পঞ্চগড় ও তেঁতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড়ে তিন দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে শ্রমিকেরা কাজ শুরু করেছেন। এখন থেকে শ্রমিকেরা প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোর কাজ করে ৩ টাকা ৯০ পয়সা করে পাচ্ছেন। এর আগে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বেশি মজুরি নেওয়ায় ব্যবসায়ীরা গত শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা বন্ধ রাখেন। এতে সংশ্লিষ্ট শ্রমিকেরা বেকার হয়ে পড়েন।
গত সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পঞ্চগড় জেলা পাথর-বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশন, জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পাথর-বালু ওঠানো-নামানোর কাজে প্রতি ঘনফুটে ১ টাকা ১০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা ও ১০ চাকার ট্রাকে পাথর-বালু ওঠানোর মজুরি ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা।
এর আগে গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে সভা হয়। ওই সভায় জেলা প্রশাসক জহরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। ওই কমিটি সোমবার রাতে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের নিয়ে ওই সভা করে।
জানা গেছে, আগে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোতে ২ টাকা ৮০ পয়সা এবং ১০ চাকার ট্রাকে খরচ হতো ২ হাজার টাকা। গত শুক্রবার থেকে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানো বাবদ ৪ টাকা দাবি করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে পাথর-বালু ব্যবসায়ীরা পরদিন শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখেন।
জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা ১০ আগস্ট পাথর-বালু ওঠানো-নামানোর মজুরি বাড়ানোর জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু জেলা প্রশাসকের থেকে সিদ্ধান্ত আসার আগেই শ্রমিকেরা ব্যবসায়ীদের কাছ থেকে ২ টাকা ৮০ পয়সার বিপরীতে ৪ টাকা করে আদায় করা শুরু করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ করলে ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন।
পঞ্চগড়ে তিন দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে শ্রমিকেরা কাজ শুরু করেছেন। এখন থেকে শ্রমিকেরা প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোর কাজ করে ৩ টাকা ৯০ পয়সা করে পাচ্ছেন। এর আগে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকেরা বেশি মজুরি নেওয়ায় ব্যবসায়ীরা গত শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা বন্ধ রাখেন। এতে সংশ্লিষ্ট শ্রমিকেরা বেকার হয়ে পড়েন।
গত সোমবার রাতে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে পঞ্চগড় জেলা পাথর-বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশন, জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় পাথর-বালু ওঠানো-নামানোর কাজে প্রতি ঘনফুটে ১ টাকা ১০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা ও ১০ চাকার ট্রাকে পাথর-বালু ওঠানোর মজুরি ধরা হয়েছে ২ হাজার ২০০ টাকা।
এর আগে গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে সভা হয়। ওই সভায় জেলা প্রশাসক জহরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। ওই কমিটি সোমবার রাতে পাথর-বালু ব্যবসায়ী ও শ্রমিকনেতাদের নিয়ে ওই সভা করে।
জানা গেছে, আগে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানোতে ২ টাকা ৮০ পয়সা এবং ১০ চাকার ট্রাকে খরচ হতো ২ হাজার টাকা। গত শুক্রবার থেকে প্রতি ঘনফুট পাথর-বালু ওঠানো-নামানো বাবদ ৪ টাকা দাবি করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে পাথর-বালু ব্যবসায়ীরা পরদিন শনিবার থেকে পাথর-বালু বেচাকেনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখেন।
জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা ১০ আগস্ট পাথর-বালু ওঠানো-নামানোর মজুরি বাড়ানোর জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু জেলা প্রশাসকের থেকে সিদ্ধান্ত আসার আগেই শ্রমিকেরা ব্যবসায়ীদের কাছ থেকে ২ টাকা ৮০ পয়সার বিপরীতে ৪ টাকা করে আদায় করা শুরু করেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বেচাকেনা বন্ধ করলে ১৫ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে