কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম বর্ষা (২)। সে কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের বিদ্যুতের মেয়ে। তবে এখনো (শুক্রবার বিকেল ৫টা) নিখোঁজ রয়েছে একই এলাকার মিঞ্জুর হোসেনের মেয়ে শিশু মারিয়া (২)। তাকে উদ্ধারে গতকাল শুক্রবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ও স্বজনেরা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বোতল নিয়ে খেলতে গিয়ে বাড়িসংলগ্ন ঝিনাই নদীতে পড়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো বোন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলেও রাতে উদ্ধার তৎপরতা চালানো যাবে না বলে বৃহস্পতিবার আসেনি ডুবুরি দল। পরে শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বর্ষা ও মারিয়ার দাদা চাঁন মিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুই চাচাতো বোন বোতল দিয়ে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তাঁদের না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করার পর নদীর ঘাটে বোতল দুটি ভাসতে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে স্থানীয় এক মাছ শিকারি একটি শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত শেষে বাড়িতে নিয়ে আসেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের মহিদুর রহমান জানান, রাতের বেলায় শুধু জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে আসার পরে সম্ভাব্য সব জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর আবার খোঁজ শুরু করা হয়।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম বর্ষা (২)। সে কালিহাতী পৌর এলাকার হরিপুর পশ্চিম পাড়া গ্রামের বিদ্যুতের মেয়ে। তবে এখনো (শুক্রবার বিকেল ৫টা) নিখোঁজ রয়েছে একই এলাকার মিঞ্জুর হোসেনের মেয়ে শিশু মারিয়া (২)। তাকে উদ্ধারে গতকাল শুক্রবার সকাল থেকে ঝিনাই নদীর বিভিন্ন এলাকায় তৎপরতা চালায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ও স্বজনেরা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বোতল নিয়ে খেলতে গিয়ে বাড়িসংলগ্ন ঝিনাই নদীতে পড়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। তারা সম্পর্কে চাচাতো বোন। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলেও রাতে উদ্ধার তৎপরতা চালানো যাবে না বলে বৃহস্পতিবার আসেনি ডুবুরি দল। পরে শুক্রবার সকাল থেকে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বর্ষা ও মারিয়ার দাদা চাঁন মিয়া জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দুই চাচাতো বোন বোতল দিয়ে বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ করে তাঁদের না দেখতে পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করার পর নদীর ঘাটে বোতল দুটি ভাসতে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকায় ঝিনাই নদীতে স্থানীয় এক মাছ শিকারি একটি শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে খবর পেয়ে শিশুর স্বজনেরা গিয়ে মরদেহটি শনাক্ত শেষে বাড়িতে নিয়ে আসেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দলের মহিদুর রহমান জানান, রাতের বেলায় শুধু জলাধারে উদ্ধার অভিযান নিষেধের কারণে বৃহস্পতিবার রাতে আমরা আসতে পারিনি। শুক্রবার সকালে আসার পরে সম্ভাব্য সব জায়গায় ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করে সকাল ১০টার পর অভিযান সমাপ্ত করা হয়। এরপর আবার খোঁজ শুরু করা হয়।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে