ইয়াসা বিন মোস্তফা
ময়ূর কী সুন্দর, তাই না? তাদের পেখম তোলা নাচ দেখেছ? আর মাথার মুকুট? কাগজ দিয়ে একবার ময়ূর বানানোর চেষ্টা করবে নাকি? হ্যাঁ, বানানোর পর তা ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবে।
যা যা লাগবে
সবুজ, লাল, হলুদ, নীল রঙের কাগজ, নীল ও সবুজ গ্লিটার কাগজ, গ্লু গান, পেনসিল, কাঁচি, জিআই তার। জেনে রাখা ভালো, এ উপকরণগুলো পাবে স্টেশনারির দোকানে।
চলো বানাই
সবুজ রঙের কাগজটি ভাঁজ করে তা দুই পাশ থেকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নাও। তারপর জিআই তার লম্বা করে টেনে তার ওপর দুই ভাঁজ করে কেটে নেওয়া কাগজ গ্লু গান দিয়ে লাগিয়ে দাও। এ রকম আরও অনেক তৈরি করে হবে ময়ূরের লেজ। তারপর লেজের মাথায় অন্য দুই রঙের কাগজ কেটে বসাও। একদম ছবির মতো করে। এভাবে একই নিয়মে কিছু ছোট ও কিছু বড় পালক বানাও। তারপর হলুদ ও সবুজ কাগজ দিয়ে একইভাবে ভাঁজ করে একটার সঙ্গে আরেকটা আঠা লাগিয়ে কয়েকটি ঝালর তৈরি করতে হবে। তারপর কাগজের ফুল বানাতে হবে।
জিআই তার গোল করে একটি হলুদ রঙের কাপড় দিয়ে প্যাঁচাতে হবে। তার ওপর সুন্দর করে ঝালর ও ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একটি গ্লিটার কাগজ পেনসিল দিয়ে ময়ূরের আকৃতি করে কেটে নিতে হবে। একইভাবে তাতে ঠোঁট ও মুকুট বানিয়ে কাগজ কেটে বসাতে হবে। কাগজ দিয়ে পেঁচিয়ে শক্ত লাঠিতে মুড়িয়ে বানিয়ে নাও ময়ূরের পা। সবশেষে ময়ূরের পালকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলেই হলো।
ময়ূর কী সুন্দর, তাই না? তাদের পেখম তোলা নাচ দেখেছ? আর মাথার মুকুট? কাগজ দিয়ে একবার ময়ূর বানানোর চেষ্টা করবে নাকি? হ্যাঁ, বানানোর পর তা ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবে।
যা যা লাগবে
সবুজ, লাল, হলুদ, নীল রঙের কাগজ, নীল ও সবুজ গ্লিটার কাগজ, গ্লু গান, পেনসিল, কাঁচি, জিআই তার। জেনে রাখা ভালো, এ উপকরণগুলো পাবে স্টেশনারির দোকানে।
চলো বানাই
সবুজ রঙের কাগজটি ভাঁজ করে তা দুই পাশ থেকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নাও। তারপর জিআই তার লম্বা করে টেনে তার ওপর দুই ভাঁজ করে কেটে নেওয়া কাগজ গ্লু গান দিয়ে লাগিয়ে দাও। এ রকম আরও অনেক তৈরি করে হবে ময়ূরের লেজ। তারপর লেজের মাথায় অন্য দুই রঙের কাগজ কেটে বসাও। একদম ছবির মতো করে। এভাবে একই নিয়মে কিছু ছোট ও কিছু বড় পালক বানাও। তারপর হলুদ ও সবুজ কাগজ দিয়ে একইভাবে ভাঁজ করে একটার সঙ্গে আরেকটা আঠা লাগিয়ে কয়েকটি ঝালর তৈরি করতে হবে। তারপর কাগজের ফুল বানাতে হবে।
জিআই তার গোল করে একটি হলুদ রঙের কাপড় দিয়ে প্যাঁচাতে হবে। তার ওপর সুন্দর করে ঝালর ও ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একটি গ্লিটার কাগজ পেনসিল দিয়ে ময়ূরের আকৃতি করে কেটে নিতে হবে। একইভাবে তাতে ঠোঁট ও মুকুট বানিয়ে কাগজ কেটে বসাতে হবে। কাগজ দিয়ে পেঁচিয়ে শক্ত লাঠিতে মুড়িয়ে বানিয়ে নাও ময়ূরের পা। সবশেষে ময়ূরের পালকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলেই হলো।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে