নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে সয়াবিন তেলের দাম পড়তির দিকে। কিন্তু দেশে উল্টো দাম বাড়িয়ে দিল দুই কোম্পানি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে মেঘনা গ্রুপের ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড। এদিকে সরবরাহে সংকটের অজুহাতে রাজধানীর বাজারে আবারও চড়ছে পেঁয়াজের বাজার। গত কয়েক দিনের ব্যবধানে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত।
মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে তাদের কোম্পানির পরিবেশিত ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম এক লিটারের বোতল ১৭৩ টাকা, দুই লিটারের বোতল ৩৪৬ টাকা, ৩ লিটারের বোতল ৫২০ টাকা ও ৫ লিটারের বোতল ৮৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। একই হারে দাম বাড়িয়েছে বসুন্ধরা গ্রুপও। নতুন নির্ধারিত দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলেও ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
জানতে চাইলে মেঘনা গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডলারের উচ্চমূল্যের কারণে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। তবে দাম বেঁধে না দিয়ে বাজারকে নিজস্ব গতিতে ছেড়ে দিলে সবার জন্য সুবিধা হতো বলে মন্তব্য করেছেন তিনি।
কোম্পানিগুলো কখনো আন্তর্জাতিক বাজার, কখনো ডলার-সংকটের অজুহাতে দাম বাড়িয়ে চললেও আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দরপতন চলছে কয়েক মাস ধরে। ইনডেক্স মুন্ডি ডটকম জানিয়েছে, গত জুলাই মাসে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ১৩৫ ডলার। আগস্টে তা কমে হয় ১ হাজার ১২৬ ডলার। সেপ্টেম্বরে মূল্য আরও কমে ১ হাজার ১১১ ডলারে লেনদেন হয় প্রতি টন সয়াবিন তেল।
পেঁয়াজের দামও বাড়ছে
ভোজ্যতেলের পাশাপাশি মসলাপণ্য পেঁয়াজের দামও বাড়ছে আবার। গতকাল রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ৯৫-১০০ এবং দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২৫-১৩০ এবং আমদানি করা পেঁয়াজ ১১০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকি প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০-১৩৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১০৫-১২০ টাকা। আর বিদেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৮০-১২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৯০-১২০ টাকা।
আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরে সয়াবিন তেলের দাম পড়তির দিকে। কিন্তু দেশে উল্টো দাম বাড়িয়ে দিল দুই কোম্পানি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে লিটারপ্রতি ৪ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে মেঘনা গ্রুপের ইউনাইটেড এডিবল অয়েলস লিমিটেড ও বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড। এদিকে সরবরাহে সংকটের অজুহাতে রাজধানীর বাজারে আবারও চড়ছে পেঁয়াজের বাজার। গত কয়েক দিনের ব্যবধানে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ টাকা পর্যন্ত।
মেঘনা গ্রুপের বিজ্ঞপ্তিতে তাদের কোম্পানির পরিবেশিত ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম এক লিটারের বোতল ১৭৩ টাকা, দুই লিটারের বোতল ৩৪৬ টাকা, ৩ লিটারের বোতল ৫২০ টাকা ও ৫ লিটারের বোতল ৮৪৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। একই হারে দাম বাড়িয়েছে বসুন্ধরা গ্রুপও। নতুন নির্ধারিত দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে বলেও ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
জানতে চাইলে মেঘনা গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডলারের উচ্চমূল্যের কারণে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। তবে দাম বেঁধে না দিয়ে বাজারকে নিজস্ব গতিতে ছেড়ে দিলে সবার জন্য সুবিধা হতো বলে মন্তব্য করেছেন তিনি।
কোম্পানিগুলো কখনো আন্তর্জাতিক বাজার, কখনো ডলার-সংকটের অজুহাতে দাম বাড়িয়ে চললেও আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দরপতন চলছে কয়েক মাস ধরে। ইনডেক্স মুন্ডি ডটকম জানিয়েছে, গত জুলাই মাসে প্রতি টন সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ১৩৫ ডলার। আগস্টে তা কমে হয় ১ হাজার ১২৬ ডলার। সেপ্টেম্বরে মূল্য আরও কমে ১ হাজার ১১১ ডলারে লেনদেন হয় প্রতি টন সয়াবিন তেল।
পেঁয়াজের দামও বাড়ছে
ভোজ্যতেলের পাশাপাশি মসলাপণ্য পেঁয়াজের দামও বাড়ছে আবার। গতকাল রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ ৯৫-১০০ এবং দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে খুচরা বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২৫-১৩০ এবং আমদানি করা পেঁয়াজ ১১০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকি প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০-১৩৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১০৫-১২০ টাকা। আর বিদেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ৮০-১২০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৯০-১২০ টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে