারান্দার মেঝেতে শুয়ে আছেন উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই গ্রামের শতবর্ষী সাফিয়া আক্তার নামে এক নারী। তাঁর শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি গত সোমবার থেকে ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের দেখানোর পর তাঁরা আমাকে আজ ভর্তি করে দেন। শয্যা না থাকায় মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আগের চেয়ে কিছুটা সুস্থ।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ৪ হাজার ৯৪০টি গভীর ও ১ হাজার ৬০৫টি অগভীর সরকারি নলকূপ আছে। তবে ব্যক্তিগতসহ উপজেলায় মোট টিউবওয়েল আছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। এর মধ্যে প্রায় ২০ হাজার নলকূপ দিয়ে বর্তমানে পানি উঠছে না। তাই উপজেলায় সুপেয় পানির সংকট বেড়েছে। এদিকে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ডায়রিয়া রোগী বাড়ছে। গরমের শুরুতে বরাবরই ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এই সময়ে সুপেয় পানির সংকটে মানুষ দূষিত পানি ও দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে। ফলে পানিবাহিত এই রোগে এই সময়ে মানুষ বেশি আক্রান্ত হয়। গত বছর আক্রান্ত কিছুটা কম ছিল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ বলেন, উপজেলার বেশির ভাগ টিউবওয়েল দিয়েই পানি উঠছে না। তাই এলাকার মানুষ দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে।
ডা. অভিজিৎ আরও বলেন, ‘ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাবে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই ডায়রিয়া রোগীদের শিশু ও সাধারণ ওয়ার্ডে দিতে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুপেয় পানির সংকটে দিনদিন বাড়ছে ডায়রিয়া রোগী। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে। বাড়তি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলছেন, উপজেলার বেশির ভাগ টিউবওয়েল দিয়েই পানি উঠছে না। তাই এলাকার মানুষ দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে। তাই ডায়রিয়া রোগীর সংখ্যাও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে অবস্থা অবনতি হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে ২০৯ জন, ফেব্রুয়ারিতে ২৪১ জন ও মার্চে ৩৭৪ জন। বর্তমানে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর শয্যা রয়েছে মাত্র ৯টি। এই মাসের শুরু থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত—এই ১২ দিনেই হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে প্রায় ১ হাজার রোগী। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে ২৫০ জন আর বহির্বিভাগে একই সময়ে চিকিৎসা নিয়েছে প্রায় ৭৫০ জন।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, পর্যাপ্ত শয্যাসংখ্যার অভাবে ডায়রিয়া রোগীদের হাসপাতালের বারান্দায় বিছানা বিছিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকার কারণে গরমে নাজেহাল হচ্ছে রোগীরা। চিকিৎসকেরা সেখানে রেখেই রোগীদের চিকিৎসা দিচ্ছেন।
এ সময় রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শয্যা না পেয়ে প্রতিদিনই অনেক রোগী বাড়ি ফিরে যাচ্ছে। অনেকে আবার বারান্দার মেঝেতেও জায়গা না পেয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চারপাশ নোংরা ও অস্বাস্থ্যকর। ডায়রিয়া রোগীদের একমাত্র বাথরুমটিও নোংরা। বাথরুম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওয়ার্ডের ভেতর।
হাসপাতাল চত্বরে কথা হয় জয় সূত্রধরের সঙ্গে। তিনি বলেন, ‘ডায়রিয়া ওয়ার্ডের ভেতরের পরিবেশ খুব নোংরা। তাই বাধ্য হয়েই বাড়িতে মেয়ে রাশি সূত্রধরের চিকিৎসা করাচ্ছি। কেবল স্যালাইন দেওয়ার জন্য প্রতিদিন হাসপাতালে আসি।’
হাসপাতালের বারান্দার মেঝেতে শুয়ে আছেন উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই গ্রামের শতবর্ষী সাফিয়া আক্তার নামে এক নারী। তাঁর শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি গত সোমবার থেকে ডায়রিয়ায় আক্রান্ত। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের দেখানোর পর তাঁরা আমাকে আজ ভর্তি করে দেন। শয্যা না থাকায় মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন আগের চেয়ে কিছুটা সুস্থ।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ৪ হাজার ৯৪০টি গভীর ও ১ হাজার ৬০৫টি অগভীর সরকারি নলকূপ আছে। তবে ব্যক্তিগতসহ উপজেলায় মোট টিউবওয়েল আছে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার। এর মধ্যে প্রায় ২০ হাজার নলকূপ দিয়ে বর্তমানে পানি উঠছে না। তাই উপজেলায় সুপেয় পানির সংকট বেড়েছে। এদিকে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ডায়রিয়া রোগী বাড়ছে। গরমের শুরুতে বরাবরই ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। এই সময়ে সুপেয় পানির সংকটে মানুষ দূষিত পানি ও দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে। ফলে পানিবাহিত এই রোগে এই সময়ে মানুষ বেশি আক্রান্ত হয়। গত বছর আক্রান্ত কিছুটা কম ছিল।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ বলেন, উপজেলার বেশির ভাগ টিউবওয়েল দিয়েই পানি উঠছে না। তাই এলাকার মানুষ দৈনন্দিন কাজে পুকুর ও নদীর পানি ব্যবহার করছে।
ডা. অভিজিৎ আরও বলেন, ‘ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাবে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই ডায়রিয়া রোগীদের শিশু ও সাধারণ ওয়ার্ডে দিতে হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে