নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘটা করে শুরু হলেও সাড়া কম থাকায় কড়াইল বস্তিতে করোনার টিকা কর্মসূচির সমাপ্তি টানা হয়েছে নির্ধারিত সময়সীমার আগেই। আগামী মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অন্য বস্তিগুলোয় শুরু হবে পরবর্তী কর্মসূচি।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বস্তিবাসীকে টিকার আওতায় আনতে বিশেষ ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গণটিকা কর্মসূচির আদলে গত মঙ্গলবার থেকে (১৬ নভেম্বর) কড়াইল বস্তিতে শুরু হয় সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম। দৈনিক ১৫ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় গতকাল শুক্রবার পর্যন্ত চার দিনে টিকা পেয়েছেন সাকল্যে ১৬ হাজার ২২১ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র এক-চতুর্থাংশ পূরণ হয়েছে।
এমন পরিস্থিতিতে কর্মসূচি দীর্ঘায়িত না করে গতকালই কড়াইল বস্তির টিকাদান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শেষ দিনে টিকা নিয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। এর আগের তিন দিনের তুলনায় গতকাল ছুটির দিনে টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল সবচেয়ে কম। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদে জটিলতা থাকায় গতকালও টিকা নিতে পারেননি অনেকে।
গতকাল টিকা কার্যক্রম পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তিতে দিনমজুর থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। নিবন্ধনের পাশাপাশি আগের দুই দফা গণটিকায় অনেকে টিকা নেওয়ায় বাকিদের টিকা নিশ্চিত করতে চাচ্ছিলাম আমরা। অন্য দিন ব্যস্ততা থাকায় ছুটির দিন তাঁদের টিকা দিতে চেয়েছিলাম। অন্তত এক লাখ মানুষকে টিকা দেওয়ার চিন্তা থাকলেও তা হয়নি।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কড়াইল বস্তিতে প্রায় ১ লাখ মানুষের বসবাস। তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশের টিকা নিশ্চিত করার পরিকল্পনা ছিল। সে পরিমাণ টিকাও হাতে আছে। কিন্তু সেটি হয়নি। তাৎক্ষণিক নিবন্ধন হলেও জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে কিছুটা জটিলতা রয়েছে। কাউন্সিলরের মাধ্যমে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’
এদিকে আগামী সপ্তাহে উত্তর সিটির অন্যান্য বস্তিতে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোন কোন বস্তিতে দেওয়া হবে প্রাথমিকভাবে, সেই তালিকা প্রস্তুতও করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। বস্তির বাসিন্দারের এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম টিকা দেওয়া হচ্ছে।
সরকারি হিসাবমতে, দেশে এখন পর্যন্ত বিভিন্ন দেশের উপহার, কেনা এবং টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে সাড়ে ১১ কোটি ডোজ টিকা এসেছে। এগুলো অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৩৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই-তৃতীয়াংশ। সংখ্যা যা ৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৭৭৬ জন। বর্তমানে দৈনিক ৮ লাখের বেশি টিকা দেওয়া হচ্ছে। বস্তির বাসিন্দারের পাশাপাশি টিকা পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও।
ঘটা করে শুরু হলেও সাড়া কম থাকায় কড়াইল বস্তিতে করোনার টিকা কর্মসূচির সমাপ্তি টানা হয়েছে নির্ধারিত সময়সীমার আগেই। আগামী মঙ্গলবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন অন্য বস্তিগুলোয় শুরু হবে পরবর্তী কর্মসূচি।
সংশ্লিষ্টরা জানান, রাজধানীর বস্তিবাসীকে টিকার আওতায় আনতে বিশেষ ভ্যাকসিনেশন কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গণটিকা কর্মসূচির আদলে গত মঙ্গলবার থেকে (১৬ নভেম্বর) কড়াইল বস্তিতে শুরু হয় সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম। দৈনিক ১৫ হাজার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় গতকাল শুক্রবার পর্যন্ত চার দিনে টিকা পেয়েছেন সাকল্যে ১৬ হাজার ২২১ জন। অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র এক-চতুর্থাংশ পূরণ হয়েছে।
এমন পরিস্থিতিতে কর্মসূচি দীর্ঘায়িত না করে গতকালই কড়াইল বস্তির টিকাদান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শেষ দিনে টিকা নিয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। এর আগের তিন দিনের তুলনায় গতকাল ছুটির দিনে টিকা নিতে আসা মানুষের সংখ্যা ছিল সবচেয়ে কম। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদে জটিলতা থাকায় গতকালও টিকা নিতে পারেননি অনেকে।
গতকাল টিকা কার্যক্রম পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বস্তিতে দিনমজুর থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ থাকেন। নিবন্ধনের পাশাপাশি আগের দুই দফা গণটিকায় অনেকে টিকা নেওয়ায় বাকিদের টিকা নিশ্চিত করতে চাচ্ছিলাম আমরা। অন্য দিন ব্যস্ততা থাকায় ছুটির দিন তাঁদের টিকা দিতে চেয়েছিলাম। অন্তত এক লাখ মানুষকে টিকা দেওয়ার চিন্তা থাকলেও তা হয়নি।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘কড়াইল বস্তিতে প্রায় ১ লাখ মানুষের বসবাস। তাঁদের মধ্যে অন্তত ৮০ শতাংশের টিকা নিশ্চিত করার পরিকল্পনা ছিল। সে পরিমাণ টিকাও হাতে আছে। কিন্তু সেটি হয়নি। তাৎক্ষণিক নিবন্ধন হলেও জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনে কিছুটা জটিলতা রয়েছে। কাউন্সিলরের মাধ্যমে সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।’
এদিকে আগামী সপ্তাহে উত্তর সিটির অন্যান্য বস্তিতে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কোন কোন বস্তিতে দেওয়া হবে প্রাথমিকভাবে, সেই তালিকা প্রস্তুতও করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসি। বস্তির বাসিন্দারের এখন পর্যন্ত ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও চীনের সিনোফার্ম টিকা দেওয়া হচ্ছে।
সরকারি হিসাবমতে, দেশে এখন পর্যন্ত বিভিন্ন দেশের উপহার, কেনা এবং টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে সাড়ে ১১ কোটি ডোজ টিকা এসেছে। এগুলো অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া হয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪১৫ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ৬৩৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই-তৃতীয়াংশ। সংখ্যা যা ৩ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৭৭৬ জন। বর্তমানে দৈনিক ৮ লাখের বেশি টিকা দেওয়া হচ্ছে। বস্তির বাসিন্দারের পাশাপাশি টিকা পাচ্ছে স্কুলের শিক্ষার্থীরাও।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে