নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে আন্দোলনের পক্ষে গণসংযোগ চালিয়েছেন। তবে খুলনা বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গতকালও বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং সমাবেশ করেছেন তাঁরা।
এর মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার রাতে কোটাবিরোধী আন্দোলনের মোর্চা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও অমর একুশে হলের শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ খবর পেয়ে রাত ১টার দিকে অন্য হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অমর একুশে হলের সামনে জড়ো হয়ে তাঁকে নিজ কক্ষে ফিরিয়ে দিয়ে আসেন।
এর আগে কোটাবিরোধী আন্দোলনে গেলে হল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সাকিবুল সুজন ও ঢাবি শাখার সাবেক উপদপ্তর সম্পাদক হাসান সাইদের বিরুদ্ধে। তাঁরা সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের কমিটির শীর্ষ পদপ্রত্যাশী ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, বাধা দেওয়া হচ্ছে না। তবে আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৪ জুলাই বেলা ১১টার সময়ে শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য হল থেকে স্লোগান নিয়ে বের হওয়ার সময় মাস্টারদা সূর্য সেন হলের গেটে তালা ঝুলিয়ে দেন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা গিয়ে তালা ভেঙে তাঁদের বের করে নিয়ে আসেন। একই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোটাবিরোধী আন্দোলন চলাকালে নেতা-কর্মীরা যেন উপস্থিত থাকতে না পারেন, সে জন্য মধুর ক্যানটিনে কর্মসূচি দিয়ে রাখে ছাত্রলীগ। স্যার এ এফ রহমান হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, হলে থাকতে হলে ছাত্রলীগের কর্মসূচিতে থাকতে হয়। একই সময়ে কোটাবিরোধী আন্দোলনে থাকতে না পারার জন্য ছাত্রলীগও কর্মসূচি দিয়ে রাখে। কর্মসূচিতে থাকতে না পারলে পরবর্তী সময়ে গেস্টরুমে ডেকে জবাবদিহি করতে হয়। কোটাবিরোধী আন্দোলনে গেলে হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে তাঁদের আন্দোলন চলছে। যাদের শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার কথা, ঐতিহাসিক ছাত্রসংগঠন থেকে নামসর্বস্ব ছাত্রসংগঠন ছাত্রদের দাবি নিয়ে কথা বলছে না। ফলে নতুন নেতৃত্ব যেন তৈরি না হয়, সে জন্য চেষ্টা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে।
খুলনা ও টাঙ্গাইলে বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে খুবির মূল ফটকের সামনে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন। জিরো পয়েন্টে খুলনা-সাতক্ষীরা, যশোর-খুলনা, ঢাকা-খুলনা, মোংলা-খুলনা ও বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘কোটার নামে দেশের মেধাবীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর এ অন্যায় ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা কোটাপদ্ধতি পুরোপুরি বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে গতকাল সকালে কোটাবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনকারীরা।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইল প্রতিনিধি]
সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে আন্দোলনের পক্ষে গণসংযোগ চালিয়েছেন। তবে খুলনা বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) গতকালও বিক্ষোভ, মহাসড়ক অবরোধ এবং সমাবেশ করেছেন তাঁরা।
এর মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলে আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ছাত্রলীগ।
গত বৃহস্পতিবার রাতে কোটাবিরোধী আন্দোলনের মোর্চা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও অমর একুশে হলের শিক্ষার্থী সারজিস আলমকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ খবর পেয়ে রাত ১টার দিকে অন্য হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে অমর একুশে হলের সামনে জড়ো হয়ে তাঁকে নিজ কক্ষে ফিরিয়ে দিয়ে আসেন।
এর আগে কোটাবিরোধী আন্দোলনে গেলে হল থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক শাকিরুল ইসলাম সাকিব, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সাকিবুল সুজন ও ঢাবি শাখার সাবেক উপদপ্তর সম্পাদক হাসান সাইদের বিরুদ্ধে। তাঁরা সবাই আসন্ন হল শাখা ছাত্রলীগের কমিটির শীর্ষ পদপ্রত্যাশী ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, বাধা দেওয়া হচ্ছে না। তবে আন্দোলনকে ব্যবহার করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৪ জুলাই বেলা ১১টার সময়ে শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য হল থেকে স্লোগান নিয়ে বের হওয়ার সময় মাস্টারদা সূর্য সেন হলের গেটে তালা ঝুলিয়ে দেন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা গিয়ে তালা ভেঙে তাঁদের বের করে নিয়ে আসেন। একই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, স্যার এ এফ রহমান হলে শিক্ষার্থীদের আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কোটাবিরোধী আন্দোলন চলাকালে নেতা-কর্মীরা যেন উপস্থিত থাকতে না পারেন, সে জন্য মধুর ক্যানটিনে কর্মসূচি দিয়ে রাখে ছাত্রলীগ। স্যার এ এফ রহমান হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, হলে থাকতে হলে ছাত্রলীগের কর্মসূচিতে থাকতে হয়। একই সময়ে কোটাবিরোধী আন্দোলনে থাকতে না পারার জন্য ছাত্রলীগও কর্মসূচি দিয়ে রাখে। কর্মসূচিতে থাকতে না পারলে পরবর্তী সময়ে গেস্টরুমে ডেকে জবাবদিহি করতে হয়। কোটাবিরোধী আন্দোলনে গেলে হল থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, নিয়মতান্ত্রিকভাবে তাঁদের আন্দোলন চলছে। যাদের শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার কথা, ঐতিহাসিক ছাত্রসংগঠন থেকে নামসর্বস্ব ছাত্রসংগঠন ছাত্রদের দাবি নিয়ে কথা বলছে না। ফলে নতুন নেতৃত্ব যেন তৈরি না হয়, সে জন্য চেষ্টা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে।
খুলনা ও টাঙ্গাইলে বিক্ষোভ
খুলনা বিশ্ববিদ্যালয়ে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে খুবির মূল ফটকের সামনে সমবেত হন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে খুলনা মহানগরীর জিরো পয়েন্টে অবস্থান নেন। জিরো পয়েন্টে খুলনা-সাতক্ষীরা, যশোর-খুলনা, ঢাকা-খুলনা, মোংলা-খুলনা ও বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও পথসভা করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘কোটার নামে দেশের মেধাবীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর এ অন্যায় ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা কোটাপদ্ধতি পুরোপুরি বাতিল চাই। বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’
টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে গতকাল সকালে কোটাবিরোধী বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করেন। আজ শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনকারীরা।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইল প্রতিনিধি]
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে