চারঘাট প্রতিনিধি
করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে চারঘাটে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু বুস্টার ডোজে সেভাবে সাড়া মিলছে না। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়নের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে উপজেলাজুড়ে মাইকিং ও প্রচার কার্যক্রম চলছে। তারপরও টিকা কেন্দ্রগুলো ফাঁকা দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মনিমুল ইসলাম মিলন জানান, উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৪০ হাজার ৩৫০ জন। তার মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৫১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৭৭ জন। এখন পর্যন্ত ১৬ হাজার ৫৭৪ জন মানুষ দ্বিতীয় ডোজ নেননি। ইতিমধ্যে তাঁদেরকে মুঠোফোনে বার্তা দেওয়া হয়েছে।
অপরদিকে শুরু থেকে এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ৩৫ হাজার ২৫৪ জন। শতকরা হিসাবে প্রথম ডোজ নিয়েছেন ৭১ শতাংশ, দ্বিতীয় ডোজ ৬৪ শতাংশ এবং বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ১৫ শতাংশ। বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।
মনিমুল হক আরও জানান, আগামী শুক্রবার পর্যন্ত বুস্টার ডোজ কার্যক্রম চলবে। এর মধ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত পাঁচ দিনে ১১ হাজার ৩৮২ জন বুস্টার ডোজ নিয়েছেন।
এদিকে গণটিকা কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ হাজার ১৬৮ জন কিশোর-কিশোরী প্রথম ডোজ গ্রহণ করে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ১৯ হাজার ৭৪ জন। ১ হাজার ৯৪ জন কিশোর-কিশোরী দ্বিতীয় ডোজ এখনো গ্রহণ করেনি। মুঠোফোনে বার্তা দেওয়ার পরও তারা দ্বিতীয় ডোজ নিতে আগ্রহ দেখাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। এক শ্রেণির মানুষের অবহেলা ও অসচেতনতার কারণে বুস্টার ডোজ নিতে আগ্রহ কম। প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল, বুস্টার ডোজে সেটি তৈরি হয়নি। বাড়ি বাড়ি গেলেও বুস্টার ডোজ নিচ্ছেন না অনেকে।’
ডা. আশিকুর রহমান আরও বলেন, ‘দেশে করোনায় মৃত্যু না থাকায় জনমনে ভয়ভীতি কম। এজন্য অনেকেই মনে করছেন, আপাতত টিকা নেওয়ার দরকার নেই। তবে বুস্টার ডোজের জন্য উপজেলাজুড়ে ব্যাপকভাবে প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’ খুব শিগগিরই অধিকাংশ মানুষ বুস্টার ডোজের আওতায় আসবেন বলে মনে করছেন এই কর্মকর্তা।
করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে চারঘাটে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু বুস্টার ডোজে সেভাবে সাড়া মিলছে না। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়নের বিভিন্ন টিকাকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বুস্টার ডোজ কার্যক্রম নিয়ে উপজেলাজুড়ে মাইকিং ও প্রচার কার্যক্রম চলছে। তারপরও টিকা কেন্দ্রগুলো ফাঁকা দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মনিমুল ইসলাম মিলন জানান, উপজেলায় মোট জনসংখ্যা ২ লাখ ৪০ হাজার ৩৫০ জন। তার মধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৫১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৭৭ জন। এখন পর্যন্ত ১৬ হাজার ৫৭৪ জন মানুষ দ্বিতীয় ডোজ নেননি। ইতিমধ্যে তাঁদেরকে মুঠোফোনে বার্তা দেওয়া হয়েছে।
অপরদিকে শুরু থেকে এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ৩৫ হাজার ২৫৪ জন। শতকরা হিসাবে প্রথম ডোজ নিয়েছেন ৭১ শতাংশ, দ্বিতীয় ডোজ ৬৪ শতাংশ এবং বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ১৫ শতাংশ। বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।
মনিমুল হক আরও জানান, আগামী শুক্রবার পর্যন্ত বুস্টার ডোজ কার্যক্রম চলবে। এর মধ্যে গত শনিবার থেকে গতকাল বুধবার পর্যন্ত পাঁচ দিনে ১১ হাজার ৩৮২ জন বুস্টার ডোজ নিয়েছেন।
এদিকে গণটিকা কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী ২০ হাজার ১৬৮ জন কিশোর-কিশোরী প্রথম ডোজ গ্রহণ করে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ১৯ হাজার ৭৪ জন। ১ হাজার ৯৪ জন কিশোর-কিশোরী দ্বিতীয় ডোজ এখনো গ্রহণ করেনি। মুঠোফোনে বার্তা দেওয়ার পরও তারা দ্বিতীয় ডোজ নিতে আগ্রহ দেখাচ্ছে না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। এক শ্রেণির মানুষের অবহেলা ও অসচেতনতার কারণে বুস্টার ডোজ নিতে আগ্রহ কম। প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে মানুষের মধ্যে যে আগ্রহ ছিল, বুস্টার ডোজে সেটি তৈরি হয়নি। বাড়ি বাড়ি গেলেও বুস্টার ডোজ নিচ্ছেন না অনেকে।’
ডা. আশিকুর রহমান আরও বলেন, ‘দেশে করোনায় মৃত্যু না থাকায় জনমনে ভয়ভীতি কম। এজন্য অনেকেই মনে করছেন, আপাতত টিকা নেওয়ার দরকার নেই। তবে বুস্টার ডোজের জন্য উপজেলাজুড়ে ব্যাপকভাবে প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’ খুব শিগগিরই অধিকাংশ মানুষ বুস্টার ডোজের আওতায় আসবেন বলে মনে করছেন এই কর্মকর্তা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে