কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক নারীর ধর্ষণের ঘটনায় করা মামলা চার মাস পেরিয়ে গেলেও আসামি সোহাগ মিয়াকে (২৮) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং মামলার বাদীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। ফলে বাদী ও তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের এক যুবকের সঙ্গে কয়েক বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চট্টগ্রামে চলে যান। কয়েক মাস আগে ওই নারী এলাকায় চলে আসেন। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। এ অবস্থায় মোবাইল ফোন মেরামত করানোর জন্য প্রতিবেশী সোহাগ মিয়ার দোকানে গেলে কৌশলে ওই নারীর মোবাইল নম্বরের পাশাপাশি ফোনের মেমোরি কার্ড রেখে দেন। একপর্যায়ে ওই মেমোরি কার্ড ফেরত দেওয়ার কথা বলে রাতে সোহাগ মিয়া ওই নারীর সঙ্গে দেখা করার জন্য তাঁদের বাড়িতে যান। নারীর নাকে রাসায়নিক দ্রব্য ধরে অচেতন করে তাঁকে ধর্ষণ করে সোহাগ মিয়া। এ ছাড়া তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। ঘটনার পর অভিযুক্ত সোহাগ ওই নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় গত ২৮ মে ওই নারী সোহাগ মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা করেন। আর ওই মামলা তদন্তের দায়িত্ব পান কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান। চার মাস আগে মামলা হলেও এখনো আসামি সোহাগ মিয়াকে তিনি গ্রেপ্তার করতে পারেননি।
এ দিকে আসামি সোহাগসহ তাঁর সহযোগীরা মোবাইল ফোনে বাদীকে গালাগাল ও হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
মামলার বাদী ওই নারী বলেন, ‘মামলা করার পর সোহাগ ও অন্যরা মোবাইল ফোনে কল করে গালিগালাজ করেন। হুমকি দিচ্ছেন। এখন বিপদে আছি। দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ওই নারীর স্বজনেরা বলছেন, মামলার তদন্ত কর্মকর্তার কর্মকাণ্ডও রহস্যজনক মনে হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁরা। আসামিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন ওই নারীর বাবা।
এ বিষয়ে গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, ‘আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক নারীর ধর্ষণের ঘটনায় করা মামলা চার মাস পেরিয়ে গেলেও আসামি সোহাগ মিয়াকে (২৮) গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং মামলার বাদীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামির বিরুদ্ধে। ফলে বাদী ও তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের এক যুবকের সঙ্গে কয়েক বছর আগে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা চট্টগ্রামে চলে যান। কয়েক মাস আগে ওই নারী এলাকায় চলে আসেন। এর পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। এ অবস্থায় মোবাইল ফোন মেরামত করানোর জন্য প্রতিবেশী সোহাগ মিয়ার দোকানে গেলে কৌশলে ওই নারীর মোবাইল নম্বরের পাশাপাশি ফোনের মেমোরি কার্ড রেখে দেন। একপর্যায়ে ওই মেমোরি কার্ড ফেরত দেওয়ার কথা বলে রাতে সোহাগ মিয়া ওই নারীর সঙ্গে দেখা করার জন্য তাঁদের বাড়িতে যান। নারীর নাকে রাসায়নিক দ্রব্য ধরে অচেতন করে তাঁকে ধর্ষণ করে সোহাগ মিয়া। এ ছাড়া তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়। ঘটনার পর অভিযুক্ত সোহাগ ওই নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। এ ঘটনায় গত ২৮ মে ওই নারী সোহাগ মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় মামলা করেন। আর ওই মামলা তদন্তের দায়িত্ব পান কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান। চার মাস আগে মামলা হলেও এখনো আসামি সোহাগ মিয়াকে তিনি গ্রেপ্তার করতে পারেননি।
এ দিকে আসামি সোহাগসহ তাঁর সহযোগীরা মোবাইল ফোনে বাদীকে গালাগাল ও হুমকি দিচ্ছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন।
মামলার বাদী ওই নারী বলেন, ‘মামলা করার পর সোহাগ ও অন্যরা মোবাইল ফোনে কল করে গালিগালাজ করেন। হুমকি দিচ্ছেন। এখন বিপদে আছি। দ্রুত আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ওই নারীর স্বজনেরা বলছেন, মামলার তদন্ত কর্মকর্তার কর্মকাণ্ডও রহস্যজনক মনে হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন তাঁরা। আসামিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন ওই নারীর বাবা।
এ বিষয়ে গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বলেন, ‘আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে