কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ভরে গেছে উপজেলার দুটি বিলের ১০০ বিঘা জমি। ভালো ফলন হওয়ায় এসব জমির কৃষকদের মুখে হাসি ফুটেছে।
গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ১০০ জাতের এ ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বাগান উত্তরপাড়া বিলে কৃষক মফিজ শেখের জমির ধান কাটার মাধ্যমে এ উপজেলার বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কাটা শুরু হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কর্তন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়সহ কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগান উত্তরপাড়া গ্রামের কৃষক মফিজ শেখ বলেন, গত বছর তিনি এই জমিতে হাইব্রিড হিরা জাতের ধান রোপণ করেছিলাম। এ বছর তিনি বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপণ করেছেন। গত বছরের চেয়ে এ বছর তাঁর ধানের ফলন ভালো হয়েছে।
বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো; এটি একটি জিংকসমৃদ্ধ ধান। এতে জিংকের পরিমাণ ২৫ দশমিক ৭ মিলিগ্রাম, যা মানবদেহে জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, দেশের কৃষকেরা যাতে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপণে উদ্বুদ্ধ হয় সে জন্য বাপার্ড কাজ করে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এ উপজেলায় বিনা মূল্যে ৩০০ কেজি ধান দেওয়া হয়েছিল। সেই ধান তাঁরা ৩ কেজি করে ১০০ জন কৃষককে দিয়েছেন। এই কৃষকেরা ১০০ বিঘা জমিতে এই ধান রোপণ করেছিলেন। এ জাতের ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষকেরা এ জাতের ধান চাষ করে খুবই আনন্দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের ধান ‘বঙ্গবন্ধু ১০০’ আবিষ্কার করেছে। এখন সেই জাতের ধান জাতির জনকের পুন্যভূমি কোটালীপাড়ায় শোভা পাচ্ছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে ভরে গেছে উপজেলার দুটি বিলের ১০০ বিঘা জমি। ভালো ফলন হওয়ায় এসব জমির কৃষকদের মুখে হাসি ফুটেছে।
গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ১০০ জাতের এ ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বাগান উত্তরপাড়া বিলে কৃষক মফিজ শেখের জমির ধান কাটার মাধ্যমে এ উপজেলার বঙ্গবন্ধু ১০০ জাতের ধান কাটা শুরু হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধান কর্তন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়সহ কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাগান উত্তরপাড়া গ্রামের কৃষক মফিজ শেখ বলেন, গত বছর তিনি এই জমিতে হাইব্রিড হিরা জাতের ধান রোপণ করেছিলাম। এ বছর তিনি বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপণ করেছেন। গত বছরের চেয়ে এ বছর তাঁর ধানের ফলন ভালো হয়েছে।
বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু ১০০ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো; এটি একটি জিংকসমৃদ্ধ ধান। এতে জিংকের পরিমাণ ২৫ দশমিক ৭ মিলিগ্রাম, যা মানবদেহে জিংকের ঘাটতি পূরণে ব্যাপক ভূমিকা রাখবে।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম বলেন, দেশের কৃষকেরা যাতে বঙ্গবন্ধু ১০০ জাতের ধান রোপণে উদ্বুদ্ধ হয় সে জন্য বাপার্ড কাজ করে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এ উপজেলায় বিনা মূল্যে ৩০০ কেজি ধান দেওয়া হয়েছিল। সেই ধান তাঁরা ৩ কেজি করে ১০০ জন কৃষককে দিয়েছেন। এই কৃষকেরা ১০০ বিঘা জমিতে এই ধান রোপণ করেছিলেন। এ জাতের ধানের ফলন খুব ভালো হয়েছে। কৃষকেরা এ জাতের ধান চাষ করে খুবই আনন্দিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের ধান ‘বঙ্গবন্ধু ১০০’ আবিষ্কার করেছে। এখন সেই জাতের ধান জাতির জনকের পুন্যভূমি কোটালীপাড়ায় শোভা পাচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে