নয়ন রহমান
সুগন্ধির ব্যবহার সভ্যতার আদি থেকেই আভিজাত্যের পরিচয় বহন করে এসেছে। পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ–সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেমন এর কদর রয়েছে, তেমনি দামেও আছে আকাশপাতাল ব্যবধান। এ ব্যবধান তৈরি হয় মূলত সুগন্ধির জন্য ব্যবহৃত অ্যাসেনশিয়াল ওয়েলের কারণে।
কস্তুরি
মূলত হরিণের নাভি থেকে সংগ্রহ করা হতো এই কস্তুরি, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। ১৯ শতক পর্যন্ত হরিণের নাভি থেকে সংগ্রহ করা বা প্রাকৃতিক কস্তুরি ব্যাপক হারে ব্যবহৃত করত রাজা-বাদশাহরা। অবৈধ হরিণ শিকার নিরুৎসাহিত করতে এখন সিনথেটিক উপায়ে এ সুগন্ধি তৈরি করা হয়। যেকোনো উৎসব আয়োজনে এর ব্যবহার খুবই মনোরম ও আদর্শ। যেহেতু এখন বিভিন্ন প্রতিষ্ঠান এটি কারখানায় তৈরি করে, তাই এর দামের পার্থক্য আছে। তবে সাধারণত এর ১০ বা ১৫ মিলিলিটারের একেকটি বোতলের দাম ৪ ডলার বা প্রায় ৩৩৫ টাকা থেকে ১৬ দশমিক ৯৯ ডলার বা ১ হাজার ৪৬৫ টাকা। তবে বিভিন্ন প্রতিষ্ঠান এটি তৈরি করে বলে দামের তারতম্য থাকতে পারে।
জেসমিন
নারীদের জন্য তৈরি সুগন্ধি পারফিউমের ৮০ শতাংশ তৈরি হয় জেসমিন বা জুঁই ফুলের নির্যাস থেকে। জেসমিন ফুলের থেকে তৈরি খাঁটি এ সুগন্ধি খুবই দামি। প্রায় ২ হাজার পাউন্ড জেসমিন ফুল থেকে মাত্র এক পাউন্ড সুগন্ধি পারফিউম তৈরি করা যায় বলে এটি অত্যন্ত ব্যয়বহুল। ১ আউন্সের ৮ ভাগের ১ ভাগ বা ৩ দশমিক ৫৪ গ্রাম জেসমিন অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ৮৯ ডলার বা ৭ হাজার ৬৭৪ টাকা।
অউদ
এটি সুলতানি সুগন্ধি নামে পরিচিত। ব্যয়বহুল আগরগাছ থেকে তৈরি হয় আউদ নামের এই বহুমূল্য সুগন্ধি। ফলে দামি সুগন্ধির তালিকায় এর অবস্থান ওপরের দিকে। মাত্র ২ শতাংশ আগরগাছ থেকে এই অউদ সুগন্ধি পারফিউম উৎপাদন করা যায় বলে এটি খুবই দামি এবং বিরল প্রকৃতির। এর শূন্য দশিমক ১ গ্রাম বা ১০০ মিলিগ্রাম অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ১১৫ ডলার বা ৯ হাজার ৯১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই অ্যাসেনশিয়াল ওয়েল যেসব সুগন্ধিতে ব্যবহার হয়, সেসব সুগন্ধির ৪৬০ মিলিটারের দাম ৫ হাজার ডলার বা ৪ লাখ ৩১ হাজার টাকার বেশি।
সূত্র: মিডিয়াম,
সুগন্ধির ব্যবহার সভ্যতার আদি থেকেই আভিজাত্যের পরিচয় বহন করে এসেছে। পুরুষ কিংবা নারী, যুবক কিংবা বৃদ্ধ–সব শ্রেণি-পেশার মানুষের কাছে যেমন এর কদর রয়েছে, তেমনি দামেও আছে আকাশপাতাল ব্যবধান। এ ব্যবধান তৈরি হয় মূলত সুগন্ধির জন্য ব্যবহৃত অ্যাসেনশিয়াল ওয়েলের কারণে।
কস্তুরি
মূলত হরিণের নাভি থেকে সংগ্রহ করা হতো এই কস্তুরি, যা মহামূল্যবান সুগন্ধি হিসেবে পরিচিত। ১৯ শতক পর্যন্ত হরিণের নাভি থেকে সংগ্রহ করা বা প্রাকৃতিক কস্তুরি ব্যাপক হারে ব্যবহৃত করত রাজা-বাদশাহরা। অবৈধ হরিণ শিকার নিরুৎসাহিত করতে এখন সিনথেটিক উপায়ে এ সুগন্ধি তৈরি করা হয়। যেকোনো উৎসব আয়োজনে এর ব্যবহার খুবই মনোরম ও আদর্শ। যেহেতু এখন বিভিন্ন প্রতিষ্ঠান এটি কারখানায় তৈরি করে, তাই এর দামের পার্থক্য আছে। তবে সাধারণত এর ১০ বা ১৫ মিলিলিটারের একেকটি বোতলের দাম ৪ ডলার বা প্রায় ৩৩৫ টাকা থেকে ১৬ দশমিক ৯৯ ডলার বা ১ হাজার ৪৬৫ টাকা। তবে বিভিন্ন প্রতিষ্ঠান এটি তৈরি করে বলে দামের তারতম্য থাকতে পারে।
জেসমিন
নারীদের জন্য তৈরি সুগন্ধি পারফিউমের ৮০ শতাংশ তৈরি হয় জেসমিন বা জুঁই ফুলের নির্যাস থেকে। জেসমিন ফুলের থেকে তৈরি খাঁটি এ সুগন্ধি খুবই দামি। প্রায় ২ হাজার পাউন্ড জেসমিন ফুল থেকে মাত্র এক পাউন্ড সুগন্ধি পারফিউম তৈরি করা যায় বলে এটি অত্যন্ত ব্যয়বহুল। ১ আউন্সের ৮ ভাগের ১ ভাগ বা ৩ দশমিক ৫৪ গ্রাম জেসমিন অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ৮৯ ডলার বা ৭ হাজার ৬৭৪ টাকা।
অউদ
এটি সুলতানি সুগন্ধি নামে পরিচিত। ব্যয়বহুল আগরগাছ থেকে তৈরি হয় আউদ নামের এই বহুমূল্য সুগন্ধি। ফলে দামি সুগন্ধির তালিকায় এর অবস্থান ওপরের দিকে। মাত্র ২ শতাংশ আগরগাছ থেকে এই অউদ সুগন্ধি পারফিউম উৎপাদন করা যায় বলে এটি খুবই দামি এবং বিরল প্রকৃতির। এর শূন্য দশিমক ১ গ্রাম বা ১০০ মিলিগ্রাম অ্যাসেনশিয়াল ওয়েলের দাম ১১৫ ডলার বা ৯ হাজার ৯১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই অ্যাসেনশিয়াল ওয়েল যেসব সুগন্ধিতে ব্যবহার হয়, সেসব সুগন্ধির ৪৬০ মিলিটারের দাম ৫ হাজার ডলার বা ৪ লাখ ৩১ হাজার টাকার বেশি।
সূত্র: মিডিয়াম,
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে