নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই মুহূর্তে ছক কষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নিয়ে কাটাছেঁড়াও চলছে সমানতালে।
এই সবকিছুতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গত ইংল্যান্ড সিরিজ থেকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহে।মাহমুদউল্লাহ-আফিফ হোসেনের মতো নিয়মিত মুখদের বাদ পড়ার ঘটনাও ঘটেছে তাঁর এই সংক্ষিপ্ত সময়ে।
তবে যাঁরা বাদ পড়েছেন, তাঁরাও আছেন বিশ্বকাপ ভাবনায়। সব মিলিয়ে ২৪ জন ক্রিকেটারকে বিশ্বকাপ ভাবনায় রেখেছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল এমনটাই জানিয়েছেন। আফিফের মতো বাদ পড়া ক্রিকেটারদের ফেরা নিয়ে এক প্রশ্নে নান্নু বলেছেন, ‘পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা তৈরি করে রেখেছি, এদের সবাইকে দেখাশোনার মধ্যে রাখা হচ্ছে। কেউই চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে করব তখনই তাকে দলে নেওয়া হবে।’ মাহমুদউল্লাহকে নিয়ে একই রকম প্রশ্নে অনেকটা একই উত্তর দিয়েছেন তিনি, ‘একজন না, ২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। এখানে নির্দিষ্ট কোনো নাম না; যারা আছে, সবাইকে বিশ্বকাপের জন্য দেখা হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে আর ফেরানো হয়নি। আফিফ দলে জায়গা হারান গত আয়ারল্যান্ড সিরিজে। ২৪ জনের পুলে আছেন দুটি ওয়ানডে খেলা মোহাম্মদ নাঈমও; যার সর্বশেষটি তিনি খেলেছেন ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে ফর্মে আছেন নাঈম। এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে নান্নু বলেছেন, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। ও আমাদের এইচপিতে ছিল। “এ’’ দলের সামনে সিরিজ আছে, ওখানেও দেখব। ডিপিএলে অনেকে ভালো পারফর্ম করছে। পুলে যে ২৪ জন খেলোয়াড় আছে, সেখানে অবশ্যই ও থাকবে।’
পেস বোলারদের নিয়েও ১০ জনের একটি পুল তৈরি করা হয়েছে বলে জানান নান্নু। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সফরের দলে নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, ‘১০ জনের মতো পেস বোলার নিয়ে আমরা একটা পুল করেছি, সেখানে মৃত্যুঞ্জয় আছে। সিরিজ বাই সিরিজ কিছু খেলোয়াড়কে টিম ম্যানেজমেন্টের দেখতে হয়। সেই হিসেবে মৃত্যুঞ্জয়কে আমরা এই সিরিজে (আয়ারল্যান্ড) অন্তর্ভুক্ত করেছি। ব্যাকআপ বোলার হিসেবে আমাদের যেটা দরকার, ও সেটার জন্য নিজেকে তৈরি করতে পারবে।’
আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। ভিন্ন কন্ডিশনে এই সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নান্নু, ‘অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে। কন্ডিশনও ভিন্ন। আমি মনে করি, আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ। খুব তাড়াতাড়িই তাদের মানিয়ে নেওয়ার সক্ষমতা আছে। যতই চ্যালেঞ্জ হোক, আমরা সেরা ক্রিকেটটা খেলব।’
এই সিরিজের পর বাংলাদেশ দলের ব্যস্ততা থাকবে আফগানিস্তান ও এশিয়া কাপ নিয়ে। ব্যস্ত সূচিতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছে ক্রিকেটারদের ফিটনেস ইস্যুও। এ নিয়ে নান্নু বলেছেন, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ, এখন আয়ারল্যান্ড সিরিজ আছে। প্রতিটা সিরিজ নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। এত বেশি খেলা, খেলোয়াড়দের ফিটনেসও একটা চিন্তার বিষয়। সেভাবেই আমরা এগোচ্ছি।’
অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই মুহূর্তে ছক কষছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল নিয়ে কাটাছেঁড়াও চলছে সমানতালে।
এই সবকিছুতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন গত ইংল্যান্ড সিরিজ থেকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহে।মাহমুদউল্লাহ-আফিফ হোসেনের মতো নিয়মিত মুখদের বাদ পড়ার ঘটনাও ঘটেছে তাঁর এই সংক্ষিপ্ত সময়ে।
তবে যাঁরা বাদ পড়েছেন, তাঁরাও আছেন বিশ্বকাপ ভাবনায়। সব মিলিয়ে ২৪ জন ক্রিকেটারকে বিশ্বকাপ ভাবনায় রেখেছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল এমনটাই জানিয়েছেন। আফিফের মতো বাদ পড়া ক্রিকেটারদের ফেরা নিয়ে এক প্রশ্নে নান্নু বলেছেন, ‘পুলে থাকা যে ২৪ ক্রিকেটারকে আমরা তৈরি করে রেখেছি, এদের সবাইকে দেখাশোনার মধ্যে রাখা হচ্ছে। কেউই চোখের আড়াল হচ্ছে না। যাকে যখন প্রয়োজন মনে করব তখনই তাকে দলে নেওয়া হবে।’ মাহমুদউল্লাহকে নিয়ে একই রকম প্রশ্নে অনেকটা একই উত্তর দিয়েছেন তিনি, ‘একজন না, ২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। এখানে নির্দিষ্ট কোনো নাম না; যারা আছে, সবাইকে বিশ্বকাপের জন্য দেখা হচ্ছে।’
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহকে আর ফেরানো হয়নি। আফিফ দলে জায়গা হারান গত আয়ারল্যান্ড সিরিজে। ২৪ জনের পুলে আছেন দুটি ওয়ানডে খেলা মোহাম্মদ নাঈমও; যার সর্বশেষটি তিনি খেলেছেন ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটিংয়ে ফর্মে আছেন নাঈম। এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে নান্নু বলেছেন, ‘নাইম শেখ অবশ্যই ভালো করছে। ও আমাদের এইচপিতে ছিল। “এ’’ দলের সামনে সিরিজ আছে, ওখানেও দেখব। ডিপিএলে অনেকে ভালো পারফর্ম করছে। পুলে যে ২৪ জন খেলোয়াড় আছে, সেখানে অবশ্যই ও থাকবে।’
পেস বোলারদের নিয়েও ১০ জনের একটি পুল তৈরি করা হয়েছে বলে জানান নান্নু। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সফরের দলে নতুন মুখ মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, ‘১০ জনের মতো পেস বোলার নিয়ে আমরা একটা পুল করেছি, সেখানে মৃত্যুঞ্জয় আছে। সিরিজ বাই সিরিজ কিছু খেলোয়াড়কে টিম ম্যানেজমেন্টের দেখতে হয়। সেই হিসেবে মৃত্যুঞ্জয়কে আমরা এই সিরিজে (আয়ারল্যান্ড) অন্তর্ভুক্ত করেছি। ব্যাকআপ বোলার হিসেবে আমাদের যেটা দরকার, ও সেটার জন্য নিজেকে তৈরি করতে পারবে।’
আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে আগামীকাল ইংল্যান্ডের উদ্দেশে বাংলাদেশ দলের রওনা দেওয়ার কথা। ভিন্ন কন্ডিশনে এই সফর চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন নান্নু, ‘অনেক চ্যালেঞ্জিং সিরিজ হবে। কন্ডিশনও ভিন্ন। আমি মনে করি, আমাদের খেলোয়াড়েরা যথেষ্ট অভিজ্ঞ। খুব তাড়াতাড়িই তাদের মানিয়ে নেওয়ার সক্ষমতা আছে। যতই চ্যালেঞ্জ হোক, আমরা সেরা ক্রিকেটটা খেলব।’
এই সিরিজের পর বাংলাদেশ দলের ব্যস্ততা থাকবে আফগানিস্তান ও এশিয়া কাপ নিয়ে। ব্যস্ত সূচিতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় আছে ক্রিকেটারদের ফিটনেস ইস্যুও। এ নিয়ে নান্নু বলেছেন, ‘বিশ্বকাপের আগে এশিয়া কাপ, আফগানিস্তান সিরিজ, এখন আয়ারল্যান্ড সিরিজ আছে। প্রতিটা সিরিজ নিয়েই আমরা চিন্তাভাবনা করছি। এত বেশি খেলা, খেলোয়াড়দের ফিটনেসও একটা চিন্তার বিষয়। সেভাবেই আমরা এগোচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে