কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ‘চোর’ ধরে পুলিশে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন। আহতরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (২৫), মেয়ে রোজিনা, স্ত্রী রেবেকা খাতুন (৪০), জাফর, ওয়াজেদ আলী (৬৫), ফারুক (৪০), আমদ শেখ ও মজনু শেখ। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল সকালে কোমরকান্দি এলাকায় দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের
বাড়িগুলো পুরুষশূন্য। কয়েকজন নারী-পুরুষকে গরু-ছাগল নিয়ে পালাতে দেখা গেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বার আব্দুস সাত্তারের সমর্থক রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে। রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এ নিয়ে ফিরোজ খাঁ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজ্জাককে কোমরকান্দি বাজারে ডেকে নেন। কোমরকান্দি বাজারে গেলে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করেন। পরে রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহত ব্যক্তির ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পরাজিত মেম্বার ফিরোজ খাঁর সমর্থক মন্টুর স্ত্রী খালেদা খাতুন বলেন, ‘সাত্তার মেম্বর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। টাকা, স্বর্ণ, গরু বাছুর সব লুট করে নিয়ে গেছে।’
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাতে চোরকে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকালে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে শত শত লোকের সামনে ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।
কুষ্টিয়ার কুমারখালীতে ‘চোর’ ধরে পুলিশে দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক (৫৫) নামের একজন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি বাজারে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক কোমরকান্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন। আহতরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ (২৫), মেয়ে রোজিনা, স্ত্রী রেবেকা খাতুন (৪০), জাফর, ওয়াজেদ আলী (৬৫), ফারুক (৪০), আমদ শেখ ও মজনু শেখ। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গতকাল সকালে কোমরকান্দি এলাকায় দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। প্রতিপক্ষের
বাড়িগুলো পুরুষশূন্য। কয়েকজন নারী-পুরুষকে গরু-ছাগল নিয়ে পালাতে দেখা গেছে।
জানা গেছে, গত শুক্রবার রাতে এলাকায় চোর ঢুকেছিল। ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোর বর্তমান মেম্বার আব্দুস সাত্তারের সমর্থক রাজ্জাকের বাড়িতে ঢুকে পড়ে। রাজ্জাক ও তাঁর লোকজন চোরকে মারধর করতে বাধা দেয় এবং পুলিশে সোপর্দ করে।
এ নিয়ে ফিরোজ খাঁ গতকাল সকাল সাড়ে ৮টার দিকে রাজ্জাককে কোমরকান্দি বাজারে ডেকে নেন। কোমরকান্দি বাজারে গেলে প্রতিপক্ষের সুরদ্দিন তাঁকে ছুরিকাঘাত করেন। পরে রাজ্জাকসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহত ব্যক্তির ছেলে, স্ত্রীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
এ বিষয়ে পরাজিত মেম্বার ফিরোজ খাঁর সমর্থক মন্টুর স্ত্রী খালেদা খাতুন বলেন, ‘সাত্তার মেম্বর অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর চালায়। টাকা, স্বর্ণ, গরু বাছুর সব লুট করে নিয়ে গেছে।’
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাতে চোরকে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকালে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে শত শত লোকের সামনে ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয় বলা যাচ্ছে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে