মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে পারিবারিক জীবনে। স্বল্প আয়ের সংসারে টানাপোড়েন শুরু হওয়ায় বেড়েছে দাম্পত্য কলহ।
উপজেলার পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের তথ্য অনুযায়ী, বাজারের উত্তাপ লেগেছে ৬৫ শতাংশ পরিবারে। প্রায় দিনই দু-একটি সালিস বসিয়ে স্বামী-স্ত্রীর মধ্যকার সমস্যার সমাধান করে দিতে হচ্ছে।
সংসারের খরচ বেড়ে যাওয়ায় ছেলের বাড়িতে জায়গা হয়নি এক মায়ের। এমন একটি ঘটনা ঘটেছে উপজেলার কৃষ্ণপুর গ্রামে। ওই মা জানান, বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক চতুর্থ শ্রেণির কর্মচারী জানান, তিনি রাগ করে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে রাত কাটিয়েছেন। রাগ করার কারণ চাহিদা মোতাবেক সংসারের খরচ জোগাতে না পারায় স্ত্রীর সঙ্গে মন কষাকষি।
ওই কর্মচারীর দেওয়া হিসাব মতে, তিনি বেতন পান ১১ হাজার ২০০ টাকা। তাঁর ছয় সদস্যের সংসারে মাসিক ব্যয় ৮৫ কেজি চাল বাবদ ৫ হাজার, ৪ লিটার সয়াবিন তেল ৮০০, গ্যাস সিলিন্ডার ১ হাজার ৩০০, বিদ্যুৎ বিল ৮৫০, ওষুধ ১ হাজার ৫০০, মাছ, মাংস, ডিম, শাকসবজি মিলিয়ে ৫ হাজার, যাতায়াত ১ হাজার ২০০ ও অন্যান্য খরচ ১ হাজার টাকা। এই ব্যয় মেটাতে গিয়ে তাঁর প্রতি মাসে দেনা করতে হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার মতো।
একই অবস্থা প্রতিটি স্বল্প আয়ের পরিবারে। একজন সাবেক ফল বিক্রেতা জানান, আগের মতো আর ফল বেচা হয় না। সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তিনি ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ করছেন।
উপজেলা পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি মোতালেব হোসেন জানান, গ্রামের পরিবারগুলোর এক শতাংশ আয় বাড়েনি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে ৪০ শতাংশ। এটি এখন পারিবারিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরে ঘরে দাম্পত্য কলহ চলছে। প্রায় দিনই দু-একটি সালিস করে স্বামী-স্ত্রীকে মিলমিশ করে দিতে হচ্ছে।
রংপুরের মিঠাপুকুরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে পারিবারিক জীবনে। স্বল্প আয়ের সংসারে টানাপোড়েন শুরু হওয়ায় বেড়েছে দাম্পত্য কলহ।
উপজেলার পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের তথ্য অনুযায়ী, বাজারের উত্তাপ লেগেছে ৬৫ শতাংশ পরিবারে। প্রায় দিনই দু-একটি সালিস বসিয়ে স্বামী-স্ত্রীর মধ্যকার সমস্যার সমাধান করে দিতে হচ্ছে।
সংসারের খরচ বেড়ে যাওয়ায় ছেলের বাড়িতে জায়গা হয়নি এক মায়ের। এমন একটি ঘটনা ঘটেছে উপজেলার কৃষ্ণপুর গ্রামে। ওই মা জানান, বর্তমানে তিনি মেয়ের বাড়িতে আছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক চতুর্থ শ্রেণির কর্মচারী জানান, তিনি রাগ করে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানে রাত কাটিয়েছেন। রাগ করার কারণ চাহিদা মোতাবেক সংসারের খরচ জোগাতে না পারায় স্ত্রীর সঙ্গে মন কষাকষি।
ওই কর্মচারীর দেওয়া হিসাব মতে, তিনি বেতন পান ১১ হাজার ২০০ টাকা। তাঁর ছয় সদস্যের সংসারে মাসিক ব্যয় ৮৫ কেজি চাল বাবদ ৫ হাজার, ৪ লিটার সয়াবিন তেল ৮০০, গ্যাস সিলিন্ডার ১ হাজার ৩০০, বিদ্যুৎ বিল ৮৫০, ওষুধ ১ হাজার ৫০০, মাছ, মাংস, ডিম, শাকসবজি মিলিয়ে ৫ হাজার, যাতায়াত ১ হাজার ২০০ ও অন্যান্য খরচ ১ হাজার টাকা। এই ব্যয় মেটাতে গিয়ে তাঁর প্রতি মাসে দেনা করতে হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার মতো।
একই অবস্থা প্রতিটি স্বল্প আয়ের পরিবারে। একজন সাবেক ফল বিক্রেতা জানান, আগের মতো আর ফল বেচা হয় না। সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় তিনি ঢাকায় গিয়ে পোশাক কারখানায় কাজ করছেন।
উপজেলা পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের সভাপতি মোতালেব হোসেন জানান, গ্রামের পরিবারগুলোর এক শতাংশ আয় বাড়েনি কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে ৪০ শতাংশ। এটি এখন পারিবারিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘরে ঘরে দাম্পত্য কলহ চলছে। প্রায় দিনই দু-একটি সালিস করে স্বামী-স্ত্রীকে মিলমিশ করে দিতে হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে