ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত করেও শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকাকে নিয়ে রিয়াল-পিএসজির টানাটানি চলছিল ২০১৭ সাল থেকে। সম্প্রতি মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দলবদলসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন এমবাপ্পে। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ থাকল এখানে।
প্রশ্ন: ৫ বছর আগে বলেছিলেন, আপনি একটি সোপ অপেরার অংশ। সেই সোপ অপেরা এখন কেমন যাচ্ছে, যেখানে আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন।
কিলিয়ান এমবাপ্পে: এটা বিশেষ কিছু। শুধু মাত্র নতুন চুক্তি নিয়ে এমন কারও সঙ্গে কথা বলার বিষয়টি আমি কখনোই কল্পনা করিনি। তাঁর সঙ্গে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলাটা অবিশ্বাস্য বিষয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার ছিল। নিজের দেশে থাকাটা আমার পছন্দ ছিল। কারণ, আমি ফ্রেঞ্চ আর পিএসজির নতুন প্রজেক্টের ও যুগের অংশ হতে পেরে আনন্দিত।
প্রশ্ন: আপনার চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। বিশ্বকাপের পর পিএসজি ছাড়ার কোনো ধারা কি চুক্তিতে যুক্ত আছে?
এমবাপ্পে: এমন ধারা স্পেনে থাকতে পারে, ফ্রান্সে নেই। সত্যি কথা বলতে, এই মুহূর্তে আমি শুধু আমার নতুন চুক্তি এবং পরের মৌসুম নিয়ে ভাবছি। এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। কারণ, যদি আপনি বড় খেলোয়াড় হতে চান, তবে আপনার সবাইকে সম্মান করতে হবে। এখন আমি আমার ক্লাবকে সম্মান করি এবং আমি এখন পিএসজির খেলোয়াড়।
হ্যাঁ, আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম। কারণ, লাল আমার মায়ের পছন্দের রং এবং সে লিভারপুলকে ভালোবাসে। কেন? তাঁকে জিজ্ঞেস করিনি। তবে শেষ পর্যন্ত এটা রিয়াল ও পিএসজিতেই সীমাবদ্ধ ছিল। সবাই জানে, গত বছর রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, গত বছর ক্লাব ছাড়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। তবে এবার বিষয়টা ভিন্ন। কারণ, আমি এখন ফ্রি এজেন্ট। আমি ফরাসি এবং আমি জানি নিজের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হন, তবে আপনাকে শুধু ফুটবল নিয়ে ভাবলেই চলবে না, জীবন নিয়েও ভাবতে হবে। ক্যারিয়ার শেষ করে আমাকে ফ্রান্সেই থাকতে হবে। এখানে পরিবার- বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকতে হবে।
প্রশ্ন: এখনো কি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন?
এমবাপ্পে: আমার মনে হয়, কয়েক দিন আগে চুক্তি স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা বলাটা অসম্মানজনক হবে।
প্রশ্ন: ভবিষ্যতে কখনো দেখেন কি না?
এমবাপ্পে: আমার স্বপ্ন ঠিক আছে। কিন্তু এখন আমি আমার নতুন চুক্তি এবং বর্তমানে মনোযোগ দিতে চাই। আপনি জানেন না, কখন কী হতে পারে।
প্রশ্ন: ফ্লোরেন্তিনো নাকি আপনাকে রিয়ালের জার্সি পাঠিয়েছেন। সেটার এখন কী হবে?
এমবাপ্পে: সে আমাকে তেমন কিছু দেয়নি।
প্রশ্ন: অনেকে বলছেন, আপনি টাকার জন্য প্যারিসে থেকে গেছেন।
এমবাপ্পে: এটা শুনে আমি একটু কষ্ট পেয়েছি। ফুটবল শুরু করার পর থেকে সবাইকে আমার খেলার আকাঙ্ক্ষা দেখিয়েছি। সব সময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি। টাকা নিয়ে কখনো কথা বলিনি। আমি ফ্লোরেন্তিনা পেরেজ কিংবা নাসের আল খেলাইফির সঙ্গে টাকা নিয়ে কোনো কথা বলিনি।
প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ জেতার ঘোর এখনো আছে, নাকি এখন শুধুই লক্ষ্য?
এমবাপ্পে: এটা সব সময় আমার জন্য একটা ঘোরের বিষয়। এটা শুধু কোনো লক্ষ্য না, যেটা আমরা জিততে পারিনি, এটা একটা ঘোর।
ইউরোপীয় দলবদল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই সবচেয়ে বড় নাটকটি মঞ্চস্থ হয়ে গেছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত করেও শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকাকে নিয়ে রিয়াল-পিএসজির টানাটানি চলছিল ২০১৭ সাল থেকে। সম্প্রতি মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দলবদলসহ অন্যান্য বিষয় তুলে ধরেছেন এমবাপ্পে। সেই সাক্ষাৎকারের চুম্বকাংশ থাকল এখানে।
প্রশ্ন: ৫ বছর আগে বলেছিলেন, আপনি একটি সোপ অপেরার অংশ। সেই সোপ অপেরা এখন কেমন যাচ্ছে, যেখানে আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন।
কিলিয়ান এমবাপ্পে: এটা বিশেষ কিছু। শুধু মাত্র নতুন চুক্তি নিয়ে এমন কারও সঙ্গে কথা বলার বিষয়টি আমি কখনোই কল্পনা করিনি। তাঁর সঙ্গে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলাটা অবিশ্বাস্য বিষয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমার ছিল। নিজের দেশে থাকাটা আমার পছন্দ ছিল। কারণ, আমি ফ্রেঞ্চ আর পিএসজির নতুন প্রজেক্টের ও যুগের অংশ হতে পেরে আনন্দিত।
প্রশ্ন: আপনার চুক্তি নিয়ে অনেক কথা হচ্ছে। বিশ্বকাপের পর পিএসজি ছাড়ার কোনো ধারা কি চুক্তিতে যুক্ত আছে?
এমবাপ্পে: এমন ধারা স্পেনে থাকতে পারে, ফ্রান্সে নেই। সত্যি কথা বলতে, এই মুহূর্তে আমি শুধু আমার নতুন চুক্তি এবং পরের মৌসুম নিয়ে ভাবছি। এর বাইরে অন্য কিছু নিয়ে ভাবতে চাই না। কারণ, যদি আপনি বড় খেলোয়াড় হতে চান, তবে আপনার সবাইকে সম্মান করতে হবে। এখন আমি আমার ক্লাবকে সম্মান করি এবং আমি এখন পিএসজির খেলোয়াড়।
হ্যাঁ, আমি লিভারপুলের সঙ্গে কথা বলেছিলাম। কারণ, লাল আমার মায়ের পছন্দের রং এবং সে লিভারপুলকে ভালোবাসে। কেন? তাঁকে জিজ্ঞেস করিনি। তবে শেষ পর্যন্ত এটা রিয়াল ও পিএসজিতেই সীমাবদ্ধ ছিল। সবাই জানে, গত বছর রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল, গত বছর ক্লাব ছাড়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। তবে এবার বিষয়টা ভিন্ন। কারণ, আমি এখন ফ্রি এজেন্ট। আমি ফরাসি এবং আমি জানি নিজের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আপনি যদি দেশের জন্য গুরুত্বপূর্ণ হন, তবে আপনাকে শুধু ফুটবল নিয়ে ভাবলেই চলবে না, জীবন নিয়েও ভাবতে হবে। ক্যারিয়ার শেষ করে আমাকে ফ্রান্সেই থাকতে হবে। এখানে পরিবার- বন্ধুবান্ধবদের সঙ্গেই থাকতে হবে।
প্রশ্ন: এখনো কি রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন?
এমবাপ্পে: আমার মনে হয়, কয়েক দিন আগে চুক্তি স্বাক্ষর করে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্নের কথা বলাটা অসম্মানজনক হবে।
প্রশ্ন: ভবিষ্যতে কখনো দেখেন কি না?
এমবাপ্পে: আমার স্বপ্ন ঠিক আছে। কিন্তু এখন আমি আমার নতুন চুক্তি এবং বর্তমানে মনোযোগ দিতে চাই। আপনি জানেন না, কখন কী হতে পারে।
প্রশ্ন: ফ্লোরেন্তিনো নাকি আপনাকে রিয়ালের জার্সি পাঠিয়েছেন। সেটার এখন কী হবে?
এমবাপ্পে: সে আমাকে তেমন কিছু দেয়নি।
প্রশ্ন: অনেকে বলছেন, আপনি টাকার জন্য প্যারিসে থেকে গেছেন।
এমবাপ্পে: এটা শুনে আমি একটু কষ্ট পেয়েছি। ফুটবল শুরু করার পর থেকে সবাইকে আমার খেলার আকাঙ্ক্ষা দেখিয়েছি। সব সময় ফুটবল, শিরোপা, গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কথা বলেছি। টাকা নিয়ে কখনো কথা বলিনি। আমি ফ্লোরেন্তিনা পেরেজ কিংবা নাসের আল খেলাইফির সঙ্গে টাকা নিয়ে কোনো কথা বলিনি।
প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগ জেতার ঘোর এখনো আছে, নাকি এখন শুধুই লক্ষ্য?
এমবাপ্পে: এটা সব সময় আমার জন্য একটা ঘোরের বিষয়। এটা শুধু কোনো লক্ষ্য না, যেটা আমরা জিততে পারিনি, এটা একটা ঘোর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে