বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। অপূর্বকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি ১১ মার্চ আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আলফা আইয়ের ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। অগ্রিম হিসেবে তিনি নিয়েছিলেন ২৫ লাখ টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় আরও ৮ লাখ টাকা নেন অভিনেতা। কথা ছিল প্রতি মাসে তিন দিন করে শিডিউল দেবেন। কিন্তু ৯টি নাটক শেষ করার পর টালবাহানা শুরু করেন অপূর্ব। এরপর গত ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। তবে নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি তিনি এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সময় পেরিয়ে গেলেও যোগাযোগ করেননি অপূর্ব। তাই সংগঠনগুলোতে সুষ্ঠু বিচার চেয়ে চিঠি দিয়েছে আলফা আই।
এদিকে আলফা আইয়ের এই চিঠির পরিপ্রেক্ষিতে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে চিঠি দিয়েছেন অপূর্ব। শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম অপূর্বর চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেই চিঠিতে অভিনেতার দাবি, অপরাধ গণ্য হবে বা আইনি পদক্ষেপ নেওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। বিষয়টি ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমেও সমাধান করা যেত।
এ বিষয়ে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে অপূর্ব বলেন, ‘আইনি নোটিশ পাঠানোর মতো ঘটনা তো ঘটেনি। কিন্তু বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। তিনি আইনি প্রক্রিয়ায় যা করার করবেন। তা ছাড়া সাংগঠনিকভাবে দুই-এক দিনের মধ্যেই জানানো হবে পুরো বিষয়টি।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম জানান, আগামী দুই-এক দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে বসবে শিল্পী সংঘ ও টেলিপ্যাব। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। অপূর্বকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি ১১ মার্চ আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আলফা আইয়ের ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। অগ্রিম হিসেবে তিনি নিয়েছিলেন ২৫ লাখ টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় আরও ৮ লাখ টাকা নেন অভিনেতা। কথা ছিল প্রতি মাসে তিন দিন করে শিডিউল দেবেন। কিন্তু ৯টি নাটক শেষ করার পর টালবাহানা শুরু করেন অপূর্ব। এরপর গত ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। তবে নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি তিনি এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সময় পেরিয়ে গেলেও যোগাযোগ করেননি অপূর্ব। তাই সংগঠনগুলোতে সুষ্ঠু বিচার চেয়ে চিঠি দিয়েছে আলফা আই।
এদিকে আলফা আইয়ের এই চিঠির পরিপ্রেক্ষিতে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে চিঠি দিয়েছেন অপূর্ব। শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম অপূর্বর চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেই চিঠিতে অভিনেতার দাবি, অপরাধ গণ্য হবে বা আইনি পদক্ষেপ নেওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। বিষয়টি ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমেও সমাধান করা যেত।
এ বিষয়ে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে অপূর্ব বলেন, ‘আইনি নোটিশ পাঠানোর মতো ঘটনা তো ঘটেনি। কিন্তু বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। তিনি আইনি প্রক্রিয়ায় যা করার করবেন। তা ছাড়া সাংগঠনিকভাবে দুই-এক দিনের মধ্যেই জানানো হবে পুরো বিষয়টি।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম জানান, আগামী দুই-এক দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে বসবে শিল্পী সংঘ ও টেলিপ্যাব। আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে