মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সরকারি পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। নির্ধারিত সময় শেষ হয়েছে আড়াই বছর। এ পর্যন্ত দৃশ্যমান শুধু সীমানাপ্রাচীর। এখন চলছে ভূমি উন্নয়নকাজ। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ৪০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পটি সংশোধনের পর দাঁড়িয়েছে ৯২ কোটি টাকায়। কাজ শেষ করতে সময় চাওয়া হয়েছে আরও সাড়ে তিন বছর।
এদিকে প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। এতেই ব্যয় ও সময় বাড়ছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। এ জেলার পর্যটনের বিকাশে অর্ধশতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প এটি। শহরের অদূরে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুসংলগ্ন এলাকায় ৪৪ একর জমির ওপর পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয় ৪০ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্প প্রস্তাবে বলা হয়, সেখানে হোটেল কমপ্লেক্স, বিনোদন, ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন, খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকের পদচারণে মুখর হবে চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় বাসিন্দা অনিকুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত কোনো পর্যটনকেন্দ্র নেই। ৬ বছর আগে শেখ হাসিনা সেতু এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণের খবরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এলাকার মানুষ। তবে আজ পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এটা হতাশার। আমরা চাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক।’
ওই এলাকার আরেক যুবক সাব্বির আহমেদ বলেন, ‘প্রকল্পটিতে এখন শুধু সীমানাপ্রাচীর ও বালু ভরাট করা হয়েছে। আর কোনো কাজ হয়নি। এখন শীত মৌসুম চলছে; পর্যটক আসার সময়। কিন্তু ভালো মানের থাকার ব্যবস্থা না থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন। আমপ্রধান অঞ্চল হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেশ ও দেশের বাইরের লোকজন আসেন। আধুনিক সুযোগ-সুবিধা পেলে সেখান থেকে এলাকার অর্থনীতি চাঙা হবে; পাশাপাশি হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হবে।’
সদর উপজেলার ব্যবসায়ী আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটনকেন্দ্রটি দ্রুত চালু হলে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের। এখানে দেশি-বিদেশি পর্যটক এলে সার্বিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘আরও বেশি জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পটির পরিকল্পনায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তন হয়েছে অবকাঠামোর নকশায়। এতে ব্যয় ও সময়—দুটোই বাড়ছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক জনসভায় পর্যটনকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে পর্যটনের বিকাশে অনেক সুযোগ রয়েছে, আমরা সেটি কাজে লাগাতে চাই।’
চাঁপাইনবাবগঞ্জের একমাত্র সরকারি পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জুলাই মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুনে। নির্ধারিত সময় শেষ হয়েছে আড়াই বছর। এ পর্যন্ত দৃশ্যমান শুধু সীমানাপ্রাচীর। এখন চলছে ভূমি উন্নয়নকাজ। নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ না হওয়ায় ব্যয় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। অর্থাৎ ৪০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পটি সংশোধনের পর দাঁড়িয়েছে ৯২ কোটি টাকায়। কাজ শেষ করতে সময় চাওয়া হয়েছে আরও সাড়ে তিন বছর।
এদিকে প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে হতাশ স্থানীয় বাসিন্দারা। তাঁরা দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পে সংশোধনী আনা হয়েছে। এতেই ব্যয় ও সময় বাড়ছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জে পর্যটনকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। এ জেলার পর্যটনের বিকাশে অর্ধশতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প এটি। শহরের অদূরে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুসংলগ্ন এলাকায় ৪৪ একর জমির ওপর পর্যটনকেন্দ্র নির্মাণ প্রকল্পটির ব্যয় প্রথমে ধরা হয় ৪০ কোটি ৩৮ লাখ টাকা। প্রকল্প প্রস্তাবে বলা হয়, সেখানে হোটেল কমপ্লেক্স, বিনোদন, ভ্রমণ, বাণিজ্যিক পর্যটন, খেলাধুলাসহ নানা সুবিধা নিশ্চিত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। নির্মাণকাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকের পদচারণে মুখর হবে চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় বাসিন্দা অনিকুল ইসলাম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত কোনো পর্যটনকেন্দ্র নেই। ৬ বছর আগে শেখ হাসিনা সেতু এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণের খবরে সরকারকে সাধুবাদ জানিয়েছিলেন এলাকার মানুষ। তবে আজ পর্যন্ত প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এটা হতাশার। আমরা চাই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হোক।’
ওই এলাকার আরেক যুবক সাব্বির আহমেদ বলেন, ‘প্রকল্পটিতে এখন শুধু সীমানাপ্রাচীর ও বালু ভরাট করা হয়েছে। আর কোনো কাজ হয়নি। এখন শীত মৌসুম চলছে; পর্যটক আসার সময়। কিন্তু ভালো মানের থাকার ব্যবস্থা না থাকায় অনেকে এসে ফিরে যাচ্ছেন। আমপ্রধান অঞ্চল হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে দেশ ও দেশের বাইরের লোকজন আসেন। আধুনিক সুযোগ-সুবিধা পেলে সেখান থেকে এলাকার অর্থনীতি চাঙা হবে; পাশাপাশি হাজারো বেকার যুবকের কর্মসংস্থান হবে।’
সদর উপজেলার ব্যবসায়ী আওলাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটনকেন্দ্রটি দ্রুত চালু হলে স্থানীয় অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে। একদিকে যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যের। এখানে দেশি-বিদেশি পর্যটক এলে সার্বিকভাবে লাভবান হবে এই অঞ্চলের মানুষ।’
চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, ‘আরও বেশি জনবান্ধব ও মানসম্মত করতে প্রকল্পটির পরিকল্পনায় সংশোধনী আনা হয়েছে। পরিবর্তন হয়েছে অবকাঠামোর নকশায়। এতে ব্যয় ও সময়—দুটোই বাড়ছে। একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে প্রকল্পটি। অনুমোদন পেলে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় সাড়ে তিন বছর সময় লাগবে।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে এক জনসভায় পর্যটনকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে পর্যটনের বিকাশে অনেক সুযোগ রয়েছে, আমরা সেটি কাজে লাগাতে চাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে