বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হয়েছে মুহাম্মদ মিফতাহ আনান পরিচালিত নাটক ‘এক নজর না দেখলে তারে’। এই নাটকের একটি গান গেয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। শিরোনাম ‘পরাণ’। নাটকের পাশাপাশি প্রকাশিত হয়েছে গানটিও। প্রকাশের পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। আট দিনের মাথায় এর ভিউ হয়েছে ১০ লাখের বেশি। পরাণ গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাস।
কনা বলেন, ‘ইমরানের সঙ্গে আগেও আমার অনেক গান জনপ্রিয় হয়েছে। পরাণ গানটি আবার প্রমাণ করল, শ্রোতাদের কাছে আমাদের দ্বৈত গানের চাহিদা কমেনি, বরং বেড়েছে। ভক্তরা যে আমার ও ইমরানের গানের জন্য আগ্রহভরে অপেক্ষা করেন, পরাণ গানটি তেমনটাই সাক্ষী দিচ্ছে।’
কনা-ইমরানভক্তরা এখন পরাণ গানের সুরে ডুবে আছে। সেই রেশ কাটার আগেই এই জুটি প্রকাশ করলেন নতুন আরও এক গান। গানের শিরোনাম ‘তুমি আছো হৃদয়ে’। নেপথ্যের কারিগরেরাও থাকছেন একই। গান লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন সজীব দাস। এ গানটিও তৈরি হয়েছে একটি নাটকের জন্য। হাসিব হোসেন রাখি পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ নাটকের টাইটেল গান এটি। কনা ও ইমরান দুজনেই প্রত্যাশা করছেন পরাণের মতো এ গানটিও মানুষের মনে দোলা দেবে।
নতুন গান নিয়ে কনা বললেন, ‘মাত্র কয়েক দিনে পরাণ গানের জন্য যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সে জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গান করি আমি। তাদের জন্য আরও একটি নতুন গান তুমি আছো হৃদয়ে প্রকাশ পেল। আশা করছি এই গানটিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে। এটা সত্যি যে আমার গানের আলাদা ভক্ত আছে, ইমরানেরও আলাদা ভক্তশ্রেণি আছে। আবার আমাদের দুজনের দ্বৈত গানেরও ভক্ত তৈরি হয়েছে। চেষ্টা করব সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি।’
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মুজার সঙ্গে ‘ডানে বামে’ নামের একটি গান প্রকাশ হয়েছে কনার। সে গানটিও বেশ সাড়া ফেলেছে। এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী ফুয়াদের সঙ্গে মিউজিক ভিডিও করছেন কনা। সম্প্রতি দেশে এসেছেন ফুয়াদ আল মুক্তাদির। তাঁর সঙ্গে ‘ভিতর বাইরে’ নামের একটি গান করেছিলেন কনা। গানটি লিখেছেন আবদার রহমান, সুর ও সংগীত করেছেন ফুয়াদ। সেই গানটিরই ভিডিও করছেন এবার। আজ মিউজিক ভিডিওটির শুটিং হওয়ার কথা রয়েছে। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন কনা। তবে কবে তা নিশ্চিত করেননি। কনা বলেন, ‘গানটির ভিডিও করে রাখছি। ঈদের আগে গানটি প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কারণ, এর মাঝে আমার আরও কিছু গান তৈরি হচ্ছে ঈদকে টার্গেট করে। তাই ঈদের পরে সময় সুযোগ বুঝে ভিতর বাইরে গানটি মুক্তি দিতে চাই।’
গত সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হয়েছে মুহাম্মদ মিফতাহ আনান পরিচালিত নাটক ‘এক নজর না দেখলে তারে’। এই নাটকের একটি গান গেয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। শিরোনাম ‘পরাণ’। নাটকের পাশাপাশি প্রকাশিত হয়েছে গানটিও। প্রকাশের পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। আট দিনের মাথায় এর ভিউ হয়েছে ১০ লাখের বেশি। পরাণ গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাস।
কনা বলেন, ‘ইমরানের সঙ্গে আগেও আমার অনেক গান জনপ্রিয় হয়েছে। পরাণ গানটি আবার প্রমাণ করল, শ্রোতাদের কাছে আমাদের দ্বৈত গানের চাহিদা কমেনি, বরং বেড়েছে। ভক্তরা যে আমার ও ইমরানের গানের জন্য আগ্রহভরে অপেক্ষা করেন, পরাণ গানটি তেমনটাই সাক্ষী দিচ্ছে।’
কনা-ইমরানভক্তরা এখন পরাণ গানের সুরে ডুবে আছে। সেই রেশ কাটার আগেই এই জুটি প্রকাশ করলেন নতুন আরও এক গান। গানের শিরোনাম ‘তুমি আছো হৃদয়ে’। নেপথ্যের কারিগরেরাও থাকছেন একই। গান লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন সজীব দাস। এ গানটিও তৈরি হয়েছে একটি নাটকের জন্য। হাসিব হোসেন রাখি পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ নাটকের টাইটেল গান এটি। কনা ও ইমরান দুজনেই প্রত্যাশা করছেন পরাণের মতো এ গানটিও মানুষের মনে দোলা দেবে।
নতুন গান নিয়ে কনা বললেন, ‘মাত্র কয়েক দিনে পরাণ গানের জন্য যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সে জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গান করি আমি। তাদের জন্য আরও একটি নতুন গান তুমি আছো হৃদয়ে প্রকাশ পেল। আশা করছি এই গানটিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে। এটা সত্যি যে আমার গানের আলাদা ভক্ত আছে, ইমরানেরও আলাদা ভক্তশ্রেণি আছে। আবার আমাদের দুজনের দ্বৈত গানেরও ভক্ত তৈরি হয়েছে। চেষ্টা করব সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি।’
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মুজার সঙ্গে ‘ডানে বামে’ নামের একটি গান প্রকাশ হয়েছে কনার। সে গানটিও বেশ সাড়া ফেলেছে। এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী ফুয়াদের সঙ্গে মিউজিক ভিডিও করছেন কনা। সম্প্রতি দেশে এসেছেন ফুয়াদ আল মুক্তাদির। তাঁর সঙ্গে ‘ভিতর বাইরে’ নামের একটি গান করেছিলেন কনা। গানটি লিখেছেন আবদার রহমান, সুর ও সংগীত করেছেন ফুয়াদ। সেই গানটিরই ভিডিও করছেন এবার। আজ মিউজিক ভিডিওটির শুটিং হওয়ার কথা রয়েছে। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন কনা। তবে কবে তা নিশ্চিত করেননি। কনা বলেন, ‘গানটির ভিডিও করে রাখছি। ঈদের আগে গানটি প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কারণ, এর মাঝে আমার আরও কিছু গান তৈরি হচ্ছে ঈদকে টার্গেট করে। তাই ঈদের পরে সময় সুযোগ বুঝে ভিতর বাইরে গানটি মুক্তি দিতে চাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে