বিনোদন ডেস্ক
গত বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে সোহম চক্রবর্তীর প্রযোজনায় নতুন সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। পরিচালনা করছেন পথিকৃৎ বসু। এতে নামভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী।
সাম্প্রতিক সময়ে সিনেমায় অভিনয়টা কমিয়ে দিয়েছেন মিঠুন। সর্বশেষ ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন। এর আগের বছর অভিনয় করেছেন ‘প্রজাপ্রতি’তে। তবে সোহম জানালেন, গল্প শুনেই সিনেমার জন্য রাজি হয়েছেন মিঠুন। সোহম বলেন, ‘মিঠুনদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। গত বছর মিঠুনদা যখন কলকাতায় শুটিং করছিলেন, এক দিন সেটে গিয়ে তাঁকে গল্পটা শোনাই। দাদা বলেছিলেন, ‘‘বিট্টু, আমার এত বছরের ক্যারিয়ারে এত ভালো গল্প শুনিনি।” সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন সময়ে দাদার সঙ্গে কথা বলে সিনেমার প্রস্তুতি একটু একটু করে এগিয়েছি।’
শাস্ত্রী সিনেমায় মিঠুনের সঙ্গে দেখা যাবে দেবশ্রী রায়কে। এ সিনেমা দিয়ে ১৬ বছর পর পর্দায় দেখা যাবে মিঠুন-দেবশ্রী জুটি। এ ছাড়া আরও আছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক ও অম্বরীশ ভট্টাচার্য। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন।
২০২২ সালে প্রযোজনায় নাম লেখান সোহম। এর আগে ‘কলকাতার হ্যারি’, ‘পাকা দেখা’ ও ‘এলএসডি’র মতো সিনেমা করলেও শাস্ত্রী তাঁর প্রযোজনা ক্যারিয়ারে সবচেয়ে বড় আয়োজনের নির্মাণ। এতে সোহমের সঙ্গে প্রযোজনায় যুক্ত আছেন সুরিন্দর ফিল্মস। বড় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে সোহমের ভাষ্য, ‘শুরুতে অভিজ্ঞতা কম ছিল। সিকিউরিটির কথাও ভেবেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি, বিষয়বস্তুর পাশাপাশি বক্স অফিসের চাহিদার দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। সে জন্যই সহ-প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছি। তারা বড় সিনেমা নির্মাণ করে। তাদের হাত ধরে আমি তারকা হয়েছি, তাদেরকে ভুলে গেলে তো মুশকিল। তারা পাশে থাকলে আরও বেশি শিখতে পারব।’
সব কাজ শেষে চলতি বছরের দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানান সোহম।
গত বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে সোহম চক্রবর্তীর প্রযোজনায় নতুন সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। পরিচালনা করছেন পথিকৃৎ বসু। এতে নামভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী।
সাম্প্রতিক সময়ে সিনেমায় অভিনয়টা কমিয়ে দিয়েছেন মিঠুন। সর্বশেষ ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করেছেন। এর আগের বছর অভিনয় করেছেন ‘প্রজাপ্রতি’তে। তবে সোহম জানালেন, গল্প শুনেই সিনেমার জন্য রাজি হয়েছেন মিঠুন। সোহম বলেন, ‘মিঠুনদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। গত বছর মিঠুনদা যখন কলকাতায় শুটিং করছিলেন, এক দিন সেটে গিয়ে তাঁকে গল্পটা শোনাই। দাদা বলেছিলেন, ‘‘বিট্টু, আমার এত বছরের ক্যারিয়ারে এত ভালো গল্প শুনিনি।” সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর বিভিন্ন সময়ে দাদার সঙ্গে কথা বলে সিনেমার প্রস্তুতি একটু একটু করে এগিয়েছি।’
শাস্ত্রী সিনেমায় মিঠুনের সঙ্গে দেখা যাবে দেবশ্রী রায়কে। এ সিনেমা দিয়ে ১৬ বছর পর পর্দায় দেখা যাবে মিঠুন-দেবশ্রী জুটি। এ ছাড়া আরও আছেন সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক ও অম্বরীশ ভট্টাচার্য। সোহম নিজেও একটি চরিত্রে অভিনয় করছেন।
২০২২ সালে প্রযোজনায় নাম লেখান সোহম। এর আগে ‘কলকাতার হ্যারি’, ‘পাকা দেখা’ ও ‘এলএসডি’র মতো সিনেমা করলেও শাস্ত্রী তাঁর প্রযোজনা ক্যারিয়ারে সবচেয়ে বড় আয়োজনের নির্মাণ। এতে সোহমের সঙ্গে প্রযোজনায় যুক্ত আছেন সুরিন্দর ফিল্মস। বড় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রযোজনা নিয়ে সোহমের ভাষ্য, ‘শুরুতে অভিজ্ঞতা কম ছিল। সিকিউরিটির কথাও ভেবেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি, বিষয়বস্তুর পাশাপাশি বক্স অফিসের চাহিদার দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। সে জন্যই সহ-প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের সঙ্গে জুটি বেঁধেছি। তারা বড় সিনেমা নির্মাণ করে। তাদের হাত ধরে আমি তারকা হয়েছি, তাদেরকে ভুলে গেলে তো মুশকিল। তারা পাশে থাকলে আরও বেশি শিখতে পারব।’
সব কাজ শেষে চলতি বছরের দুর্গাপূজার সময় সিনেমাটি মুক্তি পাবে বলে জানান সোহম।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে