হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরায় চিকিৎসকসহ জনবল-সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ব্যাহত হচ্ছে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা। উপজেলায় ১৯টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও পুরোপুরি চিকিৎসাসেবা বন্ধ রয়েছে ৬টিতে।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে, দীর্ঘদিন ধরে বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনেক পদ শূন্য। এসব পদে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তবে এসব সংকটের পরও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে রয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। মা ও শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী থাকার কথা। কিন্তু ১৯টি ইউনিয়নের অন্তত ৬টিতে দীর্ঘদিন ধরে জনবল না থাকায় কোনো কার্যক্রম নেই। কয়েকটি কেন্দ্রে আয়া ও নিরাপত্তাপ্রহরী থাকলেও তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ১৩টির বেশির ভাগ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ভিজিটর, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তাপ্রহরীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তার ৩টি পদের মধ্যে ২টি, ২টি চিকিৎসা কর্মকর্তার মধ্যে ২টিই শূন্য রয়েছে।
গত ২১ জুলাই মুছাপুর স্বাস্থ্যকেন্দ্রে সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকা, চিকিৎসক-সংকটসহ নানা কারণে তালাবদ্ধ রয়েছে কেন্দ্রটি। এই স্বাস্থ্যকেন্দ্রের মাঠে প্রতি শুক্র ও সোমবার বসে পশুর হাট। কেন্দ্রটির চারপাশে ছড়িয়ে রয়েছে পশুর মল-মূত্র, পোলট্রি খামার।
স্বাস্থ্যকেন্দ্রটির আয়া বলেন, ‘বিদ্যুৎহীন জরাজীর্ণ ভবনে মাঝেমধ্যে এসে থাকি। নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। দক্ষিণ পাশের মুরগির খামারের গন্ধে বসে থাকা যায় না।’
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ডাক্তারের সংকটসহ নানা সমস্যার কারণে বন্ধ রয়েছে। এতে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায়ই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গেটে তালা ঝোলে।
খোলা হলেও সময়মতো উপস্থিত হন না দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ অন্য কর্মীরা।
সম্প্রতি ওই কেন্দ্রে গেলে দেখা গেছে, সেবা নেওয়ার জন্য ১০ থেকে ১২ জন রোগী অপেক্ষা করছেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুনুর রশিদ তখনো আসেননি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার বলেন, ‘দীর্ঘদিন ধরে বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনেক পদ শূন্য। এসব পদে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তবে এসব সংকটের পরও স্বাস্থ্যসেবা চালু রাখার চেষ্টা করে যাচ্ছি।’
নরসিংদীর রায়পুরায় চিকিৎসকসহ জনবল-সংকট ও কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ব্যাহত হচ্ছে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা। উপজেলায় ১৯টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও পুরোপুরি চিকিৎসাসেবা বন্ধ রয়েছে ৬টিতে।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর বলছে, দীর্ঘদিন ধরে বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনেক পদ শূন্য। এসব পদে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তবে এসব সংকটের পরও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ১৯টিতে রয়েছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র। মা ও শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ভিজিটর, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন অফিস সহায়ক ও নিরাপত্তাপ্রহরী থাকার কথা। কিন্তু ১৯টি ইউনিয়নের অন্তত ৬টিতে দীর্ঘদিন ধরে জনবল না থাকায় কোনো কার্যক্রম নেই। কয়েকটি কেন্দ্রে আয়া ও নিরাপত্তাপ্রহরী থাকলেও তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ১৩টির বেশির ভাগ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ভিজিটর, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তাপ্রহরীর পদ শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তার ৩টি পদের মধ্যে ২টি, ২টি চিকিৎসা কর্মকর্তার মধ্যে ২টিই শূন্য রয়েছে।
গত ২১ জুলাই মুছাপুর স্বাস্থ্যকেন্দ্রে সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকা, চিকিৎসক-সংকটসহ নানা কারণে তালাবদ্ধ রয়েছে কেন্দ্রটি। এই স্বাস্থ্যকেন্দ্রের মাঠে প্রতি শুক্র ও সোমবার বসে পশুর হাট। কেন্দ্রটির চারপাশে ছড়িয়ে রয়েছে পশুর মল-মূত্র, পোলট্রি খামার।
স্বাস্থ্যকেন্দ্রটির আয়া বলেন, ‘বিদ্যুৎহীন জরাজীর্ণ ভবনে মাঝেমধ্যে এসে থাকি। নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। দক্ষিণ পাশের মুরগির খামারের গন্ধে বসে থাকা যায় না।’
মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন ভূঁইয়া বলেন, ‘আমাদের ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ডাক্তারের সংকটসহ নানা সমস্যার কারণে বন্ধ রয়েছে। এতে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায়ই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের গেটে তালা ঝোলে।
খোলা হলেও সময়মতো উপস্থিত হন না দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ অন্য কর্মীরা।
সম্প্রতি ওই কেন্দ্রে গেলে দেখা গেছে, সেবা নেওয়ার জন্য ১০ থেকে ১২ জন রোগী অপেক্ষা করছেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুনুর রশিদ তখনো আসেননি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার বলেন, ‘দীর্ঘদিন ধরে বেশির ভাগ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে অনেক পদ শূন্য। এসব পদে জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তবে এসব সংকটের পরও স্বাস্থ্যসেবা চালু রাখার চেষ্টা করে যাচ্ছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে