যশোর প্রতিনিধি
যশোরে চলতি বছরের প্রথম আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে ৭৬ জন। একই সময়ে রোগটিতে মারা গেছে ১১ জন। গতকাল বুধবার সকালে রেড ক্রিসেন্ট যশোরের মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানায় বেসরকারি সংস্থা ব্র্যাক।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে এবং ব্র্যাক যশোরের সহযোগিতায় এ সভা হয়।
সভায় জানানো হয়, আক্রান্তদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৩২ জন। বর্তমানে জেলায় যক্ষ্মা রোগী রয়েছে দুই হাজার ৬৯১ জন।
সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মা রোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এরপরও সচেতনতার অভাবসহ নানা কারণে এখনো অনেক মানুষ চিকিৎসাকেন্দ্রে যান না। তাই সামাজিক আন্দোলন দরকার।
জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ। এ ছাড়া বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম।
যশোরে চলতি বছরের প্রথম আট মাসে তিন হাজার ২৩ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শিশু রয়েছে ৭৬ জন। একই সময়ে রোগটিতে মারা গেছে ১১ জন। গতকাল বুধবার সকালে রেড ক্রিসেন্ট যশোরের মিলনায়তনে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এসব তথ্য জানায় বেসরকারি সংস্থা ব্র্যাক।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে এবং ব্র্যাক যশোরের সহযোগিতায় এ সভা হয়।
সভায় জানানো হয়, আক্রান্তদের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৩৩২ জন। বর্তমানে জেলায় যক্ষ্মা রোগী রয়েছে দুই হাজার ৬৯১ জন।
সভায় বক্তারা বলেন, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। মানুষ এখন একটু কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যক্ষ্মা রোগী শনাক্তের জন্য জেলায় পরীক্ষা-নিরীক্ষার হারও বাড়ানো হয়েছে। বর্তমানে অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিনের সাহায্যে যক্ষ্মা রোগী শনাক্তের শতভাগ নির্ভুল পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এরপরও সচেতনতার অভাবসহ নানা কারণে এখনো অনেক মানুষ চিকিৎসাকেন্দ্রে যান না। তাই সামাজিক আন্দোলন দরকার।
জেলা নাটাবের সভাপতি অ্যাডভোকেট জাফর সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ। এ ছাড়া বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম বাতেন, জেলা নাটাবের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, ব্র্যাক যশোরের এরিয়া সুপারভাইজার শেখ শরিফুল ইসলাম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে