মৌলভীবাজার প্রতিনিধি
সানাইয়ের সুরে বিয়ের রঙিন সাজে সাজেন দুই কন্যা, যাবেন নতুন ঠিকানায়। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটিতে পাশে থাকার কথা ছিল মা-বাবা, পরিবার-পরিজনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মা-বাবা ছিলেন না সে অনুষ্ঠানে। তবে পাশে ছিল আত্মার সম্পর্কের এক বিশাল পরিবার।
গত বৃহস্পতিবার মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে দুই এতিম কন্যার ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।
দুই কন্যা শাকিলা ইসলাম ও নয়নতারা। তাঁদের মধ্যে শাকিলা ইসলামের বিয়ে হয় আল আমিনের সঙ্গে এবং নয়নতারার বিয়ে হয় মো. সাব্বিরের সঙ্গে।
দুই কন্যা ও তাঁদের বরদের জন্য সাজানো হয় রাজকীয় স্টেজ। নানা ফুল আর আলো দিয়ে সাজানো হয় বিয়ের মঞ্চ। আমন্ত্রিতদের জন্য আয়োজন রাখা হয় পোলাও, মাছ, রোস্টসহ পাঁচ পদের খাবার। তবে আমন্ত্রিতরা খালি হাতে আসেননি। তাঁরা সঙ্গে করে নিয়ে আসেন উপহার।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘তারা আমার মেয়ের মতো। তাদের বিয়েতে যাতে কোনো ধরনের কমতি না হয়, এ জন্য সব আয়োজন করা হয়। দুই মেয়ের বিয়ের অনুষ্ঠানে তিন শতাধিক অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়।’
জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কন্যার প্রশিক্ষক মো. শামীমুর রহমান বলেন, দুই তরুণী সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবার থেকে দুই বছর হলো এখানে এসেছে। নয়নতারা টেইলারিং ও শাকিলা ড্রাইভিং শিখেছে। পাশাপাশি বর আল আমিন টিউবওয়েল মিস্ত্রি এবং সাব্বির সিএনজিচালিত অটোরিকশাচালক।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘একজন পিতা তাঁর কন্যাদের যেভাবে বিয়ে দেন, তেমনি এ কন্যাদের পিতা হিসেবে একজন কন্যাদায়গ্রস্ত পিতা হিসেবে আমি তাদের বিয়ে দিচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই নবদম্পতিকে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে।’
সানাইয়ের সুরে বিয়ের রঙিন সাজে সাজেন দুই কন্যা, যাবেন নতুন ঠিকানায়। জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটিতে পাশে থাকার কথা ছিল মা-বাবা, পরিবার-পরিজনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মা-বাবা ছিলেন না সে অনুষ্ঠানে। তবে পাশে ছিল আত্মার সম্পর্কের এক বিশাল পরিবার।
গত বৃহস্পতিবার মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিম ও প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে দুই এতিম কন্যার ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন।
দুই কন্যা শাকিলা ইসলাম ও নয়নতারা। তাঁদের মধ্যে শাকিলা ইসলামের বিয়ে হয় আল আমিনের সঙ্গে এবং নয়নতারার বিয়ে হয় মো. সাব্বিরের সঙ্গে।
দুই কন্যা ও তাঁদের বরদের জন্য সাজানো হয় রাজকীয় স্টেজ। নানা ফুল আর আলো দিয়ে সাজানো হয় বিয়ের মঞ্চ। আমন্ত্রিতদের জন্য আয়োজন রাখা হয় পোলাও, মাছ, রোস্টসহ পাঁচ পদের খাবার। তবে আমন্ত্রিতরা খালি হাতে আসেননি। তাঁরা সঙ্গে করে নিয়ে আসেন উপহার।
জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী মহাব্যবস্থাপক এ কে এম মিজানুর রহমান বলেন, ‘তারা আমার মেয়ের মতো। তাদের বিয়েতে যাতে কোনো ধরনের কমতি না হয়, এ জন্য সব আয়োজন করা হয়। দুই মেয়ের বিয়ের অনুষ্ঠানে তিন শতাধিক অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়।’
জেলা সমাজসেবা কার্যালয়ের দুই কন্যার প্রশিক্ষক মো. শামীমুর রহমান বলেন, দুই তরুণী সিলেট সমাজসেবা পরিচালিত শিশু পরিবার থেকে দুই বছর হলো এখানে এসেছে। নয়নতারা টেইলারিং ও শাকিলা ড্রাইভিং শিখেছে। পাশাপাশি বর আল আমিন টিউবওয়েল মিস্ত্রি এবং সাব্বির সিএনজিচালিত অটোরিকশাচালক।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘একজন পিতা তাঁর কন্যাদের যেভাবে বিয়ে দেন, তেমনি এ কন্যাদের পিতা হিসেবে একজন কন্যাদায়গ্রস্ত পিতা হিসেবে আমি তাদের বিয়ে দিচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই নবদম্পতিকে ১ লাখ করে টাকা দেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে