জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়িতে মাতৃত্বকালীন ভাতা-সংক্রান্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সোনালী ব্যাংক। এতে উপজেলায় প্রায় ১৪০ জন সুবিধাভোগীর ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, উপজেলার মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে গর্ভবতী ভাতা বা দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এর আওতায় সুবিধাভোগীদের তিন বছরে জন্য তিন মাস পর পর ২ হাজার ৪০০ টাকা হারে দেওয়া হয়। উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউনিয়নের সুবিধাভোগীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ) মাধ্যমে টাকা পরিশোধের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর।
তবে দুর্গম এলাকা হওয়ায় ২০২০-২১ অর্থবছরে জুরাছড়ি, বনযোগীছড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রায় ১৪০ জন সুবিধাভোগীকে সোনালী ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পরিশোধ করা হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা অ্যাকাউন্টে পরিশোধ করে মহিলাবিষয়ক অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। কিন্তু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সেই টাকা তুলতে পারছেন না সুবিধাভোগীরা। দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়ার রুমানা চাকমা, ছায়া রানী চাকমা বলেন, ভাতার খোঁজ নিতে এসে জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের চাম্পাইপাড়ার বনরানী চাকমা, বগাখালীর লাজ্যাহুলী তঞ্চঙ্গ্যা, পাখী মিলা তঞ্চঙ্গ্যা বলেন, তাঁরা ভাতার চিঠি পেয়েছেন। ভাতা পাওয়ার আশায় তিন দিন ধরে উপজেলায় এসেছেন। কিন্তু ভাতা তুলতে গেলে ব্যাংক থেকে জানায়, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এটি কীভাবে সমাধান করা যায়, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’
মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা বলেন, ‘সুবিধাভোগীরা তাঁদের ভাতা অবশ্যই পাবেন। এ বিষয়ে জেলা উপপরিচালককে অবগত করা হয়েছে।’
মাতৃত্বকালীন ভাতাভোগীদের হিসাব বন্ধ হয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জুরাছড়ি শাখার ব্যবস্থাপক নিক্সসন চাকমা। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ বন্ধ করে দিলে আমার করার কিছু নেই। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা জমা-সংক্রান্ত চিঠি পেয়েছি। এসব ভাতা কীভাবে পরিশোধ করা হবে, এ বিষয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বিষয়টা দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
রাঙামাটির জুরাছড়িতে মাতৃত্বকালীন ভাতা-সংক্রান্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সোনালী ব্যাংক। এতে উপজেলায় প্রায় ১৪০ জন সুবিধাভোগীর ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, উপজেলার মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে গর্ভবতী ভাতা বা দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এর আওতায় সুবিধাভোগীদের তিন বছরে জন্য তিন মাস পর পর ২ হাজার ৪০০ টাকা হারে দেওয়া হয়। উপজেলার জুরাছড়ি, বনযোগীছড়া ও মৈদং ইউনিয়নের সুবিধাভোগীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ) মাধ্যমে টাকা পরিশোধের উদ্যোগ নেয় সংশ্লিষ্ট অধিদপ্তর।
তবে দুর্গম এলাকা হওয়ায় ২০২০-২১ অর্থবছরে জুরাছড়ি, বনযোগীছড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রায় ১৪০ জন সুবিধাভোগীকে সোনালী ব্যাংকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পরিশোধ করা হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা অ্যাকাউন্টে পরিশোধ করে মহিলাবিষয়ক অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা। কিন্তু সোনালী ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সেই টাকা তুলতে পারছেন না সুবিধাভোগীরা। দুমদুম্যা ইউনিয়নের বস্তিপাড়ার রুমানা চাকমা, ছায়া রানী চাকমা বলেন, ভাতার খোঁজ নিতে এসে জানতে পারেন, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের চাম্পাইপাড়ার বনরানী চাকমা, বগাখালীর লাজ্যাহুলী তঞ্চঙ্গ্যা, পাখী মিলা তঞ্চঙ্গ্যা বলেন, তাঁরা ভাতার চিঠি পেয়েছেন। ভাতা পাওয়ার আশায় তিন দিন ধরে উপজেলায় এসেছেন। কিন্তু ভাতা তুলতে গেলে ব্যাংক থেকে জানায়, তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এটি কীভাবে সমাধান করা যায়, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’
মহিলাবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা বলেন, ‘সুবিধাভোগীরা তাঁদের ভাতা অবশ্যই পাবেন। এ বিষয়ে জেলা উপপরিচালককে অবগত করা হয়েছে।’
মাতৃত্বকালীন ভাতাভোগীদের হিসাব বন্ধ হয়ে যাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের জুরাছড়ি শাখার ব্যবস্থাপক নিক্সসন চাকমা। তিনি বলেন, ‘কর্তৃপক্ষ বন্ধ করে দিলে আমার করার কিছু নেই। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের ভাতা জমা-সংক্রান্ত চিঠি পেয়েছি। এসব ভাতা কীভাবে পরিশোধ করা হবে, এ বিষয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, ‘বিষয়টা দ্রুত সমাধানের জন্য ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে