মিসু সাহা নিক্কন, রামগতি (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী খাদ্যের তালিকায় গিগজের মুড়ির অবস্থান প্রথম দিকে। হাতে ভাজা গিগজ ধানের চালের মুড়ির স্বাদ প্রাচীনকাল থেকেই সারা দেশে সুবিদিত। তবে কয়েক বছর ধরে এ ধানের বিলুপ্তির পাশাপাশি মেশিনে তৈরি মুড়ির চাপে দেশের বিভিন্ন জেলায় এ মুড়ি হারিয়ে যেতে বসেছে।
স্থানীয়ভাবে জানা যায়, হাতে তৈরি গিগজের মুড়ি টিকিয়ে রাখতে উৎপাদনকারীদের পড়তে হচ্ছে নানা প্রতিকূলতায়। বিশেষ করে এ মুড়ির ক্রেতাদের অনেকেরই এ পেশা সম্পর্কে তেমন ধারণা নেই।
সাধারণ ধানের তুলনায় গিগজের ধানের দাম বেশি হওয়ায় হাতে ভাজা গিগজের মুড়ির দামও অনেক বেশি। তবু এ মুড়ির রয়েছে ব্যাপক চাহিদা।
রামগতি উপজেলার চর ডাক্তার এবং রঘুনাথপুর হাতে ভাজা গিগজের মুড়ির জন্য বিখ্যাত। এ গ্রামের বহু পরিবার হাতে ভাজা গিগজের মুড়ি ভেজে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অত্যন্ত কষ্টকর পেশা হলেও বংশগতভাবে যুগ যুগ ধরে তাঁরা এ ব্যবসার সঙ্গে জড়িত।
রামগতি বাজারের পরিতোষ চন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী জানান, আগে হাতে ভাজা মুড়ির প্রধান উপাদান গিগজ ধানের প্রচুর চাষ হতো। বর্তমানে গিগজ ধানের উৎপাদন কমে গেছে। গিগজ ধানের পাশাপাশি একই মানের ভূষিহারা, ধলামোডা জাতের দেশীয় ধান থেকেও এ মুড়ি তৈরি হয়।
লক্ষ্মীপুরের আড়তদার স্বদেশ দাস জানান, আড়ত ছাড়াও বিভিন্ন দোকানি উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরিও মুড়ি কিনে থাকেন। মাঝেমধ্যে কিছু রপ্তানিকারক মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রে লক্ষ্মীপুরের মুড়ি রপ্তানি করেন।
মুড়ি উৎপাদনকারী প্রদুল চন্দ্র দাস জানান, হাতে ভাজা মুড়িতে লবণ-পানি ছাড়া কোনো উপাদান দেওয়া হয় না, লাকড়ি ছাড়া গ্যাসের আগুনেও এ মুড়ি ভাজা যায় না। বাজারে পাওয়া কোনো চালেও এ মুড়ি তৈরি করা যায় না। এ অঞ্চলের মুড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরের আড়তে এবং স্থানীয় বাজারে বিক্রি হয়।
উৎপাদনকারীরা জানান, এ শিল্প টিকিয়ে রাখতে পুঁজির অভাবই প্রধান সমস্যা। এ ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহায়তা প্রয়োজন।
লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী খাদ্যের তালিকায় গিগজের মুড়ির অবস্থান প্রথম দিকে। হাতে ভাজা গিগজ ধানের চালের মুড়ির স্বাদ প্রাচীনকাল থেকেই সারা দেশে সুবিদিত। তবে কয়েক বছর ধরে এ ধানের বিলুপ্তির পাশাপাশি মেশিনে তৈরি মুড়ির চাপে দেশের বিভিন্ন জেলায় এ মুড়ি হারিয়ে যেতে বসেছে।
স্থানীয়ভাবে জানা যায়, হাতে তৈরি গিগজের মুড়ি টিকিয়ে রাখতে উৎপাদনকারীদের পড়তে হচ্ছে নানা প্রতিকূলতায়। বিশেষ করে এ মুড়ির ক্রেতাদের অনেকেরই এ পেশা সম্পর্কে তেমন ধারণা নেই।
সাধারণ ধানের তুলনায় গিগজের ধানের দাম বেশি হওয়ায় হাতে ভাজা গিগজের মুড়ির দামও অনেক বেশি। তবু এ মুড়ির রয়েছে ব্যাপক চাহিদা।
রামগতি উপজেলার চর ডাক্তার এবং রঘুনাথপুর হাতে ভাজা গিগজের মুড়ির জন্য বিখ্যাত। এ গ্রামের বহু পরিবার হাতে ভাজা গিগজের মুড়ি ভেজে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অত্যন্ত কষ্টকর পেশা হলেও বংশগতভাবে যুগ যুগ ধরে তাঁরা এ ব্যবসার সঙ্গে জড়িত।
রামগতি বাজারের পরিতোষ চন্দ্র সাহা নামের এক ব্যবসায়ী জানান, আগে হাতে ভাজা মুড়ির প্রধান উপাদান গিগজ ধানের প্রচুর চাষ হতো। বর্তমানে গিগজ ধানের উৎপাদন কমে গেছে। গিগজ ধানের পাশাপাশি একই মানের ভূষিহারা, ধলামোডা জাতের দেশীয় ধান থেকেও এ মুড়ি তৈরি হয়।
লক্ষ্মীপুরের আড়তদার স্বদেশ দাস জানান, আড়ত ছাড়াও বিভিন্ন দোকানি উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরিও মুড়ি কিনে থাকেন। মাঝেমধ্যে কিছু রপ্তানিকারক মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রে লক্ষ্মীপুরের মুড়ি রপ্তানি করেন।
মুড়ি উৎপাদনকারী প্রদুল চন্দ্র দাস জানান, হাতে ভাজা মুড়িতে লবণ-পানি ছাড়া কোনো উপাদান দেওয়া হয় না, লাকড়ি ছাড়া গ্যাসের আগুনেও এ মুড়ি ভাজা যায় না। বাজারে পাওয়া কোনো চালেও এ মুড়ি তৈরি করা যায় না। এ অঞ্চলের মুড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরের আড়তে এবং স্থানীয় বাজারে বিক্রি হয়।
উৎপাদনকারীরা জানান, এ শিল্প টিকিয়ে রাখতে পুঁজির অভাবই প্রধান সমস্যা। এ ক্ষেত্রে স্বল্প সুদে ঋণ সুবিধার পাশাপাশি সরকারি সহায়তা প্রয়োজন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে