আয়নাল হোসেন, ঢাকা
রান ঢাকার বাদামতলী-বাবুবাজারের চালের ব্যবসার সঙ্গে অনেক ঐতিহ্য জড়িত রয়েছে। কিন্তু সেই ব্যবসা এখন বিলুপ্তির পথে। মূলত জমির দাম বেড়ে যাওয়া, করপোরেট প্রতিষ্ঠানের আগ্রাসন, অটো রাইস মিল, বিভিন্ন স্থানে বিকল্প বাজার গড়ে ওঠা ও তীব্র যানজটসহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে এ ব্যবসা।
ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের অনেকেই বাদামতলীতে চালের ব্যবসা করছেন। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, পঞ্চাশের দশকের পর তাঁর বাবা হাসান আলী ব্যাপারী, মাহবুব মোল্লা ও সলিম ব্যাপারী চালের ব্যবসা করেন। তবে তাঁদের আগে মুজাফ্ফার ব্যাপারী ও আলম চান ব্যাপারী প্রথম চাল ব্যবসা শুরু করেন। নদীপথে আসা চাল বুড়িগঙ্গা পাড়ে বিক্রি করতেন তাঁরা। বর্তমানে চালের ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে। বাবুবাজারের চাল ব্যবসায়ীরা জানান, সম্প্রতি আকিজ, সিটি, বসুন্ধরা, এসিআইসহ কয়েকটি শিল্পগোষ্ঠী চালের ব্যবসায় নেমেছে। যারা ভোক্তাদের বেশি সুবিধা দিচ্ছে। অন্যদিকে চাল ব্যবসায় কমপক্ষে ৩০০ স্কয়ার ফুট জায়গার প্রয়োজন হয়। আর এই জায়গায় ওষুধের মার্কেট তৈরি হলে ২০টি দোকান করা যাচ্ছে। সেখানে অগ্রিম আদায় ও ভাড়া উভয়ই বেশি পাচ্ছেন জমির মালিকেরা। এসব কারণে অনেক বাড়িমালিক চাল ব্যবসায়ীদের সরিয়ে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছেন। এ ছাড়া আড়তদারেরা বাকিতে চাল কিনে মহাজনের টাকা পরিশোধ না করায় অনেক মহাজনই চাল দিচ্ছেন না।
বাবুবাজার-বাদামতলীতে তিন শতাধিক চালের ঘর ছিল। এখন মাত্র ১১৮টি ঘর রয়েছে বলে জানান স্থানীয় চাল আড়তদার সমিতির অফিস সহকারী আবদুল বাসেত।
বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন রনি বলেন, সমস্যা সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
রান ঢাকার বাদামতলী-বাবুবাজারের চালের ব্যবসার সঙ্গে অনেক ঐতিহ্য জড়িত রয়েছে। কিন্তু সেই ব্যবসা এখন বিলুপ্তির পথে। মূলত জমির দাম বেড়ে যাওয়া, করপোরেট প্রতিষ্ঠানের আগ্রাসন, অটো রাইস মিল, বিভিন্ন স্থানে বিকল্প বাজার গড়ে ওঠা ও তীব্র যানজটসহ নানা কারণে বিলুপ্ত হচ্ছে এ ব্যবসা।
ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের অনেকেই বাদামতলীতে চালের ব্যবসা করছেন। তাঁর দেওয়া তথ্যানুযায়ী, পঞ্চাশের দশকের পর তাঁর বাবা হাসান আলী ব্যাপারী, মাহবুব মোল্লা ও সলিম ব্যাপারী চালের ব্যবসা করেন। তবে তাঁদের আগে মুজাফ্ফার ব্যাপারী ও আলম চান ব্যাপারী প্রথম চাল ব্যবসা শুরু করেন। নদীপথে আসা চাল বুড়িগঙ্গা পাড়ে বিক্রি করতেন তাঁরা। বর্তমানে চালের ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে কুষ্টিয়া, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছে। বাবুবাজারের চাল ব্যবসায়ীরা জানান, সম্প্রতি আকিজ, সিটি, বসুন্ধরা, এসিআইসহ কয়েকটি শিল্পগোষ্ঠী চালের ব্যবসায় নেমেছে। যারা ভোক্তাদের বেশি সুবিধা দিচ্ছে। অন্যদিকে চাল ব্যবসায় কমপক্ষে ৩০০ স্কয়ার ফুট জায়গার প্রয়োজন হয়। আর এই জায়গায় ওষুধের মার্কেট তৈরি হলে ২০টি দোকান করা যাচ্ছে। সেখানে অগ্রিম আদায় ও ভাড়া উভয়ই বেশি পাচ্ছেন জমির মালিকেরা। এসব কারণে অনেক বাড়িমালিক চাল ব্যবসায়ীদের সরিয়ে অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছেন। এ ছাড়া আড়তদারেরা বাকিতে চাল কিনে মহাজনের টাকা পরিশোধ না করায় অনেক মহাজনই চাল দিচ্ছেন না।
বাবুবাজার-বাদামতলীতে তিন শতাধিক চালের ঘর ছিল। এখন মাত্র ১১৮টি ঘর রয়েছে বলে জানান স্থানীয় চাল আড়তদার সমিতির অফিস সহকারী আবদুল বাসেত।
বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন রনি বলেন, সমস্যা সমাধানে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে